শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
ঢাকা শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৭ বছর পর গ্রেপ্তার

বরিশাল ব্যুরো  

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ২৭ বছর পর গ্রেপ্তার

দীর্ঘ ২৭ বছর পলাতক থাকার পর হত্যামামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে র্যাব-৮ সদস্যরা। গ্রেপ্তার আনোয়ার হোসেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার কৃষ্ণকাঠি এলাকার গিয়াস খানের ছেলে। 

গত সোমবার রাতে বিষয়টি জানিয়েছে র্যাব-৮ এর মিডিয়া সেল। মিডিয়া সেলের পাঠানো তথ্যে জানা গেছে, আনোয়ার হোসেন ১৯৯৭ সালের অক্টোবর মাসে প্রতিবেশী আসমান খানকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। হত্যার ঘটনা সংঘঠিত হওয়ার পর থেকেই আনোয়ার হোসেন খান আত্মগোপনে ছিলেন। 

পরে ২০০১ সালে ঘটনার সঙ্গে সম্পৃক্ততা থাকার অভিযোগ প্রমাণিত হলে আদালত পলাতক অবস্থায় আসামির বিরুদ্ধে যাবজ্জীবন সাজার রায় দেন। পাশাপাশি পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেন। আদালতের রায় ঘোষণার পর থেকে ২৩ বছর পার হলেও আসামি বিভিন্ন স্থানে কৌশলে আত্মগোপনে ছিলেন। 

পরে বাকেরগঞ্জ থানা পুলিশ আসামিকে গ্রেপ্তারের জন্য র্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প বরাবর অধিযাচনপত্র পাঠায়। র্যাব-৮ বিষয়টিকে গুরুত্ব দিয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করে পটুয়াখালী জেলার প্রত্যন্ত দ্বীপ উপজেলা রাঙাবালীর বড় বাইশদা এলাকায় অভিযান চালিয়ে গত সোমবার আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র্যাব-৮ এর মিডিয়া সেল।

টিএইচ