সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ  

কামাল হোসেন, রাজবাড়ী

রাজবাড়ীতে ছাত্রলীগ নেতা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে বিক্ষোভ  

রাজবাড়ীতে সাবেক ছাত্রলীগ নেতা তানভীর হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে নিহত তানভীরের বন্ধু মহল ও বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এ কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে বক্তৃতা করেন নিহত তানভীরের মা সাহেদা বেগম এবং তার ঘনিষ্ঠ বন্ধু তামীম হাসান, নবীন, তনু ইসলাম, তাফসীন হাসান ও আশিক হাচান।

বক্তারা অভিযোগ করে বলেন, গত ১২ নভেম্বর রাতে রাজবাড়ী শহরের বিনোদপুর এলাকায় তানভীরকে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে চিহ্নিত দুর্বৃত্তরা। এ ঘটনায় মামলা দায়ের হলেও এখনো মূল আসামিরা গ্রেফতার হয়নি। 

দ্রুততম সময়ে তানভীর হত্যায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, আজকের মধ্যে সকল আসামিকে গ্রেফতার করা না হলে আগামীকাল আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা করা হবে।”

মানববন্ধন শেষে সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং বিদ্যালয়ের সামনেই শেষ হয়।
উল্লেখ্য, তানভীর রাজবাড়ী পৌরসভার বিনোদপুর এলাকার বাসিন্দা বাবু শেখের ছেলে। 

তিনি রাজবাড়ী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ডা. আবুল হোসেন কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তানভীর শেখের মামা আলম শেখ বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৭-৮ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

টিএইচ