বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

রামগঞ্জে ধর্ষণমামলার আসামি গ্রেপ্তার

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

রামগঞ্জে ধর্ষণমামলার আসামি গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পূর্ব মাছিমপুর আরমান গাজী বাড়ির সিরাজুল ইসলামের ছেলে ধর্ষণ মামলার আসামি মো. দেলোয়ার হোসেন সাগরকে (৩২) গত শনিবার রাতে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানার পুলিশ।

স্থানীয়ভাবে জানা যায়, উপজেলার পূর্ব মাছিমপুর গাজী বাড়ির শহিদুল্লাহর প্রতিবন্ধী মেয়ে রোজিনা আক্তারকে (২৫) গত ১ বছর ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে আসছে একই বাড়ির সিরাজুল ইসলামের ছেলে দেলোয়ার হোসেন সাগর। একপর্যায়ে প্রতিবন্ধী রোজিনা আক্তার গর্ভবতী হয়ে পড়ে। 

এ ঘটনায় দেলোয়ারের বাবা-মাকে বার বার জানালেও তারা কোনো কর্ণপাত করেনি। গত ২৪ মে নোয়াখালী জেনারেল হসপিটালে সিজারের মাধ্যমে প্রতিবন্ধী রোজিনা আক্তার একটি কন্যা সন্তানের জন্ম দেন। ভুক্তভেগী প্রতিবন্ধী রোজিনা আক্তারের মা নুর জাহান বেগম রামগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। 

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. ইমদাদুল হক জানান, প্রতিবন্ধী রোজিনা আক্তারের মা নুর জাহান বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। এ মামলায় আসামি দেলোয়ার হোসেন সাগরকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করি।

টিএইচ