বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সারাদেশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

সারাদেশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’ এ স্লোগানকে সামনে রেখে সোমবার (৯ ডিসেম্বর) সারাদেশে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর—

নাটোর : সচেতন নাগরিক কমিটি, টিআইবি, নাটোর শাখার আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় কানাইখালী স্টেডিয়াম মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার মাঠে ফিরে আসে। সেখানে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তথ্যমেলায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন। এছাড়াও নাটোর সদর ইউএনও আখতার জাহান সাথী, নাটোর কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল ওয়াদুদ, জেলা শিশু কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ তথ্যমেলায় উপস্থিত ছিলেন। ২ দিনব্যাপী অনুষ্ঠিত এ তথ্যমেলায় আলোচনা সভার পাশাপাশি গণশুনানী, বিতর্ক প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

মাদারীপুর : মাদারীপুর জেলা প্রশাসন, দুদক, দুপ্রক, সচেতন নাগরিক কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষ্যে জেলা সমন্বিত অফিস ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে সমন্বিত হলরুমে ‘দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় প্রধান অতিথি ছিলেন, মাদারীপুর জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার। মাদারীপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি ডা. মুজিবুল হকের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গির আলম, মাদারীপুর স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মুহাম্মদ হাবিবুল আলম, মাদারীপুর অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া ফেরদৌস, মাদারীপুর দুদকের উপপরিচালক মো. আতিকুর রহমান, জেলা সচেতন নাগররিক কমিটির সভাপতি খান মো. শহীদ প্রমুখ।

নড়াইল : নড়াইল জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধের (দুপ্রক) যৌথ উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা দুপ্রকের সভাপতি অধ্যক্ষ মনিরুজ্জামান মল্লিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. আহসান মাহমুদ রাসেল। আলোচনায় অংশ নেন এবং দিবসের ধারণাপত্র উপস্থাপন করেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমান, সদর থানার ওসি সাজেদুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক রাফায়েতুল হক তমাল। 

ঝিনাইদহ : জেলা দুর্নীতি দমন কমিশন সমন্বিত কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে দিবসটি উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক বকুল চন্দ্র কবিরাজ, অতিরিক্ত পুলিশ মুন্না বিশ্বাস, দুর্নীতি দমন কমিশন ঝিনাইদহ সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক তরুণ কান্তি ঘোষ, সরকারি কেসি কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. বি এম রেজাউল করিমসহ অন্যরা বক্তব্য দেন। সেসময় বক্তারা, দুর্নীতির বিরুদ্ধে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান।

মৌলভীবাজার : মানববন্ধন ও  দুর্নীতি দমন ও প্রতিরোধ করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন একথা বলেন। সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমদ। এ সময়  উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামসুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মেহনাজ ফেরদৌস, দুর্নীতি কমিশনের সহকারী পরিচালক মো. সাইফুর রহমান, জেলা দুর্নীতি কমিটির সাধারণ সম্পাদক অ্যাড. শাহ আখলাকুর আম্বিয়া, বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের আহ্বায়ক বকশী ইকবাল আহমদ,সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী প্রমুখ। 

ইসলামপুর (জামালপুর) : উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদের প্রাঙ্গণে আলোচনা ও  মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ইউএনও তৌহিদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া আক্তার, উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএএম আবু তাহের, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি শাহজাহান সরকার, সদস্য ওসমান হারুনী ও গুরুদাসসহ অনেকেই বক্তব্য রাখেন। এসময় বক্তারা বৈষম্যবিরোধী ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

মনপুরা (ভোলা) : উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন শেষে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও পাঠান মো. সাইদুজ্জামান। দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, মনপুরা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. আব্দুল মান্নান মাস্টার ও সাধারণ সম্পাদক মনোয়ারা বেগম। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা মো. নুরুন্নবি মিয়া, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক শহিদুল ইসলাম ও নদীরবাসি চন্দ্র দাসসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

কাহারোল (দিনাজপুর) : কাহারোল উপজেলা পরিষদ চত্বর হতে র্যালি বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটোরিয়াম হলে গিয়ে শেষ হয়। র্যালি শেষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি মো. আতিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা. কর্মচারী, বিভিন্ন স্কুলের শিক্ষক, শিক্ষার্থী, সুধী সমাজ অংশগ্রহণ করেন।

পাথরঘাটা (বরগুনা) : পাথরঘাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। এর আগে পাথরঘাটা প্রেস ক্লাবের সামনে দুর্নীতিবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরাসহ বিভিন্ন পেশাজীবী নেতারা উপস্থিত থেকে দুর্নীতির বিরুদ্ধে বক্তব্য দেন। পাথরঘাটা ইউএনও মোহাম্মদ রোকোনুজ্জামান খানের সভাপতিত্বে আলোচনা করেন উপজেলা (সহকারী ভূমি) কমিশনার মোহাম্মদ এমাদুল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারী অধ্যাপক আহসান হাবীব, সাধারণ সম্পাদক মির্জা শহিদুল ইসলাম খালেদ, পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল সিকদার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরফান আহমেদ সোয়েন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সম্পাদক আমিন সোহেল, মরিয়ম চৌধুরী জেবু প্রমুখ।

ত্রিশাল (ময়মনসিংহ) : রঙিন বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ  করে উপজেলা পরিষদের রাশেদুল ইসলাম কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন  ইউএনও জুয়েল আহমেদ। ত্রিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম জোবায়ের হোসাইনের  সঞ্চালায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহবুবুর রহমান, ত্রিশাল থানার ওসি মনসুর আহমেদ, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মফিজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার প্রমুখ।

মোল্লাহাট (বাগেরহাট) : মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও হরেকৃষ্ণ অধিকারী। সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানা ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম। অন্য অতিথিদের মধ্যে  বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ইসহাক, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আকতার, জনস্বাস্থ্য বিভাগের উপ-প্রকৌশলী আবুল কালাম আজাদ, ফায়ার সার্ভিসের স্টেশন  অফিসার শরীফ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্যচিব মো. জাহিদুল ইসলাম মিয়া প্রমুখ।

নাগরপুর (টাঙ্গাইল) : নাগরপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি  রামেন্দ্র সুন্দর বোসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খোরশেদুন নাহার ভূঁইয়ার সঞ্চালনায় দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও মানববন্ধন করা হয়। এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন-নাগরপুর ইউএনও আরাফাত মোহাম্মদ নোমান। বিশেষ অতিথি ছিলেন, নাগরপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আ. মমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহমেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মহসিন রেজা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার গণমাধ্যম কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্রছাত্রী প্রমুখ।

শ্রীমঙ্গল : শ্রীমঙ্গল উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন এবং মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) শ্রীমঙ্গলে আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক), টিআইবি শ্রীমঙ্গলের সহযোগিতায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক এবিএম মোখলেছুর রহমান। আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. ইসলাম উদ্দিন। দুপ্রক সদস্য সাংবাদিক সৈয়দ ছায়েদ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাউদ্দিন বিশ্বাস, শ্রীমঙ্গল থানার ওসি মো. আমিনুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রবীণ সাংবাদিক সৈয়দ নেসার আহমদ, সচেতন নাগরিক কমিটি (সনাক) টিআইবি শ্রীমঙ্গল সভাপতি দ্বীপেন্দ্র ভট্টাচার্য।

দুমকি (পটুয়াখালী) :  দুমকি উপজেলা পরিষদ চত্বর থেকে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে সেমিনার কক্ষে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. জামাল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় ইউএনও মো. শাহীন মাহমুদ প্রধান অতিথির বক্তৃতা করেন। আলোচনা সভায় দুমকি থানার ওসি মো. জাকির হোসেন, সরকারি জনতা কলেজের সহযোগী অধ্যাপক মো. শহিদুল ইসলাম, প্রেসক্লাব দুমকির সভাপতি মো. হারুন অর রশিদ বিশেষ অতিথি ছিলেন।

ভান্ডারিয়া (পিরোজপুর) : উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই আয়োজনে করে। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে  জাতীয় ও দুদক পতাকা উত্তোলন শেষে পরিষদের সম্মুখে মানববন্ধন করা হয়। উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফরিদ উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথির  বক্তব্য রাখেন, ইউএনও মো. ইয়াছিন আরাফাত রানা। বক্তব্য রাখেন ভান্ডারিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিলন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুল ওহাব আলী, সমাজসেবা কর্মকর্তা মো. আবুল হাসান প্রমুখ।

গৌরীপুর : গৌরীপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মতিউর রহমানের সভাপতিত্বে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. শাকিল আহমেদ। বিশেষ অতিথি ছিলন সহকারী কমিশনার ভূমি সুনন্দা সরকার প্রমা, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. হারুণ অর রশিদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন।

পলাশবাড়ী (গাইবান্ধা) : উপজেলা পরিষদ চত্বরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয় শীর্ষক এক আলোচনা সভা উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক নবীউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো. কামরুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার ও থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. লাইছুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অলিউল ইসলাম বাদল, শিক্ষক আই.ম মিজানুর রহমান, এটিএম মিজানুর রহমান সুজন খান, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সুরুজ হক লিটন, এনজিও প্রতিনিধি লিপি খাতুন, সাংবাদিক নুরুল ইসলাম ও শিক্ষার্থী অরোরা তানবীন প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শিক্ষক তাহমিদা খাতুন। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তা ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন সমূহের নেতারাসহ শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

লালমোহন (ভোলা) : দিবসটি উপলক্ষে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লালমোহন উপজেলা প্রশাসন ও লালমোহন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়েজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরািধ কমিটির সভাপতি আব্দুর রব মাস্টার। সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন লালমোহন ইউএনও মো. শাহ আজিজ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, থানা ওসি মো. সিরাজুল ইসলাম, লালমেহান ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসেন, সমাজ সেবা কর্মকর্তা মো. মাসুদ, যুব উন্নয়ন কর্মকর্তা খলিলুর রহমান ইমন, নির্বাচন কর্মকর্তা মো. সোহেল, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া প্রমুখ।

কচুয়া (চাঁদপুর) : উপজেলা পরিষদ চত্বরে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি মো. সোলাইমান মিয়া। উপজেলা দুর্নীতিবিরোধী কমিটির সাধারণ সম্পাদক মানিক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কচুয়া ইউএনও ও প্রশাসক মুহাম্মদ হেলাল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, ওসি (তদন্ত) জিয়াউল হক। এছাড়াও কৃষি অফিসার কৃষিবিদ মো. মেজবাহ উদ্দিন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার পারভীন আক্তার, মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. ফারুক মিয়া, সদস্য আবু সাঈদসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

কানাইঘাট (সিলেট) : উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন পরবর্তী এক আলোচনা সভা উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাস্টার মহি উদ্দিনের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা রফিকুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় দুর্নীতি বিরোধী এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইউএনও ফারজানা নাসরীন। মানববন্ধন ও আলোচনা সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তা, দুর্নীতি প্রতিরোধ কমিটির নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী, সুধীজন অংশগ্রহণ করেন। আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াজিদ ওয়াসিফ, উপজেলা প্রকৌশলী মো. আবু হানিফা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুর  মোহাম্মদ।

কাশিয়ানী (গোপালগঞ্জ) : দিবসটি উপলক্ষে উপজেলা চত্ত্বরে একটি মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইউএনও ফারজানা জান্নাত। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহযোগী অধ্যাপক মো. নাসিরুদ্দিনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক কাজী ওমর হোসেনের সঞ্চালনা অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মুনমুন পাল, সমাজসেবা অফিসার শেখ মো. বজলুর রহমান কনক, সাংবাদিক মো. নিজামুল আলম মোরাদ, মো. শহিদুল আলম মুন্না, ইবাদুল রানা, আলী আজম লিটন ডা. মো. সোহান, সুলতানূল আলম খান প্রমুখ।

অভয়নগর (যশোর) : উপজেলা মিলনায়তনে আলোচনা সভা ও চত্বরে মানববন্ধন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল মতলেব সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সুনীল দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরি, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির, কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ খায়রুল বাশার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাজকুমার পাল, নওয়াপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম মল্লিক, সদস্য জসিম উদ্দিন বাচ্চু, গাজী আবুল হোসেন, তাওহীদ হাসান উসামা। 

শালিখা (মাগুরা): উপজেলা মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইউএনও হাসিনা মমতাজ। এসময় উপস্থিত ছিলেন কৃষিবিদ মো. আলমগীর হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম,  উপজেলা বিএনপি সভাপতি সাবেক চেয়ারম্যান মো. আনিচুর রহমান মিল্টন,সাধারণ সম্পাদক মনিরুজ্জামান চকলেট, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ, বীর মুক্তিযোদ্ধা কিনায়েত হোসেন, শালিখা থানার পুলিশ উপপরিদর্শক  আনোয়ার  জামায়াতের নেতারা, সাংবাদিকরা।

চৌগাছা (যশোর) : উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও হলরুমে আলোচনা সভা করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক কামরুজ্জামান। প্রধান অতিথির বক্তৃতা করেন ইউএনও সুস্মিতা সাহা। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াতের আমির মাওলানা গোলাম মোরশেদ, ওসি (তদন্ত) কামাল হোসেন, চৌগাছা সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান, চৌগাছা পল্লী বিদ্যুতের ডিজি এম বালু আবুল কালাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম মো. রফিকুজ্জামান, উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা নূরুল ইসলাম, সহ-সেক্রেটারী মাস্টার কামাল আহম্মেদ প্রমুখ। প্রেসক্লাব চৌগাছার সহ-সভাপতি অধ্যাপক ড. আব্দুস শুকুরের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন, প্রেসক্লাব চৌগাছার সাংবাদিক নেতা আজিজুর রহমান, এম এ মান্নান ও  আমগীর কামালসহ উপজেলা পরিষদের সকল কর্মকর্তা বৃন্দ, সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানরা, বৈষম্য বিরোধী ছাত্র নেতারা, সুধীমণ্ডলী ও শিক্ষার্থীরা।

ইন্দুরকানী (পিরোজপুর): উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা ও প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন গাজীর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ইন্দুরকানী ইউএনও হাসান-বিন মুহাম্মাদ আলী, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম আল-আমিন, থানা ওসি মো. মারুফ হোসেন। প্রেস ক্লাব সভাপতি ও দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি খান মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ফরিদ আহম্মেদ, সদস্য সচিব আলমগীর কবির মান্নু,  জামায়াতে ইসলামির আমির মাও. মো. আলী হোসেন প্রমুখ।

মদন (নেত্রকোনা) : উপজেলা পরিষদের সভাকক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল হেকিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত ইউএনও ইমদাদুল হক তালুকদার। আরও বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার হাবিবুর রহমান, ডা. নয়ন ঘোষ, ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান, জামায়াতের নায়েবে আমির রিয়াজ উদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি এজহারুল ইসলাম, প্রভাষক আব্দুল গনি আকন্দ, মুফতি আনোয়ার হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন উজ্জ্বল, সমন্বায়ক সাইদ বিন ফজল প্রমুখ। সভা সঞ্চালনায় দায়িত্বে ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আবু হান্নান তালুকদার।

দৌলতপুর (কুষ্টিয়া) : দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, দৌলতপুর ইউএনও মো. আব্দুল হাই সিদ্দিকী। দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি উপাধ্যক্ষ আবু সাঈদ মো. আজমল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ। প্রধান আলোচক ছিলেন, দৌলতপুর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ নজরুল ইসলাম। 

তিতাস (কুমিল্লা) : উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও সুমাইয়া মমিন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো.আ.রব মাস্টার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাওলানা মো. বিল্লাল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা,উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লা মোস্তাফিন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি মো.আনোয়ার হোসেন, ফেরদৌসী বেগম, সদস্য আ. রশিদ, খালেক ভূইয়া, আবুল কাসেম ও মোশাররফ হোসেন প্রমুখ।

টিএইচ