সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সারাদেশে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

সারাদেশে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সারাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন, আনন্দ শোভাযাত্রা, শ্রদ্ধাঞ্জলি নিবেদন, কেক কাটা, বেলুন উড়ানো, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

প্রতিনিধিদের পাঠানো খবরে-

চুয়াডাঙ্গা : বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সকালে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি ও চুয়াডাঙ্গা -১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। দলীয় পতাকা উত্তোলন করেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। 

সকালে চুয়াডাঙ্গা জেলা যুবলীগের কার্যালয়ে দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন জেলা আওয়ামী লীগের নেতারা। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা যুবলীগের আহ্বায়ক নঈম হাসান জোয়ার্দ্দার। একই সাথে নঈম হাসান জর্দ্দার যুবলীগ নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর পতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন। 

এদিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসন চত্বরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প মাল্য অর্পণ করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, চুয়াডাঙ্গা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুনসহ জেলার সরকারি, বেসরকারি দপ্তরের প্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতারা।

সিরাজগঞ্জ : জেলা প্রশাসক কার্য্যালয় চত্বরে ‘সুবর্ণ অহংকার’ এ জাতির পিতার প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পন শেষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে যোগদান করেন  স্থানীয় এমপি অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, জেলা আওয়ামী লীগের নেতারা। 

পরবর্তীতে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মীর মোহাম্মাদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না, সিরাজগঞ্জ পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক ড. জান্নাত আরা তালুকদার হেনরী, পৌর আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।

নাটোর : আলোচনা সভায় জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. সাইফুর রহমান, এনএসআই এর উপ-পরিচালক শাহিনুর সিদ্দিক, কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াদুদ, জেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা প্রমুখ।

দিবসটি উপলক্ষ্যে শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি এবং ইসলামিক ফাউন্ডেশন শিক্ষার্থীদের জন্যে বিভিন্ন বিষয়ভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করে। সকল ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার আয়োজন করা হয়েছে। কারাগার, হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন করা হচ্ছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজানসহ দলীয় নেতারাএ সময় উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কার্যালয় হতে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে একটি  র্যালি বের হয়ে জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি পৌর টাউন হলে বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। পরে আওয়ামী লীগের জেলা কার্যালয় এসে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটে বঙ্গবন্ধুর আত্মার প্রতি দোয়া মাহফিল ও  আলোচনা সভা অনুষ্ঠিত  হয়। 

বঙ্গবন্ধুর  প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান, খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হক, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা পুস্পস্তবক অর্পণ করেন।

এসময় খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু, বীর মুক্তিযোদ্ধা ও জেলা  আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি  রণবিক্রম ত্রিপুরা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কংজুরী চৌধুরী, জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলমসহ জেলা  আওয়ামী লীগ, সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
 
কিশোরগঞ্জ: বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কিশোরগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। শহরের খরমপট্টি এলাকায় মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জনস্বাস্থ্য অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, সহকারী প্রকৌশলী আবু জাকারিয়া, ইস্টিমেটর রবিউল আওয়াল অপুসহ অন্য কর্মকতা কর্মচারিরা। 

বরিশাল: নগরীর শহীদ সোহেল চত্ত্বরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সিটি মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। একই সময় মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর। এছাড়াও বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। 

জেলা ও মহানগর আওয়ামী লীগের আলোচনা সভা ও বিকেলে সাইকেল র্যালি বের করা হয়। এর আগে জেলা প্রশাসনের উদ্যোগে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুদের অংশগ্রহণে সার্কিট হাউজের সামনে থেকে আনন্দ র্যালি বের করা হয়। পরে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান, মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. সাইফুল ইসলাম, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

শরীয়তপুর : শরীয়তপুর জেলার সদর উপজেলা আওতাধীন শৌলপাড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডে অবস্থিত ১১নং গয়ঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভায় উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি দিলিপ সিকদারের সভাপতিত্বে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরদার মো. মামুন মিয়ার পরিচালনায় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষিকা লাকি আক্তার, উক্ত বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, শরীয়তপুর জজ কোর্টের শিক্ষানবিশ আইনজীবী, বাংলাদেশ ছাত্রলীগ শরীয়তপুর সদর উপজেলা শাখার সহ-সভাপতি রুপক চক্রবর্তী, সহকারী শিক্ষিক জাকিয়া সুলতানা, লিমা আক্তার, বিকাশ চন্দ্র দাসসহ উক্ত বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা।

গাজীপুর : গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপত্বিতে  বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা মহানগর আওয়ামী লীগ সভাপতি এড. মো. আজমত উল্লাহ খান, জিএমপি উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মো. শামছুর রহমান, কৃষি সম্পসারণ উপ-পরিচালক  কৃষিবিদ মো. সাইফুল ইসলাম, জেলা খাদ্য কর্মকর্তা কায়সার মুহাম্মদ মইনুল হোসেন, অধ্যক্ষ মুকুল কুমার মল্লিক। আলোচনা মঞ্চে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীর  উপস্থিতিতে জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবসের কেক কাটা হয়। 

বাগেরহাট : সকালে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট হেমায়েত উদ্দিন ভূঁইয়াসহ দলীয় নেতারা। পরে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন, এমপি অ্যাড. আমিরুল আলম মিলন, জেলা প্রশাসক মো. আজিজুর রহমান, পুলিশ সুপার কে এম আরিফুল হক, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক দল, সরকারি অফিসসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। 

দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন স্থানীয় এমপি অ্যাড. আমিরুল আলম মিলন। পর্যায়ক্রমে উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, নির্বাহী কর্মকর্তা এসএম তারেক সুলতান, বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল, পৌরসভা, উপজেলা শিক্ষা কর্মকর্তা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জনস্বাস্থ্য প্রকৌশলী, সরকারি বালিকা বিদ্যালয়, অম্বিকাচরণ লাহা পাইরট উচ্চ বিদ্যালয়, মডেল সরকারি প্রথমিক বিদ্যালয়, ফায়ার সার্ভিস, পল্লী বিদ্যুৎসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

ইসলামী বিশ্ববিদ্যালয়: বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন মুজিব মুর্যালে প্রথমেই পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালামের নেতৃত্বে এসময় সেখানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এর পরপরই, বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদ, বিভাগ, হল, সকল পর্যায়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী, বিভিন্ন সমিতি, পরিষদ, ফোরাম, শাখা ছাত্রলীগ ও ইবি রিপোর্টার্স ইউনিটি পুষ্পস্তবক অর্পণ করেন।

লক্ষ্মীপুর : কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সরকার মো. জোবায়েদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চন্দ্রগঞ্জ থানার ওসি (তদন্ত) দুলাল কিশোর মজুমদার, কলেজের উপাধ্যক্ষ প্রিয়বত চৌধুরী, চন্দ্রগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মো. আলী হোসেন, কলেজ গভর্ণিং বডির সদস্য বাবুল হোসেন ও অহিদ মিয়াসহ অন্য শিক্ষকরা।
 
সালথা (ফরিদপুর): প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, সালথা থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুক্তিযোদ্ধা সংসদ, অফিসার্স ক্লাব, উপজেলা আওয়ামী, উপজেলা যুবলীগ, সালথা সরকারি কলেজসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। 

উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওয়াদুদ মাতুব্বর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সালাহউদ্দিন আইয়ূবী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম ইফতেখার আজাদ, উপজেলা কৃষি অফিসার জীবাংশু দাস, মৎস্য অফিসার রাজীব রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, সালথা সরকারি কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

জীবননগর (চুয়াডাঙ্গা) : জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য প্রদান শেষে উপজেলা পরিষদের হলরুমে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জীবননগর উপজেলা নির্বাহী অফিসার মো. রোকুনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি ) তিথি মিত্র, জীবননগর থানার ওসি মো. আব্দুল খালেক প্রমুখ।

রাজস্থলী (রাঙ্গামাটি): রাজস্থলী উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত উপজেলা চত্ত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে। উপজেলা গণমিলনায়তনে আয়োজিত আলোচনা সভা এবং জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রচনা, বক্তৃতা এবং চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাস, রাজস্থলী সার্কেল এসপি সাইকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উচসিন মারমা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা, রাজস্থলী থানা ওসি জাকির হোসেন, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক। 

ত্রিশাল (ময়মনসিংহ) : উপজেলার সব সরকারি আধা-সরকারি, স্বায়ত্ব-শাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, উপজেলা যুবলীগ, উপজেলা  যুব মহিলা লীগ, কবি নজরুল স্মৃতি কেন্দ্রসহ বিভিন্ন দপ্তরে কর্মকর্তারা। উপজেলা নির্বাহীি অফিসার  আক্তারুজ্জামানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, উপজেলার সহকারী কমিশনার ভূমি হাসান আব্দুল্লাহ আল মাহমুদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন সাধারণ সম্পাদক  ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শোভা মিয়া আকন্দসহ আরও অনেকে। 

কলমাকান্দা (নেত্রকোনা) : কলমাকান্দা উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও আসাদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বঙ্গবন্ধুর জীবনীর ওপর আলোকপাত করে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তাং, নারীনেত্রী ক্যামেলিয়া মজুমদার, আফরোজা বেগম শিমু, থানার ওসি মো. আবুল কালাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আল মামুন, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, যুবলীগ সভাপতি মিজানুর রহমান সেলিম, সাধারণ সম্পাদক পলাশকান্তি বিশ্বাস, ছাত্রনেতা সুহেল রানা ও প্রেস ক্লাব সভাপতি রাজ্জাক আহমেদ রাজু প্রমুখ।

তাড়াশ (সিরাজগঞ্জ): উপজেলা আওয়ামী লীগের আয়োজনে তাড়াশ দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষ করে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি অধ্যক্ষ আসাদুজ্জানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আব্দুল খালেক তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের এমপি অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ। প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার। 

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোক্তার হোসেন মুক্তা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর ইসলাম লাবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মর্জিনা ইসলাম প্রমুখ।

দেলদুয়ার (টাঙ্গাইল) : উপজেলা প্রশাসনের আয়োজনে প্রথমে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করার পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, কেককাটা ও পুরস্কার বিতরণী  অনুষ্ঠিত হয়।

দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা আলীর সভাপতিত্বে  অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ, বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এহসানুল হক সুমন, দেলদুয়ার থানার ওসি মো. নাছির উদ্দীন মৃধা, মহিলা ভাইস চেয়ারম্যান হুসনেরা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল  হক, সাধারণ সম্পাদক লায়ন এম শিবলী  সাদিক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবু তাহের বাবলু প্রমুখ।

বাগাতিপাড়া (নাটোর) : বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার নিলুফা সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, নাটোর-১ আসনের এমপি শহিদুল ইসলাম বকুল।

এ সময় আরও বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা, কৃষি অফিসার ভবসিন্ধু রায়, বাগাতিপাড়া মডেল থানা ওসি সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম ঠাণ্ডু, বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায় প্রমুখ।

পাংশা (রাজবাড়ী) : বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিল্পকলা একাডেমিতে কেক কেটে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন ও শিশু দিবস পালন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন রাজবাড়ীর সংরক্ষিত মহিলা এমপি এ্যাড. খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ.কে.এম শফিকুল মোরশেদ আরুজ, উপজেলা চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাসুদুর রহমান রুবেল, পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমানসহ উপজেলার অন্য সকল দপ্তরের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মির্জাপুর (টাঙ্গাইল) : উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্থানীয় এমপি, উপজেলা চেয়ারম্যান, উপজেলা প্রশাসন, পৌরসভা, পুলিশ প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন। পুস্পস্তবক অর্পণ শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। এছাড়াও বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ নেতা, মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, গণমাধ্যমকর্মী, শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সভায় উপস্থিত ছিলেন।

রোকেয়া বিশ্ববিদ্যালয়: দিবসটি উপলক্ষে ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটেন ভিসি অধ্যাপক ড. হাসিবুর রশীদ। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি ড. সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার অধ্যাপক ড. মজিব উদ্দিন আহমদ, রেজিস্ট্রার প্রকৌশলী আলমগীর চৌধুরী, প্রক্টর গোলাম রব্বানী, ছাত্রপরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক আনোয়ারুল আজিম, বহিরাঙ্গন কার্যক্রম দপ্তরের পরিচালক সাব্বীর আহমেদ চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীমসহ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারিরা। এছাড়া বঙ্গবন্ধুর বিদেহী আত্মার শান্তি কামনা করে বাদ জোহর কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এরপর বিকেলে ভার্চুয়াল আলোচনা সভার আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

টিএইচ