সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সারা দেশে পয়লা বৈশাখ পালিত

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে পয়লা বৈশাখ পালিত

নানা আয়োজনের মধ্যদিয়ে দেশের বিভিন্ন স্থানে বাংলা নববর্ষ উপলক্ষে ঢাকের তালে মঙ্গল শোভাযাত্রার উদ্বোধন করে ১৪৩০ বাংলা নতুন বছরকে বরণ করা হয়েছে। প্রতিনিধিদের পাঠোনো খবর-

চুয়াডাঙ্গা প্রতিনিধি : পয়লা বৈশাখ উপলক্ষে গত শুক্রবার সকাল ৯টায় চুয়াডাঙ্গা  ভি. জে স্কুল মাঠ চাঁদমারী (চানমারি) মাঠ থেকে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। জেলা প্রশাসক মোহম্মদ আমিনুল ইসলাম খানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের কোর্ট মোড়, কোর্ট রোড, কলেজ রোড হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা সরকারি কলেজে এসে শেষ হয়। 

বর্ণাঢ্য শোভাযাত্রায় বাঙালি জাতির বিভিন্ন কৃষ্টি-কালচার, ইতিহাস-ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন সাজ-পোষাকে বয়ো-বৃদ্ধ, বউ-বর, কৃষক-কৃষাণী, শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে, সরকারি কলেজ প্রাঙ্গনে বাংলা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান।

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. আব্দুল আজিজ। চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. এ কে এম সাইফুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজুর রহমান মনজু, চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আজিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল ইসলাম মালিক প্রমুখ।

চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফের সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরাফাত রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজমুল হামিদ রেজা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, চুয়াডাঙ্গা সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক সফিকুল ইসলাম, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শামিম ভূইয়া, জেলা শিক্ষা অফিসার আতাউর রহমান, চুয়াডাঙ্গা টিটিসির অধ্যাক্ষ মো. মোসাব্বেরুজ্জামান, চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক রফিকুজ্জামানসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সামাজিক-রাজনৈতিক ব্যাক্তিত্ব, শিক্ষক-ছাত্র ও সাংস্কৃতিক কর্মীরা। এরপর বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খানসহ অতিথিরা।

বরিশাল ব্যুরো : বাংলা নববর্ষ উপলক্ষে গত শুক্রবার সকাল ৭টায় উদীচির আয়োজনে নগরীর ব্রজমোহন স্কুল প্রাঙ্গনে প্রভাতী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় সঙ্গীত, মঙ্গলগীত, নৃত্য ও আবৃত্তি পরিবেশন করে শিল্পীরা। 

এসব আয়োজনে প্রানে প্রান মিলায় উৎসব প্রিয় বাঙালী। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত থেকে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ নগরবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি অসামপ্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি বরিশাল জেলা প্রশাসক জাহাঙ্গীর হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর হোসেন, সাবেক এমপি ও বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোহাম্মদ ইউনুস, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ প্রমুখ। 

এরপর চারুকলা বরিশালের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়। মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা নিয়ে শোভাযাত্রার সামনে থাকেন। শোভাযাত্রা ব্রজমোহন স্কুল থেকে বের হয়ে কালিবাড়ি রোড, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক, গীর্জা মহল্লা, চকবাজার, কাটপট্রি হয়ে অশ্বিনী কুমার হলের সামনে এসে শেষ হয়। 

গাজীপুর প্রতিনিধি: গত শুক্রবার ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে পয়লা বৈশাখ পালন উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা জাতীয় সঙ্গীত, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে ১লা বৈশাখের কর্মসূচি শুরু হয়। এর মধ্যে মঙ্গল শোভাযাত্রা কলেজ প্রাঙ্গণ হতে শুরু করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়। পরে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে অধ্যক্ষ প্রফেসর মাসুদা শিকদারের সভাপতিত্বে কলেজ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এ অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ বি এম আ. হান্নান শিক্ষক পরিষদ অফিসার্স/কাউন্সিলের সম্পদক ড. মো. আখতারুজ্জামানসহ সকল বিভাগীয় প্রধান শিক্ষক শিক্ষার্থী কর্মচারীরা।

জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যেগে বর্ণিল নানা আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩০ উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজী, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ খাজা সামছুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার মামুন খান চিশতীসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের ব্যক্তিরা। দিবসটি উপলক্ষে সকাল ৮ টায় জয়পুরহাট রামদেও বাজলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে কালেক্টরেট মাঠে এসে শেষ করে দেশাত্মবোধক ও বর্ষ বরণের সংগীত এবং নৃত্য পরিবেশন করে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পী গোষ্ঠীরা। পরে দেশীয় খেলা কাবাডি ও লাঠি খেলা, শিশুদের জন্য হাড়িভাংগা খেলা, কুইজ, রচনা, কবিতা আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

নীলফামারী প্রতিনিধি : বছর ঘুরে আবার এলো পহেলা বৈশাখ। পুরোনো গ্লানি, হতাশা, মলিনতাকে পেছনে ফেলে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার প্রত্যয়ে নীলফামারীতে মঙ্গল শোভাযাত্রা হয়েছে। গত শুক্রবার সকালে বাংলা নববর্ষ-১৪৩০ উৎযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক চত্ত্বর হতে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে ডিসি গার্ডেনে সমাপ্ত হয়। পরে সেখানে জাতীয় সংগীত ও এসো হে বৈশাখ গান পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সংক্ষিপ্ত আলোচনা সভার শুরু করা হয়। 

এসময় নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহধর্মিনী, সদর উপজেলা চেয়ারম্যান শাহিদ মাহমুদ, উপজেলা নির্বাহী অফিসার জেসমিন নাহার, নীলফামারী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি প্রকৌশলী এস এম শফিকুল আলম ডাবলু, সদর উপজেলা ভাইচ চেয়ারম্যান শান্তনা চক্রবর্তী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংস্কৃতিক ব্যক্তিসহ অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়াও বর্ষবরণ উপলক্ষে জেলা শিশু একাডেমি প্রাঙ্গণে সুবিধাজনক সময়ে শিশুদের কুইজ, (বাংলা নববর্ষ, অসাম্প্রদায়িক চেতনা ও বঙ্গবন্ধু) নিয়ে রচনা প্রতিযোগীতা, চিত্রাঙ্কণ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। 

টিএইচ