শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

সারা দেশে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত

 ‘তামাক নয়, খাদ্য ফলান’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৩১ মে) দেশের বিভিন্ন স্থানে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

মৌলভীবাজার: দিবসটি উপলক্ষে র্যালি পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির  বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন, মৌলভীবাজার পৌরমেয়র মো. ফজলুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিনা আক্তার, সির্ভিল সার্জন চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহসিন। বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শামসুর রহমান প্রমুখ। আলোচনা সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন স্কুলের শিক্ষক ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

নেত্রকোণা : নেত্রকোণা জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের হয়ে সার্কিট হাউজ পর্যন্ত গিয়ে পূনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফিরে এসে সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় মিলিত হয়। জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশের সভাপতিত্বে আলোচনা সভায় তামাকের অপ-ব্যবহার এবং এর কুফল সম্পর্কে বিশদ আলোচনা করেন জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. অসিত কুমার সরকার সজল, পুলিশ সুপার মো. ফয়েজ আহমেদ, অতিরিক্ত সিভিল সার্জন ডা. অভিজিত লোহ, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আতাউর রহমান মানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা আক্তার, জেলা প্রেস ক্লাবের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মো. হাবিবুর রহমান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক তাহমিনা ইয়াসমিন, পৌরসভার প্যানেল মেয়র এস এম মহসিন আলমসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা। 

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  তামাক নিয়ন্ত্রণ বাস্তবায়নে জেলা টাস্কফোর্স কমিটির সদস্য ও কর্তৃত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তামাক নিয়ন্ত্রণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক  মো. সহিদুজ্জামান। এ সময় খাগড়াছড়ি পুলিশ সুপার মো. নাইমুল হক, খাগড়াছড়ি অতিরিক্ত জেলা  প্রশাসক নাজমুন আরা সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক মো. নজরুল ইসলাম, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শানে আলম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। পিরোজপুর : জেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রাশাসক (সার্বিক) মাধবী রায়ের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. মুকিত হাসান খাঁন, সিভিল সার্জন ডা. মো. হাসনাত ইউসুফ জাকী, পিরোজপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা এম এ রব্বানী ফিরোজসহ বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তারা। 

ভূঞাপুর (টাঙ্গাইল) : উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে উপজেলা চত্বরে র্যালী বের করা হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো. বেলাল হোসেনের সভাপতিত্বে অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নূর মিনি, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফাহিমা বিনতে আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আরিফুর রহমান, থানা (ওসি) তদন্ত মো. লুৎফর রহমান, শিক্ষা অফিসার এমজি ইজদানী প্রমুখ।

তাড়াইল (কিশোরগঞ্জ):  উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা শারমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি রওশনা জাহান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ফিরোজ মিয়া, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুর রউফ তালুকদার, তাড়াইল প্রেস ক্লাবের সভাপতি দেওয়ান ফারুক দাদ খান, তাড়াইল থানার উপ-পরিদর্শক মো. রফিকুল ইসলামসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা। 

হাতিয়া (নোয়াখালী): তামাকবিরোধী সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। এসময় উপস্থিত ছিলেন, হাতিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান মো. কেফায়েত উল্লাহ, হাতিয়া থানা ওসি মো. আমির হোসেন, উপজেলা সহকারী ভূমি অফিসার মো. গোলাম সরোয়ার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবুবকর সিদ্দিকসহ সাংবাদিক ও অন্যরা।

হরিণাকুণ্ড (ঝিনাইদহ) : ঝিনাইদহের হরিণাকুণ্ড পৌরমেয়র ফারুক হোসেনের নেতৃত্বে একটি র্যালি বের হয়ে। এটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা মিলনায়তনে এক আলোচনা সভা হয়। মেয়র ফারুক হোসেনের সভাপতিত্বে এতে বক্তব্য দেন প্যানেল মেয়র সিদ্দিকুর রহমান, কাউন্সিলর বাবুল আক্তার, আব্দুর রাজ্জাক রাজা, নার্গিস পারভীন, ছায়েরা বেগম, পৌর ওসি রাশেদ আলী খাঁন, প্রধান অফিস সহকারী মকবুল হোসেন, সাংবাদিক হাবিবুর রহমান রুবেল, আশরাফুল আলম প্রমুখ।

ইন্দুরকানী (পিরোজপুর): কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন, সাবেক ভাইস চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার, উপজেলা দুদক কমিটির সাধারণ সম্পাদক ও ইন্দুরকানী এম ইউ পাইলট মা. বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হেলাল উদ্দিন গাজী, বিআরডিবি সাবেক চেয়ারম্যান মো. ফরিদ হোসেন, সাধারন সম্পাদক মনিরুজ্জামান খান, সাংবাদিক আলমগীর কবির মান্নু, ইন্দুরকানী বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ। 

ভেড়ামারা (কুষ্টিয়া) : ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন 
নির্বাহী অফিসার হাসিনা মমতাজ। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুরুল আমিন। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, ভেড়ামারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিমুল ইসলাম ছানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতাসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দীঘিনালা (খাগড়াছড়ি) : দীঘিনালা উপজেলা প্রশাসনে আয়োজনে সেমিনার কক্ষে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আরাফাতুল আলম। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. কাশেম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্তকর্তা মো. শাহাদাত হোসেন, দীঘিনালা থানা ওসি মোহাম্মদ আলী, ডা. মো. জাহিদুল ইসলাম, সাংবাদিক মো.  আব্দুর রউফ প্রমুখ। 

দুর্গাপুর (নেত্রকোনা): উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দীনের সঞ্চলনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সজীব রায়, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো. উসমান গনি তালুকদার প্রমুখ। 

পাইকগাছা (খুলনা) : উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু। বিশেষ অতিথি ছিলেন পৌরমেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা ভাইস চেয়ারম্যান শিহাব উদ্দিন ফিরোজ বুলু, লিপিকা ঢালী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিতীশ চন্দ্র গোলদার, পাইকগাছা সরকারী কলেজের উপাধ্যক্ষ মিহির বরণ মণ্ডল। উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, আমার বাড়ি আমার খামার উপজেলা কর্মকর্তা শুব্রত কুমার, সাংবাদিক আলাউদ্দিন রাজা, পাইকগাছা ষোল আনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান, পরিচালক হাবিবুর রহমান মুসা, উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষার্থী ও সুধিজন।

শ্রীবরদী (শেরপুর): উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল, স্বাস্থ্যসেবা বিভাগের সহযোগিতায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এডিএম শহিদুল ইসলাম। উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তৌহিদুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতারা, শিক্ষক-শিক্ষার্থী, মাদরাসার সুপার, সুশীল সমাজের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) : উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাস্সুমের সভাপতিত্বে আলোচনা সভায় মূল বক্তব্য তুলে ধরেন মেডিকেল অফিসার ডা. রাহাদ আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গোহালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ইয়াসিন আলী শাহ, ভোলাহাট সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. পিয়ার জাহান, সাব- রেজিস্ট্রার বিদ্যুৎ কুমার, সমাজসেবা কর্মকর্তা মো. নাসিম উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. আছ হাবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু ইকবাল পাশা, জেলা পরিষদ সদস্য মোসা. হোসেন আরা পাখি, মৎস্য কর্মকর্তা মু. ওয়ালিউল ইসলাম, পল্লী স য় ব্যাংকের ম্যানেজার মো. মৌদুদ ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল সুজয় কর্মকার, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সবুজ ইসলাম, ভোলাহাট প্রেসক্লাব সভাপতি মো. গোলাম কবিরসহ অন্যরা।

জীবননগর(চুয়াডাঙ্গা): চুয়াডাঙ্গা-জীবননগরে র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে। জীবননগর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা তিথি মিত্রর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, জীবননগর থানার ওসি (অপারেশন )মো. মতিয়ার রহমান, জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাফা মজিদ, ইন্সেপেক্টর মো. আনছুর রহমান, শিক্ষক আব্দুল আল মঈন প্রমুখ।

আগৈলঝাড়া(বরিশাল): উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.বখতিয়ার আল মামুন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দৌলাতুন নেছা নাজমাসহ প্রমুখ।  

মির্জাপুর (টাঙ্গাইল): মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম বুলবুলের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মীর্জা শামীমা আক্তার শিফা, ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন ডা. কানিজ ইসলাম প্রমুখ। এসময় উপজেলার সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গুরুদাসপুর(নাটোর) : গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার  শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। সভায় সঞ্চালনা করেন কৃষি সমপ্রসারণ অফিসার মো. মতিউর রহমান। এ-সময়  বক্তারা খাদ্যশষ্য উৎপাদনের উপর জোর দিয়ে তামাক চাষের নিরুৎসাহিত করেন কৃষকদের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সেলিম আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আব্দুল হান্নন, ডা. স্নিগ্ধা আক্তার ও এস,আই, মো. ইমরান হোসেন প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, প্রান্তিক কৃষক ও সাংবাদিকরা  উপস্থিত ছিলেন।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ): উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন রেজা। অন্যদের মধ্যে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) বিপাশা হোসাইন, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার সেরাজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন অফিসার আমিনুল ইসলাম, রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী বুশরা জান্নাত প্রমুখ।

কলমাকান্দা (নেত্রকোনা) : কলমাকান্দায় উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অফিসার সাইফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল আলী বিশ্বাস, হাজ্বী জয়নাল আবেদীন, ওবায়দুল হক ও কলমাকান্দা প্রেস ক্লাব সেক্রেটারি মো. ফখরুল আলম খসরু। পরে বিশাল রেলি কলমাকান্দা সদর রাস্তা প্রদক্ষিণ করে কেন্দ্রিয় শহীদ মিনারে এসে সমাপ্ত হয়। 
 
থানচি (বান্দরবান) : থানচিতে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহা. আবুল মনসুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সেটু বড়ূয়া, থানচি থানা ওসি মো. ইমদাদুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মো. পারভেজ ভূঁইয়া ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সুজন মিয়া প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মহম্মদপুর (মাগুরা) : উপজেলা প্রশাসনের আয়োজনে  উপজেলা র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  উপজেলা নির্বাহী অফিসার রামানন্দ পালের সভাপতিত্বে  আলোচনা সভায় অন্যাদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আবু আব্দুল্লাহেল কাফি, অধ্যক্ষ বিপ্লব রেজা বিকো, অধ্যক্ষ কুমারেশ চন্দ্র রায়,     উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা.  মো. মকছেদুল মোমিন,   উপজেলা কৃষি সমপ্রসারণ অফিসার আব্দুল মতিন প্রমুখ। এ সময়  জনপ্রতিনিধি , সাংবাদিকসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও নানা  শ্রেণি-পেশার গণ্যমান্য   ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

টিএইচ