বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সারা দেশে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে বিশ্ব শিক্ষক দিবস উদযাপিত

‘শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার’ এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল সারা দেশে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদরে পাঠানো খবর—

পিরোজপুর : দিবসটি উপলক্ষে সার্কিট হাউস থেকে র্যালি শুরু হয়ে   জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) পিরোজপুর  মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য  দেন পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি, জেলা শিক্ষা অফিসার, মো. ইদ্রিস আলী আযিযী, সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা  ফিরোজ রব্বানী, মেডিকেল অফিসার ডা. মো. আরিফ হাসান প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক, শিক্ষা অফিসার, সাংবাদিক ও বিভিন্ন স্তরের নেতারা।

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চুয়াডাঙ্গা সরকারি কলেজ ও  শহীদ মিনার চত্বর হয়ে আবারো জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এসে শেষ হয়।  এরপর শোভাযাত্রায়  আগত সকল শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে বিশ্ব শিক্ষক দিবস  উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। জেলা শিক্ষা অফিসার আতাউর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সিদ্দিকুর রহমান, সরকারি কলেজের অধ্যক্ষ ড. এ কে এম সাইফুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা আইসিটি) শারমিন আক্তার ও চুয়াডাঙ্গা সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মুন্সী আবু সাঈফ। এছাড়া শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন চুয়াডাঙ্গা পৌর কলেজের অধ্যক্ষ এমএ রাশেদ, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলারা চৌধুরী প্রমুখ।  অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন চুয়াডাঙ্গা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মীর মোহাম্মদ জান্নাত আলী।

রাঙ্গামাটি : দিবসটি উপলক্ষে শহরের হ্যাপী মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাসরিন সুলতানা, সদর ইউএনও রিফাত আছমা, জেলা শিক্ষা অফিসার মৃদুল কান্তি তালুকদার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মামুনুর রশিদ মামুনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের আয়োজনে দিবস উদযাপন উপলক্ষ্যে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। খাগড়াছড়ি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আলমগীর কবিরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য  দেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বিশেষ অতিথির বক্তব্য রাখেন। এসময় খাগড়াছড়ি সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. সরাফত হোসেন, প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর বোধিসত্ত্ব দেওয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক রুমানা আক্তার, খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মোসলেম উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি খাগড়াছড়ি জেলা প্রশাসক আলোচনা সভা শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৮জন গুণী শিক্ষকদের মধ্যে সম্মাননা স্বারক ও সার্টিফিকেট প্রদান করেন।

মেহেরপুর : মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সিফাত মেহানাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন মেহেরপুর সরকারি কলেজের প্রত্যক্ষ ড. এ কে এম নজরুল কবির। জেলা শিক্ষা অফিসার ও গবেষণা কর্মকর্তা আখতারুজ্জামানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রনি আলম নূর, মেহেরপুর মহিলা কলেজ অধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রুহুল আমিন, পুলিশ পরিদর্শক আব্দুল আলিম, সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসভাপতি মো. নাজমুল হক লিটনসহ জেলা প্রশাসন ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

দৌলতপুর (কুষ্টিয়া) : উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিবার বিশ্ব শিক্ষক দিবসে র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র্যালির পর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. ওবায়দুল্লাহ। এতে স্বাগত বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার কামাল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভার.) মো. শেফানুর আরেফীন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, দৌলতপুর পাইলট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়ার আলী, মথুরাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা।

মোরেলগঞ্জ (বাগেরহাট) : উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা পরিবারের র্যালি উপজেলা প্রশাসন চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভায় সেতারা আব্বাস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মিজানুর রহমান ও চিংডাখালী সিনিয়র মাদ্রাসা  অধ্যক্ষ মাওলানা আবদুস সালাম এর যৌথ সঞ্চালনায় সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এসএম সাইফুল ইসলাম। আলোচনা সভায় সভাপতিত্ব করেন (ভারপ্রাপ্ত) ইউএনও মো.বদরুদ্দোজা। সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপি আহ্বায়ক মো. শহিদুল হক বাবুল, জামায়াত ইসলামী মোরেলগঞ্জ উপজেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ শাহাদাৎ হোসেন প্রমুখ। 

ধামইরহাট (নওগাঁ) : উপজেলা পরিষদ চত্ত্বর থেকে র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ আল মামুন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও আসমা খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমিক সুপারভাইজার কাজল কুমার সরকার। আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যক্ষ মো.আব্দুস সোবহান, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো.গোলাম রব্বানী, প্রধান শিক্ষক মো.মুকুল হোসেন, সিনিয়র প্রভাষক এসসি আলবার্ট সরেন, সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান তোতা প্রমুখ। 

চরফ্যাশন (ভোলা) : উপজেলার ব্রজগোপাল টাউন হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। চরফ্যাশন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চরফ্যাশন ইউএনও নওরীন হক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহা. তাশেম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. খলিলুর রহমান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম। অন্যদের মধ্য থেকে বক্তব্য দেন এওয়াজপুর অজুফিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. মোস্তফা কামাল, চরফ্যাশন কারামাতিয়া কামিল (এমএ) মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. নুরুল আমিন,রসুলপুর নাজিমুদ্দিন আলম ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবদুল হক, চরমাদ্রাজ ফাযিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষ নিজামুদ্দিন হুমায়ুন  সরমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমন্বয় পরিষদের সভাপতি হুমায়ুন কবির রাজন প্রমুখ। 

হাকিমপুর (দিনাজপুর) : উপজেলা পরিষদ হলরুমে হাকিমপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহমদ আহসান হাবিবের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক মোছা. লায়লা ইয়াসমিন। অন্যদের মধ্য বক্তব্য দেন উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মো. মাহমুদুন্নবী, একাডেমিক সুপারভাইজার (শিক্ষা) সাখাওয়াত হোসেন, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশীদ, হাকিমপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. মামুনুর রশীদ আজাদসহ অনেকে উপস্থিত ছিলেন। এর আগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ, স্কুল, মাদ্রাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ছাত্র ছাত্রী অংশগ্রহণে উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পাবনা : উদযাপন উপলক্ষে পাবনা জেলা সদরসহ ৯টি উপজেলা সকল সরকারি ও বেসরকারি বিভিন্ন উদ্যোগে পালিত হচ্ছে দিবসটি। এ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে র্যালি, আলোচনা সভা ও সেমিনারের আয়োজন করা হয়েছে। এছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে থাকে শিক্ষকদের সংবর্ধনা ও সম্মাননা প্রদানের নানা আয়োজন।

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : উপজেলা  প্রশাসন চত্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করেন। পরে  যথাস্থানে এসে শেষ হয়ে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে উপজেলা  প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় যুক্ত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুর রহমান, মাধ্যমে শিক্ষা অফিসার, আরিফুল্লাহ, ভাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ মকসেদ আলিসহ অন্য শিক্ষকরা বক্তব্য রাখেন। এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলার প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকও মাদ্রাসার শিক্ষকরা প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
 
দেবীগঞ্জ (পঞ্চগড়) : দেবীগঞ্জ মহিলা কলেজ থেকে বের হয়ে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় এসে শেষ হয়। পরে দেবীগঞ্জ মহিলা কলেজ মাঠে আলোচনা সভার আয়োজন করা হয়। পঞ্চগড় জেলা জিয়া পরিষদ এ অনুষ্ঠানের আয়োজন করে। জিয়া পরিষদের পঞ্চগড় জেলা সভাপতি, দেবীগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ ও দেবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী সভাপতিত্ব করেন।

জলঢাকা (নীলফামারী) : উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু তাহের মো. কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, ইউএনও জিআর সারোয়ার, প্রধান শিক্ষক সমিতির সভাপতি সাইদার রহমান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান, প্রধান শিক্ষক আশিকুর রহমান প্রমুখ। র্যালিতে উপজেলার সকল স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা অংশগ্রহণ করেন। 

পাটগ্রাম (লালমনিরহাট) : পাটগ্রাম উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে অডিটোরিয়ামে এসে শেষ হয়। পাটগ্রাম উপজেলা প্রশাসন ও বাংলাদেশ শিক্ষক সমিতি (মাধ্যমিক) পাটগ্রামের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে উপজেলা চত্বর অডিটরিয়ামে শিক্ষক সমাবেশ ও আলোচনা সভা এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন পানবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ শিক্ষক সমিতির (মাধ্যমিক) পাটগ্রাম শাখার সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান সোহেল। সভায় প্রধান অতিথি ছিলেন, পাটগ্রাম ইউএনও নুরুল ইসলাম। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এইচ এম মাহবুবুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা জ্যোতিময় চন্দ্র সরকার, পাটগ্রাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পিএম মামুনুর রশিদ। এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকার মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার প্রধানসহ শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

নাগরপুর (টাঙ্গাইল) : বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর উপজেলা শাখার উদ্যোগে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল এন্ড কলেজ ঐক্য পরিষদ নাগরপুর শাখার সভাপতি মীর ওবায়েদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি যদুনাথ স্কুলের সাবেক প্রধান শিক্ষক মো. নুর হোসেন মিয়া। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, শহীদ ক্যাডেট একাডেমী প্রধান শিক্ষক মো. সেতাব আলী, সানিডেল কিন্ডারগার্টেন প্রধান শিক্ষক আব্দুল করিম, সংশ্লিষ্ট সংগঠনের উপদেষ্টা মো. শফি উদ্দিনসহ অন্য সম্মানিত শিক্ষকরা।

টিএইচ