বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সারা দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

সারা দেশে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন

বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে শনিবার (১৪ ডিসেম্বর) সারা দেশে জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

পার্বত্যাঞ্চল: মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সেমিনার কক্ষে শহিদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা ইউএনও মনজুর আলম। পরিকল্পিত গণহত্যাটি বাংলাদেশের ইতিহাসে বুদ্ধিজীবীদের এ নির্মম হত্যাকাণ্ডের কথা স্মরণ করে প্রতি বছর ১৪ ডিসেম্বর বাংলাদেশে পালিত হয় শহীদ বুদ্ধিজীবী দিবস। এসময় মাটিরাঙ্গা থানার ইন্সপেক্টর তদন্ত  মো. শরীফ, মাটিরাঙ্গা উপজেলা আইসিটি অফিসার রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল,  মাটিরাঙ্গা বনবিভাগের ফরেস্টার মো. তৌহিদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মনিন্দ্র লাল ত্রিপুরা, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান ভূইয়াসহ উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, সাংবাদিক, সুশীল সমাজের নেতরা উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ : হবিগঞ্জের জেলা প্রশাসক মো. ফরিদুর রহমান, পুলিশ সুপার রেজাউল হক খান, জেলা তথ্য অফিসার আসাদুজ্জামান কাউসারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা হবিগঞ্জ জেলা প্রশাসকের কালেক্টর ভবনের সামনের বিজয় একাত্তর স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন।

টাঙ্গাইল : টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ডক্টর মো. আনোয়ারুল আজীম আখন্দ দিবসের কর্মসূচির উদ্বোধন করেন। দিবসের কর্মসূচির মধ্যে ছিল- কালোব্যাজ ধারণ, শোকর্যালি, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, দোয়া ও মোনাজাত ইত্যাদি। এদিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ১ মিনিট নিরবতা পালন এবং কালো ব্যাজ ধারণের পর একটি শোক র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন এবং দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, হল প্রভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, আইকিউএসির পরিচালক, শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শ দান কেন্দ্রের পরিচালক, প্রক্টর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন।

ময়মনসিংহ : ময়মনসিংহ জেলা প্রশাসন আয়োজিত অ্যাড. তারেক স্মৃতি অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী। সভায় আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত ডিআইজি শরিফুর রহমান, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার আজিজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. শামসুদ্দিন। আলোচনা সভায় বিভাগীয় ও জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান, প্রশিক্ষণ প্রতিষ্ঠান হতে আগত  শিক্ষকরা, ছাত্র, বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকসহ নগরবাসী উপস্থিত ছিলেন। 

রাঙ্গামাটি : রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি জেলা প্রশাসক মো. হাবিব উল্লাহ। এসময় রাঙামাটি জেলা পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন, রাঙামাটি স্থানীয় সরকারের উপ পরিচালক নাসরীন সুলতানা, জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার উপস্থিত ছিলেন। 

চুয়াডাঙ্গা: দিবসটি উপলক্ষে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা। আলোচনা সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান, সুশীল সমাজের প্রতিনিধিরা, সাংবাদিক, শিক্ষক, ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বক্তারা শহিদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহ্বান জানান।

ভোলা : ভোলা জেলা প্রশাসন ও জেলা পুলিশের পক্ষ থেকে দিবসটি উপলক্ষে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও বধ্যভূমিতে জেলা প্রশাসক মো. আজাদ জাহান ও জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক পুষ্পস্তবক অর্পণ করে দেশের জন্য জীবন উৎসর্গকারী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
জেলা প্রশাসক ও পুলিশ সুপার শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ও বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক  অর্পণ শেষে শহীদদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে ভোলার জেলা প্রশাসক মো. আজাদ জাহানের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মৌলভীবাজার : শহীদ বুদ্ধিজীবী দিবসটি উপলক্ষে গণকবরে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানান, জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা, পৌরসভাসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। শহরের শাহ্ মোস্তফা সড়কে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে  জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন, পিপিএম-সেবা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ, জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলার  কাজী মাজহারুল ইসলাম, সদর ইউএনও নাসরিন চৌধুরীসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। শহীদের স্মরণে দোয়া মোনাজাত পরিচালনা করেন প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম।

ঝিনাইদহ : ঝিনাইদহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক মো. আব্দুল আওয়াল, বিশেষ অতিথি ঝিনাইদহের পুলিশ সুপার  মোহাম্মদ মনজুর মোরশেদ বিপিএম-সেবা বক্তব্য দেন। এছাড়াও বক্তব্য দেন সুশীল সমাজের প্রতিনিধি এম এম শাহজালাল, বীর মুক্তিযোদ্ধা ঝিনাইদহ ল কলেজের প্রিন্সিপাল এবং পিপি মশিয়ার রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, ঝিনাইদহ জেলা রিপোর্টার ইউনিটির সভাপতি এম এ কবীর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা আবু হুরাইরা প্রমুখ। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক বকুল চন্দ্র কবিরাজের পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

বরিশাল ব্যুরো : দিবসটি রাজনৈতিক সামাজিক সংগঠন এবং প্রশাসনের পক্ষ থেকে নগরীর ত্রিশ গোডাউনের বধ্যভূমিতে এবং জেলা প্রশাসক কার্যালয়ের সামনের শহীদ স্মৃতি ফলকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। জেলা প্রশাসক, ডিআইজি, পুলিশ কমিশনারসহ প্রশাসনের কর্তাব্যক্তিরা বধ্যভূমির স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন। 
এর আগে মহানগর বিএনপির নেতাকর্মীরা মৌনমিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের শহীদ স্মৃতিফলকে শ্রদ্ধা নিবেদন করেন। 

গাইবান্ধা : দিবসটি উপলক্ষে স্থানীয় শহীদ স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. মোশাররফ হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, গাইবান্ধা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, বীর মুক্তিযোদ্ধা আলী আকবর মিয়াসহ বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা ও অন্য নেতারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন আকতার। অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক, শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক প্রতিষ্ঠান এবং সাংবাদিকসহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।

দিনাজপুর : হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। প্রশাসনিক ভবনের সম্মুখে জাতীয় পতাকা উত্তোলন (অর্ধনমিত) করা হয় এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর, প্রো ভাইস-চ্যান্সেলর, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করেন। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. এনামউল্যা ও প্রোভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো.শফিকুল ইসলাম সিকদারের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শহীদ বুদ্ধিজীবীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন হাবিপ্রবির রেজিস্ট্রার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, প্রক্টর প্রফেসর ড. মো. শামসুজ্জোহা, ছাত্রপরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসানসহ বিভিন্ন অনুষদের ডীন, চেয়ারম্যান, হলসুপার, পরিচালকরা, অন্য শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী প্রক্টর প্রফেসর ড. আবুল কালাম। 

নাটোর : নাটোর প্রেস ক্লাবের হলরুমে আলোচনা সভায় নাটোর প্রেস ক্লাবের সভাপতি বাংলাদেশ সংবাদ সংস্থার নাটোর প্রতিনিধি ফারাজি আহম্মদ রফিক বাবনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসমা শাহিন। এছাড়াও বিশেষ অতিথি ছিলেন নাটোর নবাব সিরাজ উদ-দৌল সরকারি কলেজের অধ্যক্ষ মো. জহিরুল ইসলাম ও জেলা পুলিশ সুপার মো. মারুফাত হোসাইন। তাছাড়াও অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মাসুদুর রহমান, সদর ইউএনও আখতার জাহান সাথী, জেলা তথ্য অফিসার মো. আব্দুল আওয়ালসহ নাটোর প্রেস ক্লাবের সাংবাদিকরা ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। 

পিরোজপুর : দিবসটি উপলক্ষে পিরোজপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম হোসেন, পিরোজপুর সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট আশিক, পিরোজপুর সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান, ইউএনও পিরোজপুর সদর, মামুনুর রশীদ, পিরোজপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, পিরোজপুর জেলা  বিএনপির আহ্বায়ক অধ্যাক্ষ আলমগীর  হোসেন, বিএনপির সদস্য সচিব  গাজী ওহিদুজ্জামান লাবলু, পিরোজপুর শ্রমিকদলের সভাপতি আব্দুস সালাম বাতেন, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা।

নোয়াখালী : নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে শ্রদ্ধা নিবেদন ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। এদিন নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইলের নেতৃত্বে অনুষ্ঠানমালায় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেয়। এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, রিসার্চ সেলের পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলাম এবং রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী উপস্থিত ছিলেন। 

পাঁচবিবি (জয়পুরহাট) : উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদের স্মরণে বধ্যভূমি ফুলের বেদি প্রদান করা হয়। তাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। পাঁচবিবি ইউএনও মো. মাহমুদুল হাসান উপজেলার রাধাবাড়ি রেলগেট, কোকতাড়া বকুলতলা ও শ্রীমন্তপুর আদিবাসী শহীদ মুক্তিযোদ্ধাদের কবরে ফুলের বেদি প্রদানসহ দোয়া ও মোনাজাতে অংশগ্রহণ করেন। এসময় উপস্থিত ছিলেন থানার ওসি মো. কাওছার আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাসান আলী, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা কৃষিবীদ রাজেশ রায়সহ অনেকেই।

মুক্তাগাছা (ময়মনসিংহ) : উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। পরে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ইউএনও আতিকুল ইসলাম এবং বিশেষ অতিথি ও অন্যদের মধ্যে সহকারী কশিনার (ভূমি) তানভীর হায়দার, ওসি মো. কামাল হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার শফিকুল ইসলাম, সাবেক ডেপুটি কমান্ডার রেজাউল করিম জিন্নাহ প্রমুখ অংশ নেন।

আটঘরিয়া (পাবনা) : উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় ইউএনও মিনহাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সানজিদা মুস্তারী, থানার ওসি শফিকুজ্জামান সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সজীব আল মারুফ, নির্বাচন কর্মকর্তা রোকসানা নাসরিন, সহকারী শিক্ষা কর্মকর্তা আয়শা সিদ্দিকী। 

ধোবাউড়া (ময়মনসিংহ) : উপজেলার তারাইকান্দি বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করেন ইউএনও নিশাত শারমিন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, ধোবাউড়া থানার ওসি আল মামুন সরকার, উপজেলা প্রকৌশলী আবু বকর সিদ্দিক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আনিছুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন খান লিটনসহ অন্য রাজনৈতিক ব্যক্তিরা ও সরকারি কর্মকর্তারা।

বোদা (পঞ্চগড়) : উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আলোচনা  সভায় ইউএনও শাহনিয়ার নজিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ, বোদা থানার ওসি আজিম উদ্দীন, বোদা পৌর বিএনপির আহ্বায়ক আব্দুস সামাদ তারা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আসাদুল্লাহ আসাদ প্রমুখ। 

মোল্লাহাট (বাগেরহাট) : উপজেলা প্রশাসনের আয়োজনে, দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে ওই আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও হরেকৃষ্ণ অধিকারী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, ওসি মো. শফিকুল ইসলাম, কৃষি অফিসার অনিমেষ বালা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: আশাদুজ্জামান শুভ, উপজেলা প্রকৌশলী মো. শওকত হোসেনসহ বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকরা।

ধনবাড়ী (টাঙ্গাইল) : ধনবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের হলরুমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন উপলক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে সভায় সভাপতিত্ব করেন ধনবাড়ী ইউএনও মো. আবু সাঈদ। এসময় বক্তব্য দেন, ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. সায়েম ইমরান, ধনবাড়ী থানার ওসি মো. শহিদুল্লাহ, উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি, পৌর বিএনপির সভাপতি এসএম ছোবাহানসহ অন্যরা।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে ইউএনও মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে একাডেমি সুপারভাইজার শারফুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন, পাকুন্দিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মামুন সরকার সাবেক পৌর প্যানেল মেয়র ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস, পাকুন্দিয়া থানার ওসি সাখাওয়াত হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ভূঞাপুর (টাঙ্গাইল) : উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা ও দোয়া পরিচালনার মাধ্যমে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়েছে। উপজেলার গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল করা হয়। অনুষ্ঠানে গোবিন্দাসী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিনয় কৃষ্ণ বসাকের সভাপতিত্বে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা বক্তব্য রাখেন। 

গুরুদাসপুর (নাটোর): গুরুদাসপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও সালমা আক্তারের সভাপতিত্বে দিবসটি উদযাপন করা হয়। উপজেলার চারটি গণকবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে দিবসের তাৎপর্য তুলে ধরে একটি বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়। 
সভায় বিশেষ অতিথি ছিলেন গুরুদাসপুর থানার ওসি গোলাম সারওয়ার, কৃষি অফিসার হারুনর রশীদ, সমাজসেবা অফিসার শফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য অফিসার রতন চন্দ্র সাহ ও উপজেলা নির্বাচন অফিসার আবুল কালাম আজাদ প্রমুখ।

নাগরপুর (টাঙ্গাইল) : উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মারক ৭১ প্রাঙ্গণে পুষ্পমাল্য অর্পন করা হয়। পরে, নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও আরাফাত মোহাম্মদ নোমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীপ ভৌমিক, উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডা. মো. রোকনুজ্জামান খান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আলমগীর হোসেন, উপজেলা প্রকৌশলী এলজিইডি মো. বখতিয়ার হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আ. মমিন, ডিজিএম নাগরপুর জোনাল অফিস মো. মেজবাহুল হক। এসময় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন। 

সাটুরিয়া (মানিকগঞ্জ) : সাটুরিয়া উপজেলা পরিষদের বাংলাদেশ চত্তরের অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুস্পস্তবক অর্পন করা হয়। প্রথমে সাটুরিয়া উপজেলা প্রশাসন, পরিষদ, মুক্তিযোদ্ধা কমান্ডার, থানা পুলিশ, সাটুরিয়া প্রেসক্লাবসহ বিভিন্ন সংগঠন শদ্ধা নিবেদন করেন। পরে সাটুরিয়া উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতির বক্তব্য রাখেন সাটুরিয়া ইউএনও মো. ইকবাল হোসেন, সাটুরিয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আ খ ম নূরুল হক, সাটুরিয়া থানার ওসি মো. শাহিনুল ইসলাম,  সাটুরিয়া স্বাস্থ্য কর্মকর্তা ডা. মামুন উর রশিদসহ আরও অনেকেই।

দুমকী (পটুয়াখালী) : উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দুমকী ইউএনও মো. শাহীন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুমকী থানার ওসি মো. জাকির হোসেন, উপজেলা বিএনপি সভাপতি মো. খলিলুর রহমান, সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. জালাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

মাদারগঞ্জ (জামালপুর) : মাদারগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে উপজেলা চত্বরে শহিদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ শেষে প্রেস ক্লাবের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাদারগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মির্জা হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুলফিকার আলি বাবলুর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন- প্রেস ক্লাবের সহ সভাপতি এস এম হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম, দপ্তর সম্পাদক ইউসুফ আলী, প্রচার সম্পাদক হাফিজুর রহমান, সদস্য  আলপনা জান্নাত, আনিছুর রহমান আইয়ুব, বজলুর রহমান খান প্রমুখ।

মুরাদনগর (কুমিল্লা) : উপজেলা প্রশাসনের আয়োজনে কবি নজরুল মিলনায়তনে একটি আলোচনা সভা, বিশেষ মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। ইউএনও আবদুর রহমানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি সাকিব হাছান খাঁন। সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফার সঞ্চালনায় আরও বক্তব্য দেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, জামায়াত ইসলামীর সাবেক আমির মনসুর মিয়া, মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান, বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান, কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের ছাত্রী ফাতেমা আক্তার। 

তিতাস (কুমিল্লা) : উপজেলা পরিষদ মাঠে স্থাপিত শহিদ মিনারে শহিদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সুমাইয়া মমিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, থানা ওসি মামুনুর রশীদ। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী শাহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মোসামৎ লায়লা পারভীন বানু, কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লা মোস্তাফিন, মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার সারজিনা আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, মুক্তিযোদ্ধারা।

হোসেনপুর (কিশোরগঞ্জ): উপজেলা প্রশাসনের আয়োজনে মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী শহীদ বৃদ্ধিজীবীদের কবর জিয়ারতের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা করা হয়। পরে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনা সভার আয়োজন করে উপজেলা প্রশাসন। ইউএনও কাজী নাহিদ ইভার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক ফরিদ- আল-সোহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তানভীর হাসান জিকো, উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মবিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক মুক্তিযোদ্বা কমান্ডার মো. রফিকুল ইসলাম রফিক প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতারা ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা বক্তব্য রাখেন।

চিতলমারী (বাগেরহাট) : উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত বাগেরহাটের চিতলমারীতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মোড়ে জামায়াতে ইসলামী নিজস্ব কার্যালয় উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. মনিরুজ্জামান গাজীর সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি মো. জাহিদুজ্জামান নান্না, সহ সেক্রেটারি মাওলানা মো. আনিসুর রহমান গাজীসহ আরও অনেকে। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা জামায়াতে ইসলামী সাংগঠনিক সম্পাদক মো. মিরাজুল ইসলাম। 

বাঘাইছড়ি (রাঙ্গামাটি) : উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও (অঃদাঃ) ও সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আল নুর। বিশেষ অতিথিদের মধ্যে বাঘাইছড়ি থানার ওসি হুমায়ুন কবীর, উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, উপজেলা মৎস কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অভিমান্যু চন্দ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জুনায়েদ হোসাইনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। সামাজিক সংগঠন হূদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসানের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার শাহিন আল মামুন, উপজেলা তথ্য কর্মকর্তা মুন্নি দত্ত। 

কলমাকান্দা (নেত্রকোনা) : ইউএনও কনফারেন্স রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা আয়োজন করা হয়। ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাতের সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, সহকারী কমিশনার (ভূমি) মো.শহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা মুহাম্মদ আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কণিকা সরকার, ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন প্রমুখ। সভার শুরুতে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

কালাই (জয়পুরহাট) : কালাই বাসট্যান্ড চত্বরে নির্মিত মুক্তিযুদ্ধ  স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। কালাই  উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইউএনও মোছা. শামীমা আক্তার জাহান, কালাই থানার ওসি মো. জাহিদ হাসান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কালাই ডিগ্রি কলেজ ও কালাই সরকারি মহিলা কলেজ থেকে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে তাৎক্ষণিক মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে শহীদ বুদ্ধিজীবী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এসময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনজাত করা হয়।

ভাঙ্গা (ফরিদপুর) : উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা  সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সুধী সমাজ, সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার লোক অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মোমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি)  মেশকাতুল জান্নাত রাবেয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান পান্না,বীর মুক্তিযোদ্ধা মাহবুব হোসেন মোতালেব, গোলাম মোস্তফা, মো. জমির আলী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সেলিম মিয়া, নির্বাচন কর্মকর্তা হাচেন উদ্দিন প্রমুখ। 

মির্জাপুর (টাঙ্গাইল) : দিবসটি উপলক্ষে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ইউএনও এ.বি.এম আরিফুল ইসলাম। আলোচনা সভায় আরও বক্তৃতা করেন, সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফরিদুল ইসলাম, মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন, মির্জাপুর প্রেস ক্লাবের সভাপতি শামসুল ইসলাম সহিদ, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ প্রমুখ।

টিএইচ