বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

সুনামগঞ্জে ভারতীয় মদসহ একজন আটক 

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে ভারতীয় মদসহ একজন আটক 

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ডিবি পুলিশের অভিযানে অবৈধ ২৪ বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ী উপজেলার সলুকাবাদ ইউনিয়নের রতারগাঁও গ্রামের মো. আব্দুল হামিদের ছেলে মো. মানিক মিয়া। 

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সুনামগঞ্জ ডিবি পুলিশের ওসি মো. আমিনুল ইসলামের নির্দেশে এসআই ওয়াসিম, এএসআই নুরুন্নবী ও এএসআই নজরুলসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে মাদকসহ কারবারিকে আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। 

আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। 

এ ব্যাপারে ডিবি পুলিশের ওসি মো. আমিনুল ইসলাম জানান, সুনামগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশে যেকোন ধরনের অপরাধ দমন ও অবৈধ মালামাল উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

টিএইচ