সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সড়কে ঝরল আট প্রাণ

নিজস্ব প্রতিবেদক

সড়কে ঝরল আট প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। টাঙ্গাইলে দুই স্কুলছাত্রীসহ ৪ জন, ঝিনাইদহের মহেশপুরে এক গার্মেন্টস কর্মী, হবিগঞ্জের বাহুবলে এক সিএনজি চালক, ভোলায় এক গৃহবধূ এবং মাদারীপুরে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

টাঙ্গাইল: টাঙ্গালের ধনবাড়ী উপজেলার বাঘিল এলাকায় এএস এক্সপ্রেসের যাত্রীবাহী বাস ও অটোরিকশার সংঘর্ষে দুই স্কুলছাত্রীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। গুরুতর আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার (৩০ এপ্রিল) টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহসড়কে দুর্ঘটনাটি ঘটে। 

নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার বাঘিল গ্রামের জয়নাল মিয়ার মেয়ে বিথী আক্তার (১৩) ও একই গ্রামের ছালাম মিয়ার মেয়ে রেশমী আক্তার (১৩), নরিল্লা গ্রামের মৃত নিয়ত আলীর ছেলে আব্দুল হাকিম (৬৫) এবং গোপালপুর উপজেলার হাদিরা গ্রামের এলাকার জালাল উদ্দিনের ছেলে অটোরিকশা চালক গোলাম মোস্তফা (৫৫)। নিহত দুই শিক্ষার্থী ভাইঘাট উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তারা স্কুল শেষে বাড়ি ফিরছিলেন। 

ধনবাড়ী থানার ওসি জসিম উদ্দিন জানান, জামালপুরের সরিষাবাড়ী থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস দুপুরে উপজেলার বাঘিল বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন ও হাসপাতালে নেয়ার পথে আরও দুইজনের মৃত্যু হয়। ঘাতক বাসটিকে জব্দ করে থানায় রাখা হয়েছে। বাসের চালক ও হেলপার পালিয়ে গেছে। 

মহেশপুর (ঝিনাইদহ) : ঝিনাইদহের মহেশপুরে সড়ক দুর্ঘটনায় হাসান আলী (৩৫) নামে এক গার্মেন্টস কর্মীর মৃত্যু হয়েছে। গত শনিবার দিবাগত রাতে মহেশপুর-ভৈরবা সড়কের নোয়ানীপাড়া মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। সে সুন্দরপুর গ্রামের মোসারেফ হোসেনের ছেলে। 

এলাকাবাসী ও থানা সূত্রে জানা যায়, হাসান আলী জিন্নানগর বাজারের পিটি গার্মেন্টেসের একজন কর্মী। সন্ধ্যার পর জিন্নানগর থেকে সুন্দরপুর গ্রামের তার বাড়ি ফিরছিল। পথিমধ্যে নোয়ানীপাড়া মোড় নামক স্থানে রাস্তার উপর একটি গাছের ডাল পড়ে ছিল।

এ সময় ডালের ধাক্কা লেগে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা ছাগল বোঝায় একটি পিক-আপ তাকে চাপা দিয়ে চলে যায়। এসবিকে ইউপি চেয়ারম্যান আরিফ হাসান লুথান জানান, ফায়ার সার্ভিসের লোকজন তাকে উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।   

মহেশপুর থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জানান, বিষয়টি তিনি শুনেছেন কিন্তু থানায় কোন অভিযোগ না দেয়ায় মামলা হয়নি। 

বাহুবল (হবিগঞ্জ): হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কে অজ্ঞাত বাস চাপায় এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। ঘটনাটি রোববার (৩০ এপ্রিল) উপজেলার বশীনা নামক স্থানে ঘটেছে।

জানা যায়, বাহুবল উপজেলার ৬নং মিরপুর ইউনিয়নের বশীনা গ্রামের জালাল উদ্দিনের ছেলে মো. এলাইছ মিয়া (৩০) প্রতিদিনের মত ঢাকা সিলেট মহাসড়কের পাশে গাড়ির জন্য অপেক্ষা করছিলো। 

এমতাবস্থায় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে চলে যায়, এসময় পথচারীরা এলাইছ মিয়াকে রাস্তার পাশে রক্তাক্ত অবস্থায় দেখে শোর-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে এসে থানা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বাহুবল মডেল থানার এসআই মাকসুদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ গিয়ে এলাইছ মিয়ার লাশ উদ্ধার করা হয়। বাহুবল মডেল থানার ইন্সপেক্টর তদন্ত প্রজিত কুমার দাস বষয়টি জানিয়েছেন।

ভোলা : ভোলায় কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন। তাদের মধ্যে দুজন ওই গৃহবধূর পুত্রবধূ ও নাতি এবং অপরজন অটোরিকশা চালক। দুর্ঘটনার পর পুলিশ ঘাতক ট্রাকটি জব্দ করতে পারলেও পালিয়ে গেছে চালক ও সহকারী। গত শনিবার ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সদর থানার এসআই মো. ইমাম হোসেন ঘটনার বিষয়টি জানিয়েছেন। নিহত গৃহবধূ তফুরা বেগম (৪৪) সদর উপজেলা ধনিয়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তাজল ইসলামের স্ত্রী।

মাদারীপুর: মাদারীপুরে সদর উপজেলার খামারবাড়ি এলাকায় বাসের সঙ্গে মুখোমুখি ধাক্কায় মোটরসাইকেল সাকুর হোসেন (২৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (৩০ এপ্রিল) ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাকুর হোসেন বরগুনার আমতলী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের খসুল রহমানের ছেলে।  

জানা গেছে, সাকুর হোসেন ও তার চাচাতো ভাই জাহিদ বরগুনা থেকে ঢাকার উদ্দেশে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। তাদের মোটরসাইকেলটি মাদারীপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের খামারবাড়ি এলাকায় এলে ইসলাম পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সংঘর্ষ হলে মাথায় গুরুতর আঘাত পান সাকুর। স্থানীয়রা উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকুরকে মৃত ঘোষণা করেন। এ সময় মোটরসাইকেলের অপর যাত্রী জাহিদ হোসেন আহত হয়েছেন। 
 
মাদারীপুর সদর থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী জানান, দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। বাসটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টিএইচ