সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। চুয়াডাঙ্গার জীবননগরে এক এনজিওকর্মী, যশোরে একজন, কুড়িগ্রামের উলিপুরে কলেজছাত্র এবং হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গা জেলার জীবননগরে মাটিভর্তি ট্রাক্টরের চাপায় নাজমা আক্তার (৩২) নামের এক এনজিওকর্মী নিহত হয়েছেন। বুধবার (৩ মে) সেনেরহুদা গ্রামের বসুতিপাড়ার বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অপর এক এনজিওকর্মী আহত হয়েছেন। নিহত নাজমা আক্তারের বাড়ি যশোরে। 

স্থানীয়রা জানান, বুধবার (৩ মে) দুপুরে জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া শাখার ব্র্যাক অফিসের এক নারী ও এক পুরুষ এনজিওকর্মী মোটরসাইকেলে সেনেরহুদা গ্রামের মধ্য দিয়ে উথলী বাজারের দিকে যাচ্ছিলেন। এসময় দেহাটি অভিমুখী মাটিভর্তি একটি ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী এনজিওকর্মী নাজমা আক্তার ঘটনাস্থলেই নিহত হন। আহত হন তার সহকর্মী অনাদী চরণ (৩৫)। তার বাড়ি সাতক্ষীরায়। দুর্ঘটনার খবর পেয়ে জীবননগর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হন। দুর্ঘটনার পরপরই চালক ট্রাক্টরটি নিয়ে পালিয়ে গেছে।

যশোর : যশোর-মাগুরা মহাসড়কে বাস উল্টে একজন নিহত ও ২০ জন আহত হয়েছে। বুধবার (৩ মে) যশোর সদরের কোদালিয়া মোড়ে পোল ভেঙে বাস উল্টে খাদে পড়ে যায়। একটি লোকাল বাস যশোর থেকে মাগুরা যাচ্ছিল। কোদালিয়া মোড় ঘোরার সময় ব্যালেন্স হারিয়ে ডানদিকে পড়ে, বিদ্যুৎ পোল ভেঙে বাস উল্টে খাদে পড়ে যায়। আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালের পাঠানো হয়েছে। বাসু কর্মকার (৪৫) নামে এক যাত্রী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তিনি ফরিদপুরের মধুখালী উপজেলার গোপালদী গ্রামের মধু কর্মকারের ছেলে।

স্থানীয় ইছালী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এসআই মোকাররম হোসেন জানান, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হলে একজনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি বারোবাজার হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।

উলিপুর (কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় শাহরিয়ার হোসেন বাদল (১৯) নামে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার (৩ মে) উলিপুর-রাজারহাট সড়কে টিএনটি অফিস গেটের সামনে পাঠানপাড়া এলাকায়। বাদল পৌর শহরের নারিকেল বাড়ি কুড়ারপাড় এলাকার ফরিদুল ইসলাম বাবুর ছেলে ও উলিপুর সরকারি কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী।

বাদল বুধবার (৩ মে) উলিপুর শহর থেকে মোটরসাইকেলে বাড়ি যাওয়ার পথে টিএনটি অফিস গেটের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত অটোরিকশা দেখে হার্ড ব্রেক করলে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মাঝে ছিটকে পড়ে মাথায় প্রচন্ড আঘাত পায়। স্থানীয় লোকজন গুরুত্বর আহত অবস্থায় বাদলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে দায়িত্বরত ডা. ফারিয়া হাসান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সে মারা যায়।

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে শ্যামলী বাসের ধাক্কায়ে আব্দুর রহমান কালা মিয়া (৬৫) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। বুধবার (৩ মে) ঢাকা-সিলেট মহাসড়কের নুরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুর রহমান কালা মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার পশ্চিম নসরতপুর গ্রামের বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর কাঁঠালতলি নামক স্থানে, ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল আরোহীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শায়েস্তাগঞ্জ থানার ওসি মোহাম্মদ নাজমুল হক কামাল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। 

টিএইচ