সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

হবিগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠান-আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন শেষে ডিসির মতবিনিময়  

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে বিভিন্ন প্রতিষ্ঠান-আশ্রয়ণ কেন্দ্র পরিদর্শন শেষে ডিসির মতবিনিময়  

হবিগঞ্জ সদর উপজেলার বিভিন্ন অফিস পরিদর্শন করেন, জেলা প্রশাসক মোছা. জিলুফা সুলতানা। তিনি প্রথমেই উপজেলা ভূমি অফিস পরিদর্শন করে। পরে ‘পৈল আশ্রয়ণ’এ যান।

শনিবার (১৮ মে) সারাদিন এমনকি রাত পর্যন্ত তিনি আশ্রয়ণের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় ও বৃক্ষরোপণ করেন। সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শনের পর প্রশাসনের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সহায়তায় অনাবাদী জমি চাষের আওতায় আনার জন্য কৃষকদের সঙ্গে মতবিনিময় করেন, তাদের উদ্ধুদ্ধ করার লক্ষ্যে এলএলপি মেশিন (সেচ যন্ত্র) ও বীজ বিতরণ করেন। উপজেলার পাঁচটি মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন। 

এছাড়া ও গণ্যমান্য ব্যক্তিরা, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরবর্তীতে রাজিউড়া ইউনিয়ন পরিষদ ও ষোড়শ শতাব্দীতে নির্মিত শংকরপাশা উচাইল শাহী জামে মসজিদ পরিদর্শন করেন। 

এসময় সঙ্গে ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তনুকা ভৌমিক  হবিগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা, সদর মডেল থানার ওসি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

টিএইচ