বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

অভয়নগরে কিশোরীর আত্মহত্যা

অভয়নগর (যশোর) প্রতিনিধি

অভয়নগরে কিশোরীর আত্মহত্যা

যশোরের অভয়নগরে গলায় ওড়না পেঁচিয়ে তানিশা তাবাসসুম ঐশি নামের এক কিশোরী আত্মহত্যা করেছে। রোববার (৯ জুন) বিষয়টি জানান অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস।

গত শনিবার সন্ধ্যায় উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চেঙ্গুটিয়া গ্রামের চাঁপাতলা এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ঐশি চেঙ্গুটিয়া গ্রামের চাঁপাতলা এলাকার সাবেক সেনাসদস্য হাফিজুর রহমানের মেয়ে। 

পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার মহাকাল পাইলট হাইস্কুলের ছাত্রী তানিশা তাবাসসুম ঐশি। এবারের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। এক সাবজেক্টে ফেল করার পর থেকে তার সে মানসিকভাবে ভেঙে পড়ে। ঘটনার দিন ঠিকমত খাওয়া দাওয়া না করার কারণে বাবা হাফিজুর রহমান মেয়েকে বকাঝকা করে বাজারে চলে যায়। 

এরপর ঘরের দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ঐশি। পরে পরিবারের লোক ডাকাডাকি করে কোন সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ঝুলন্ত আবস্থায় দেখতে পায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. অথৈ শাহা মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে অভয়নগর থানার ওসি (তদন্ত) শুভ্র প্রকাশ দাস বলেন, ঐশি নামের কিশোরী আত্মহত্যা ঘটনাটি শুনেছি। আমরা সুরতহাল রিপোর্ট করে লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছি। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

টিএইচ