সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

আশ্রয়ণ-২ প্রকল্পে গৃহ ও ভূমিহীন পরিবারকে বাড়ি হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক

আশ্রয়ণ-২ প্রকল্পে গৃহ ও ভূমিহীন পরিবারকে বাড়ি হস্তান্তর

সবার জন্য আবাসন নিশ্চিত করতে সরকারের আবাসন কর্মসূচি আশ্রয়ণ-২ পরিকল্পনার আওতায় সারা দেশে গৃহ ও ভূমিহীন পরিবারকে আরও ১৮ হাজার ৫৬৬টি বাড়ি হস্তান্তর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (১১ জুন) গণভবন থেকে ভিডিও কনফারেন্সে পঞ্চম পর্যায়ের দ্বিতীয় ধাপে দেয়া এসব ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রতিনিধিদের পাঠানো খবর— 


রাঙ্গামাটি : রাঙ্গামাটিতে ৬৮০টি পরিবারের মধ্যে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়। রাঙ্গামাটি সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ উপজেলায় জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি সদর ইউএনও রিফাত আসমা। এসময় গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন, রাঙ্গামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান। এতে উপস্থিত ছিলেন, সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, জেলা তথ্য অফিসার রাহুল বনিকসহ পদস্থ কর্মকর্তারা। উল্লেখ, রাঙ্গামাটি জেলা প্রশাসনের তথ্য মতে, রাঙ্গামাটিতে ৫ম পর্যায়ের ২য় ধাপে নয় উপজেলার মধ্যে সদর উপজেলায় ৪টি, কাপ্তাইয়ে ৪০টি, কাউখালীতে ১৩টি, রাজস্থলীতে ২৫টি, বরকলে ৩৫টি, বিলাইছড়িতে ১১টি, বাঘাইছড়িতে ৪২২টি, লংগদুতে ১২৬টি এবং নানিয়ারচর উপজেলায় ৪টিসহ মোট ৬৮০টি গৃহ উপকারভোগী পরিবারগুলোর নিকট হস্তান্তর করেন। 

লালমনিরহাট : লালমনিরহাটে ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা হিসেবে ঘোষণা করার লক্ষ্যে মোট ৫ হাজার ৮৫৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে দুই শতক জমিসহ সেমি পাকা ঘর দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যুক্ত হয়ে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার মুইষামুড়ি এলাকায় সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেন। এতে এসব মানুষ বেশ খুশি হয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট স্থানীয় এমপি নুরুজ্জামান আহমেদ ও মতিয়ার রহমান এমপি, রংপুর বিভাগীয় কমিশনার জাকির হোসেন, পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, জেলা প্রশাসক মোহাম্মদ উল্লাহ, জেলা পরিষদ চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল, সাবেক এমপি সফুরা বেগম রুমি, লালমনিরহাট জেলা পুলিশ সুপার, সাইফুল ইসলাম, লালমনিরহাট পৌরমেয়র রেজাউল করিম স্বপন, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান রাকিবুবুজ্জামান আহমেদ, কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জহির ইমাম প্রমুখ।

বরিশাল ব্যুরো : জেলার ৫ উপজেলার ৩২৭ জন গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ এ ঘর হস্তান্তর করা হয়। প্রধানমন্ত্রীর ঘর হস্তান্তরের সঙ্গে সঙ্গে বরিশাল প্রান্তে ঘরের কাগজপত্র হস্তান্তর করেন জেলা প্রশাসক শহিদুল ইসলাম। উপস্থিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক ও সদর ইউএনও মাহাবুব উল্লাহ মজুমদারসহ উপকারভোগীরা। বরিশাল সদরে ২১৩টি, বানারীপাড়ায় ২৪টি, গৌরনদীতে ৩২টি, হিজলায় ৩০টি, আগৈলঝাড়ায় ২৮টি ঘর উপকারভোগীদের মধ্যে বিতরণ করা হয়। 

পার্বত্যাঞ্চল প্রতিনিধি : প্রধানমন্ত্রীর আশ্রয়ণ- ২ প্রকল্পের ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ৫ম পর্যায়ের ২য় ধাপে দ্বি-কক্ষ বিশিষ্ট সেমি-পাকা ঘর ৬৫টি পরিবারের মধ্যে জমির  দলিলসহ গৃহের চাবি হস্তান্তর করেছে মাটিরাঙ্গা  উপজেলা প্রশাসন। মাটিরাঙ্গা উপজেলা পরিষদের অডিটোরিয়ামে  সুবিধাভোগীদের হাতে আশ্রয়ণ ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন মাটিরাঙ্গা ইউএনও ডেজী চত্রুবর্তী ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম ভূইঁয়া। মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মিজানুর রহমান, মাটিরাঙ্গা থানার ওসি কমল কৃষ্ণ ধর, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান আমেনা বেগম, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মো.আলী হোসেনসহ  গণমাধ্যম কর্মী ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন। মাটিরাঙ্গা সদর ইউনিয়ন ৫টি, বেলছড়ি ইউনিয়ন ১২টি, গোমতি ইউনিয়ন ১৩টি, আমতলী ইউনিয়ন ৫টি, বড়নাল ইউনিয়ন ১১টি, তবলছড়ি ইউনিয়ন ৩টি, তাইন্দং ইউনিয়ন ৩টি, মাটিরাঙ্গা পৌরসভা ১৩টি দ্বি-কক্ষ বিশিষ্ট ভূমিসহ সেমি-পাকা গৃহ হস্তান্তর করা হয়।

ঝিনাইদহ : ৫ম পর্যায়ে (২য় ধাপে) জমি ও গৃহ প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমিতে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। সেসময় সদর ইউএনও রাজিয়া আক্তার চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আবিদুর রহমান, জেলা আ.লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মাসুমসহ জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এসময় জেলার শৈলকুপা, কোটচাঁদপুর ও মহেশপুরের ৯০ ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে তাদের ভূমির দলিল ও গৃহের চাবি তুলে দেয়া হয়। 

গুইমারা (খাগড়াছড়ি) : আশ্রয়ণ-২ প্রকল্পের ৫ম পর্যায়ের ২য় ধাপে ১২৫টি ঘর হস্তান্তর করা হয়েছে। গুইমারা সরকারি উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে ইউএনও রাজীব চৌধুরীর সভাপতিত্বে ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ.লীগের সাধারণ সম্পাদক মেমং মারমা। হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, গুইমারা উপজেলা ভাইস চেয়ারম্যান কংজরি মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা থানার ওসি মো. আরিফুল আমিন, কৃষি অফিসার ওঙ্কার বিশ্বাস, গুইমারা সরকারি কলেজ অধ্যক্ষ মো. নাজির উদ্দিন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসিনা আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান, গুইমারা সদর ইউনিয়নের চেয়ারম্যান নির্মল নারায়ণ ত্রিপুরা, হাফছড়ি ইউনিয়নের চেয়ারম্যান মংশে চৌধুরী, সিন্দুকছড়ি ইউনিয়নের চেয়ারম্যান রেদাক মারমা। এছাড়াও ৩ ইউনিয়নের উপকারভোগী ১২৫ পরিবারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

জগন্নাথপুর (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের জগন্নাথপুরে ২০ পরিবারের মধ্যে আশ্রয়ণ প্রকল্পে দলিলসহ বাড়ি হস্তান্তর ও জগন্নাথপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়েছে। জগন্নাথপুর উপজেলার ২০ সুবিধাভোগী পরিবারের মধ্যে জমির মালিকানা দলিলসহ বাড়ি হস্তান্তর করেন জগন্নাথপুর ইউএনও আল-বশিরুল ইসলাম।
উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার ভূমি রিয়াদ বিন ইব্রাহিম ভূঞা, জগন্নাথপুর থানার ওসি আমিনুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, সরকারি বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিক ও আশ্রয়ণ প্রকল্পের সুবিধাভোগী নারী-পুরুষ।

বাঘাইছড়ি (রাঙামাটি) : বাঘাইছড়ি ইউএনও শিরীন আক্তারের সভাপতিত্বে বাঘাইছড়ি উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় পাহাড়ি ও বাঙ্গালী  ৪২২ জন উপকারভোগী পরিবারের মধ্যে ঘর ও জমির প্রয়োজনীয় দলিল হস্তান্তর করা হয়। এসময় উপস্থিত ছিলেন, বাঘাইছড়ি পৌরমেয়র জমির হোসেন, বাঘাইছড়ি উপজেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন ও সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, বাঘাইছড়ি থানার ওসি তদন্ত দৌস মোহাম্মদ, বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি দিলীপ কুমার দাস, স্থানীয় জনপ্রতিনিধিরা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও  উপকারভোগীরা। 

রাজারহাট (কুড়িগ্রাম) : আশ্রয়ণ-২ প্রকল্পের পঞ্চম পর্বের দ্বিতীয় পর্যায়ে রাজারহাটে অফিসার্স ক্লাবে ৮টি ভূমিহীন-গৃহহীন পরিবারের সুবিধাভোগীদের কাছে ২ শতক জমির মালিকানা দলিলসহ পাকা বাড়ি হস্তান্তর করেন ইউএনও খাদিজা বেগম। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান অজয় কুমার সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার সূবর্ণা, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রাজারহাট থানার ওসি মোস্তাফিজুর রহমান পিপিএম,পিআইও আসাদুজ্জামানসহ আরো অনেকে। 

বীরগঞ্জ (দিনাজপুর) :  উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রীর ৫ম পর্যায়ের (২য় ধাপ) নির্ধারিত ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ এবং আশ্রয়ণের জরাজীর্ণ ব্যারাকের বসবাসরত পরিবারকে গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে ইউএনও ফজলে এলাহীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শাকিল আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবু হুসাইন বিপু। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজ কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মহসীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ওসমান গনি, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হিমেল চন্দ্র রায়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ছানাউল্লাহ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা আক্তার বৃষ্টি, জেলা পরিষদের সদস্য রোকনুজ্জামান বিপ্লবসহ ১১টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিভিন্ন দপ্তরে কর্মকর্তা, রাজনৈতিক, সুবিধাভোগী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

মিঠাপুকুর (রংপুর): রংপুরের  মিঠাপুকুর  উপজেলায় দ্বিতীয় ধাপে ২০৭টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হয়েছে। এর মধ্য দিয়ে রংপুর জেলার সর্ববৃহৎ উপজেলাকে পুরোপুরি ভূমিহীন ও গৃহহীনমুক্ত হলো। এ সময় নতুন ২৯৫টি ঘরের মধ্যে ২০৭ টি ধাপ উদয়পুর ব্যারাকে ১১০টি মোট ৩১৭ টি পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর এবং এই এই উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করেন তিনি। ইতোমধ্যে মিঠাপুকুর উপজেলায় ১১৮৬ জনকে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। 

রাজস্থলী (রাঙ্গামাটি) : রাঙ্গামাটি রাজস্থলীতে ৫ম পর্যায়ের ২য় ধাপে ২৫টি জমির দলিলসহ গৃহের চাবি হস্তান্তর করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা কনফারেন্স হলরুমে গৃহ প্রদান কার্যক্রম ইউএনও সজীব কান্তি রুদ্রর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, ভাইস চেয়ারম্যান হারাধন কর্মকার, মহিলা ভাইস চেয়ারম্যান গৌতমি খিয়াং গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, রবার্ট ত্রিপুরা, আদোমং মারমা, ওসি তদন্ত কামরুজামান তালুকদার, ডা. নাজিম উদ্দিন, কৃষি অফিসার শাহরিয়াজ বিশ্বাস, মৎস্য অফিসার আরাফাত হোসেন, উপকার ভোগী হেডম্যান কার্বারী মেম্বার ও গণমাধ্যম কর্মীরা।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে ১৮টি পরিবারের হাতে  ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। উপজেলা পরিষদ হলরুমে ঘর হস্তান্তরকালে উপস্থিত ছিলেন, ইউএনও রেহেনুমা তারান্নুম, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, বিভিন্ন ইউনিয়নের ভূমি উপসহকারী কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরাসহ আরো অনেকে।

আগৈলঝাড়া (বরিশাল) : আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় পঞ্চম পর্যায়ে উপজেলার ভূমিহীন ও গৃহহীন ২৮টি পরিবার সদস্যদের মধ্যে পাকা বাড়ির চাবি ও দলিল হস্তান্তরের মধ্য দিয়ে আগৈলঝাড়া উপজেলাকে ‘ভূমিহীন ও গৃহহীনমুক্ত উপজেলা’ ঘোষণা করেছে সরকার। আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে ভার্চুয়াল অনুষ্ঠান প্রদর্শন শেষে ইউএনও ফারিহা তানজিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক (সার্বিক) মনদীপ ঘরাই। 
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে ইমামা বানিন, গৃহ নির্মাণ প্রকল্প বাস্তবায়নকারী কমিটির সদস্য সচিব ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. মোশারেফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালাসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। 

চরফ্যাসন (ভোলা): ভোলার চরফ্যাসন উপজেলার চর কচ্ছপিয়া আশ্রয়ণ প্রকল্পে বর্ণাঢ্য আয়োজন করা হয়। এ সময় ভার্চুয়ালি চরফ্যাসনের দুজন উপকারভোগীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপকারভোগীরা প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেন। উদ্বোধনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চরফ্যাসনে  ১১০৭ টি গৃহহীন পরিবারের কাছে জমিসহ গৃহের দলিল হস্তান্তর করেন ভোলা-৪ আসনের এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। ভোলার তিনটি উপজেলা চরফ্যাসন, বোরহান উদ্দিন ও মনপুরার গৃহহীন মানুষকে জমিসহ ঘর উপহার দিয়ে গৃহহীনমুক্ত করায় ভোলা জেলা প্রশাসক  আরিফুজ্জামান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার শওকত আলী, বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. শহীদুল্লাহ, পুলিশ সুপার মাহিদুজ্জামান, ভোলা জেলা আ.লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, চরফ্যাসন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন ও ইউএনও নওরীন হকসহ অন্যরা।

সিংড়া (নাটোর) : সিংড়া উপজেলায় ৫ম পর্যায়ের (২য় ধাপে) নির্মিত ৬০টি গৃহ উদ্বোধন করেন। এর মধ্যে (২০ টি গৃহ হরিজন পল্লী, সিংড়া পৌর এলাকার বালুভরা মৌজায় এবং ৪০টি গৃহ ডাহিয়া ইউনিয়নের পিপলশন আশ্রয়ণ প্রকল্পের পুরাতন/জরাজীর্ণ ব্যারাক অপসারণ করে নির্মাণ করা হয়েছে এবং পূর্বে জরাজীর্ণ ব্যারাকে বসবাসরতদের মধ্যে বন্টন করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানটি সিংড়া উপজেলা হলরুমে শুরু হয়। সিংড়া উপজেলা হলরুমে প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিংড়া ইউএনও হা-মীম তাবাসসুম প্রভার সঞ্চলনায় বক্তব্য প্রদান করেন নাটোর জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান কামরুল হাসান কামরান, পৌরমেয়র আলহাজ জান্নাতুল ফেরদৌস, উপস্থিত ছিলেন সিংড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি বোরহান উদ্দিন মিঠু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল আমিন হোসেনসহ প্রমুখ।

মোল্লাহাট (বাগেরহাট): মোল্লাহাটে ভূমিহীন ও গৃহীনদের মধ্যে  আশ্রয়ণ প্রকল্পের ঘর ও জমি হস্তান্তর করা হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা এবং ইউএনও শোভন সরকার সুফলভোগীদের মধ্যে দুই শতক জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, মহিলা ভাইস চেয়ারম্যান রুবিয়া বেগম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মফিজুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আকতার, ইউপি চেয়ারম্যান শিকদার উজির আলী, মনোরঞ্জন পাল, শেখ রফিকুল ইসলাম, মোল্লা মিজানুর রহমান প্রমুখ। মোল্লাহাটে এ ধাপে ৬৪টি ঘর এবং জমির দলিল হস্তান্তর করা হয়েছে। 

জাজিরা (শরীয়তপুর): জাজিরা উপজেলায় ১৩০টি অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের আওতায় স্থানান্তরযোগ্য চরাঞ্চলের বিশেষ শ্রেণির ১৩০টি ঘর প্রদান করেছে জাজিরা উপজেলা প্রশাসন। উপজেলা পরিষদের সভাকক্ষে সুবিধাভোগীদের হাতে আশ্রয়ণের ঘরের চাবি ও দলিল হস্তান্তর করেন, জাজিরা ইউএনও সাদিয়া ইসলাম লুনা ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. আরিফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি মাস্টার জিএম নুরুল হক ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌকিদার, জাজিরা থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, জাজিরা পৌরমেয়র মো. ইদ্রিস মাদবর ও বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানদের পাশাপাশি বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও সদস্যরা।

সন্দ্বীপ (চট্টগ্রাম) : আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ইউএনও রিগ্যান চাকমার  সভাপতিত্বে উপজেলা পরিষদ থেকে জমিসহ ঘর প্রদান করা হয়। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সন্দ্বীপ উপজেলা পরিষদের  চেয়ারম্যান এসএম আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক, মহিলা ভাইস চেয়ারম্যান হালিমা বেগম, সহকারী কমিশনার ( ভূমি) তাসফিক সিফাত উল্ল্যাহ,  উপজেলা আ.লীগের সভাপতি আলাউদ্দিন বেদন, সন্দ্বীপ থানার ওসি তদন্ত জাকির হোসেন, উপজেলা এলজিইডি প্রকৌশলী আবদুল আলীম প্রমুখ। উল্লেখ্য এ উপজেলায় মোট ৯২৩ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের বিপরীতে ১০৪০ জন  ভূমিহীন ও গৃহহীন পরিবার কে পুর্ণবাসন করা হয়। এবং সন্দ্বীপ  উপজেলাকে  গৃহহীন-ভূমিহীন মুক্ত ঘোষণা  করা হয়।

 টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) : আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় টুঙ্গিপাড়ায় গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে আরও ৫০টি ঘর হস্তান্তর করেছেন উপজেলা প্রশাসন। উপজেলার পুকুর পাড় অডিটরিয়ামে সুবিধাভোগীদের হাতে আশ্রয়ণ ঘরের চাবি ও কবুলিয়ত দলিল হস্তান্তর করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, টুঙ্গিপাড়া ইউএনও মো. মইনুল হক ও উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈকত রায়হান। এসময়, টুঙ্গিপাড়া উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান মো. বাবুল শেখ, পৌরমেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক  ফোরকান বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মো. আরিফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

হাতীবান্ধা (লালমনিরহাট) : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় নির্মিত ৫ম পর্যায়ে জমিসহ গৃহ পেলেন ১৩১টি পরিবার ও সেনাবাহিনীর মাধ্যমে ২টি জরাজীর্ণ ব্যারাক প্রতিস্থাপন করে ৭০টি পরিবারসহ মোট ২০১টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে স্বপ্নের নীড় উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় হাতীবান্ধা উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধানমন্ত্রীর পক্ষে ইউএনও আতিকুল ইসলাম ২০১ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে জমির দলিল ও ঘরের চাবি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফরোজা বেগম, সরকারি আলিমুদ্দিন কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান, হাতীবান্ধা থানার তদন্ত ওসি নির্মল চন্দ্র মহন্ত, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডিপুটি কমান্ডার আব্দুল জব্বার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল শাহসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানরা ও সুবিধাভোগী পরিবাররা।

থানচি (বান্দরবান) : বান্দরবানের থানচিতে ভূমিহীন ও গৃহহীনের সংখ্যা কমে এসেছে। উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা মিলনায়তন সভা কক্ষে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও ঘর হস্তান্তর করেছেন। জমি ও গৃহ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইহ্লামং মারমা, ইউএনও মোহাম্মদ মামুন, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চসঙ্গোয়াই মারমা পকশৈ, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নুমেপ্রু মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. ওয়াহিদুজ্জামান মুরাদ, থানচি থানা সাব ইন্সপেক্টর জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী মো. এমদাদুল হক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মসফিকুর রহমান প্রমুখ। এছাড়া উপজেলা বিভিন্ন দপ্তরে কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আশ্রয়ন প্রকল্পের ১০৫ জন সুবিধাভোগী পরিবার উপস্থিত ছিলেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় সূত্রে জানা গেছে, এ উপজেলায় পার্বত্য অঞ্চলের মাচাং ঘর নির্মাণ প্রকল্প আওতায় ১০৫টি ঘর দেয়া হয়েছে। 

গোয়াইনঘাট (সিলেট) : গোয়াইনঘাট ৫ম পর্যায়ের ২য় ধাপে পুরাতন ব্যারাকে ৪০টি ঘর নতুনভাবে প্রস্তুত করে ভূমিহীন-গৃহহীন পরিবারের মধ্যে জমিসহ গৃহ হস্তান্তর করা হয়েছে। গোয়াইনঘাট উপজেলা পরিষদ হলরুমে ইউএনও মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও সঞ্চালনায় ভূমিহীন ও গৃহহীন ৪০টি পরিবারকে জমির কাগজ পত্র ও ঘরের চাবি হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, গোয়ইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহ আলম স্বপন, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক, ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ, সহকারী কমিশনার (ভূমি) সাইদুল ইসলাম, উপজেলা আ.লীগের সভাপতি মো. আসলামসহ জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।

গুরুদাসপুর (নাটোর) : আশ্রয়ণ প্রকল্পের পঞ্চম পর্যায়ের ২য় ধাপে নাটোরের গুরুদাসপুরে আরও ১৯৮ গৃহহীন ও ভূমিহীন পরিবার পাচ্ছেন প্রধাানমন্ত্রীর উপহারের ঘর। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই অনুষ্ঠানে ইউএনও সালমা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. রওশন আলী। এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ণ কর্মকর্তা মো. আব্দুল হান্নান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আলমগীর হোসেন, সমাজসেবা অফিসার মো. শফিকুল ইসলাম মশিন্দা ইউপি চেয়ারম্যান মো. আব্দুল বারী, খুবজীপুর ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম দোলন,চাপিলা ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও সুবিধাভোগীরা।

চৌহালী  (সিরাজগঞ্জ) : যমুনা বিধৌত সিরাজগঞ্জের চৌহালীতে ভূমিহীনমুক্ত ঘোষণা করে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমে জমির দলিলসহ বাড়ি হস্তান্তরের করা হয়েছে। সিরাজগঞ্জের চৌহালীর ১২৭ টি পরিবারের হাতে ঘরের কাগজপত্র হস্তান্তর করেন। চৌহালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস (পিআইও) হেকমত আলীর সঞ্চালনায় চৌহালী উপজেলা প্রশাসন  আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চৌহালী ইউএনও মাহবুব হাসান। প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মীর মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন  নবাগত উপজেলা চেয়ারম্যান ও আ.লীগের সভাপতি  মো. তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক  ফারুক হোসেন, থানার ওসি শ্যামল কুমার দত্ত পিপিএম প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ১২৭  ভূমিহীন পরিবারকে ঘর বরাদ্দ দেয়া হয়। 

বামনা (বরগুনা) : বরগুনার বামনা উপজেলায় গৃহ ও ভূমিহীন ১১৫ পরিবারের মধ্যে আশ্রয়ণ প্রকল্পের নতুন ঘরের দলিল প্রদান করা হয়েছে। বামনা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর পক্ষে জমির দলিল হস্তান্তর করেন বামনা ইউএনও আল ইমরান। এসময় উপস্থিত ছিলেন, বামনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরাগ সাহা, বামনা সদর ইউপি চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান সগির, নব নির্বাচিত উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাকারিয়া হোসেন মহারাজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. গোলাম মোস্তফা, উপজেলা আ.লীগ সহ সভাপতি ইউসুফ আলী হাওলাদার প্রমুখ।

টিএইচ