সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post
গ্যাস সংকটে ৭ দিন বন্ধের পর

উৎপাদনে রাঙ্গামাটির কর্ণফুলী পেপার মিলস

রাঙ্গামাটি প্রতিনিধি

উৎপাদনে রাঙ্গামাটির কর্ণফুলী পেপার মিলস

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) অন্যতম কাগজ উৎপাদনকারী প্রতিষ্ঠান রাঙ্গামাটির কাপ্তাই চন্দ্রঘোনাস্থ কর্ণফুলী পেপার মিলস (কেপিএম) লিমিটেডের উৎপাদন টানা ৭ দিন বন্ধ থাকার পর গত রোববার সন্ধ্যা থেকে ফের  চালু করা হয়েছে।

গত রোববার (১৪ মে) হতে এলএনজি গ্যাস সরবারহ বন্ধ করে দেয়ার পরপরই মিলের উৎপাদন বন্ধ হয়ে যায় বলে জানান, কেপিএম এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম আনিসুজ্জামান।

ঘূর্ণিঝড় ‘মোখা’ কে কেন্দ্র করে মহেশখালীর ভাসমান দুটি এলএনজি টার্মিনাল নিরাপদে সরিয়ে নেয়ায় এই গ্যাস সংকট সৃষ্টি হয় বলে তিনি জানান।

এমডি আরোও জানান, গ্যাস সরবরাহ চালু হওয়ায় আমরা পুনরায় গত রোববার সন্ধ্যা থেকে উৎপাদন শুরু করেছি এবং এইদিন রাতের শিফটে ৭ টন কাগজ উৎপাদিত হয়।

কেপিএম প্রশাসন বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, এলএনজি সরবরাহ পাওয়ার পর থেকেই কেপিএমের সকল শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তারা পুনরায় কারখানা সচল করার জন্য প্রাণপণ চেষ্টা করেন। একবার কারখানা বন্ধ হলে পুনরায় সচল করতে সময় লাগে। 

তবে শ্রমিক, কর্মচারী, কর্মকর্তারা নানা প্রতিকূলতা সত্বেও পুনরায় কারখানা চালু করার জন্য নিরলসভাবে কাজ করেন এবং মিল পুনরায় চালু করে উৎপাদনে যায়।

কেপিএম শ্রমিক, কর্মচারী পরিষদের (সিবিএ) সভাপতি আবদুল রাজ্জাক বলেন, এতদিন কারখানা বন্ধ থাকায় শ্রমিক, কর্মচারীদের মন অত্যন্ত খারাপ ছিল। আমরা প্রতিদিন খবর নিতাম কবে এলএনজি আসবে। 

তবে আশার কথা হলো রোববার গ্যাসের সরবরাহ পাওয়ায় এবং সঠিক প্রেসার থাকায় কারখানা পুনরায় চালু করা সম্ভব হয়েছে। এতে করে কারখানার শ্রমিকদের প্রাণ চাঞ্চল্য ফিরে আসেছে।

টিএইচ