শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

কক্সবাজার-ঢাকা প্রথম ট্রেন যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজার-ঢাকা প্রথম ট্রেন যাত্রা শুরু

বহুল প্রতীক্ষিত ঢাকা-কক্সবাজার রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশন থেকে এক হাজার ৩০ জন যাত্রী নিয়ে আজ শুক্রবার  দুপুরে প্রথম ট্রেনটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

স্টেশন মাস্টার গোলাম রব্বানী গণমাধ্যমকে জানান, ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনটি দুপুর ১২টা ৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রেনটির রাত ৯টা ১০ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

এদিকে রাত ৯টা ১০ মিনিটে এ ট্রেন ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। ফিরতি ট্রেন কক্সবাজারের উদ্দেশ্যে কমলাপুর স্টেশন ছেড়ে যাবে রাত সাড়ে ১০টায়।

কয়েক দফা পরীক্ষামূলক ট্রেন চলাচলের সফল কার্যক্রম শেষে গত ১১ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার রেল সংযোগ উদ্বোধন করেন। এই রুটে ট্রেনের গতিসীমা ঘণ্টায় সর্বোচ্চ ১২০ কিলোমিটার নির্ধারণ করা হয়েছে। এ সময় ডিসেম্বর থেকে দুটি ট্রেন চালুর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

টিএইচ