রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

করোনায় আরও একজনের মৃত্যু: শনাক্ত ৪১০

নিজস্ব প্রতিবেদক

করোনায় আরও একজনের মৃত্যু: শনাক্ত ৪১০

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময় করোনা রোগী শনাক্ত হয়েছে ৪১০ জন।

বৃহস্পতিবার (৬ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮০০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩ হাজার ৮১০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ৭৬ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ২০ লাখ ২৮ হাজার ৫২৪ জনে। এরমধ্যে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩৭৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ লাখ ৬৭ হাজার ৯৫৩ জন।

এবি