বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

করোনায় দেশে আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬২০

নিজস্ব প্রতিবেদক

করোনায় দেশে আরও একজনের মৃত্যু, শনাক্ত ৬২০

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে সারা দেশে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৩৪৭ জনে। এ সময়ে নতুন করে ৬২০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত বেড়ে দাঁড়িয়েছে ২০ লাখ ২০ হাজার ৭৬৮ জনে।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৮৮১টি ল্যাবে চার হাজার ৪০টি নমুনা সংগ্রহ এবং চার হাজার ৩১টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৫ দশমিক ৩৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।

এদিকে, একদিনে করোনাভাইরাস থেকে সেরে উঠেছেন ৩৪৫ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬২ হাজার ১৬৪ জন।

এবি