রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

কলমাকান্দায় তিন দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি 

কলমাকান্দায় তিন দিনব্যাপী কৃষিমেলার উদ্বোধন

নেত্রকোনার কলমাকান্দায় রোববার (৩ সেপ্টেম্বর) উপজেলা মাল্টি পারপাস হল প্রাঙ্গনে ৩দিন ব্যাপী কৃষিমেলার প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার। 

উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভার.) মো. শহিদুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সাইফুল ইসলাম। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ. লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন আজাদ, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী হাসান তরফদার ও কলমাকান্দা প্রেস ক্লাব সেক্রেটারি মো. ফখরুল আলম খসরু। কৃষি প্রদর্শনীতে বিভিন্ন কৃষিপণ্যের স্টলে বিভিন্ন কৃষি দ্রব্যাদি প্রদর্শিত হচ্ছে। 

টিএইচ