রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১১ ফাল্গুন ১৪৩১
The Daily Post

কুমিল্লায় স্বর্ণ দোকানে ডাকাতি

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় স্বর্ণ দোকানে ডাকাতি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লায় ডাকাতিকালে মিয়াবাজার হাইওয়ে পিস্তলের ৪ রাউন্ড গুলিসহ ম্যাগাজিন, স্বর্ণ ও ডাকাত দলের চক্রের সদস্য আটক। 

গত শনিবার রাতে মিয়াবাজার হাইওয়ে থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে থাকা মিয়া বাজারস্থ মিয়াবাজার মসজিদ মার্কেটের প্রীতি জুয়েলার্স নামক স্বর্ণের দোকানে ৯ জন সশস্ত্র ডাকাত আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্রশস্ত্রসহ ডাকাতির ঘটনা সংঘটিত করে।

এশার নামাজ চলাকালীন সময় ডাকাত দল স্বর্ণের দোকানে প্রবেশ করে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে ২ থেকে ৩ মিনিটের মধ্যে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা দুটি মাইক্রোবাস দিয়ে মার্কেটে প্রবেশ করে এবং ডাকাতি শেষে মার্কেটের পিছনের দক্ষিণ গেট দিয়ে বের হয়ে ফায়ার আগ্নেয়াস্ত্রের গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে চলে যায়।

ডাকাত দলের সদস্যরা  মার্কেট থেকে বের হওয়ার সময় মোশারফ হোসেন  অপর একজন দোকানদার ডাকাতির বিষয়টি বুঝতে পেরে গেট বন্ধ করতে গেলে ডাকাতরা তাকে গুলি করে গুরুতর জখম করে।

এ  ঘটনার সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং মিয়াবাজার হাইওয়ে থানার কমিউনিটি পুলিশের সদস্য তোফায়েল আহমেদ জুয়েলসহ স্থানীয় জনগণের সহায়তায় ডাকাত দলের সক্রিয় সদস্য কায়সারকে (৩০), পিতা-আবুল বাসার, সাং-চান পাড়া, থানা-উত্তর খান, জেলা- ঢাকা আটক করে। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ডাকাতির কাজে ব্যবহূত একটি মাইক্রোবাস মহাসড়কের উপর ফেলে গেলে তা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

ওই মাইক্রোবাসের ভিতর প্রীতি জুয়েলার্স হতে লুণ্ঠিত একটি স্বর্ণের মোটা চেইন, একটি চিকন চেইন, দুটি কানের দুল, দুটি হাতের বালা, পাঁচটি তিলক, পাঁচটি নাক ফুল, কয়েকটি জুয়েলারি খালী বক্স এবং ডাকাতদের ব্যবহূত দুটি চাপাতি, চার রাউন্ড গুলিসহ একটি পিস্তলের ম্যাগাজিন এবং ভুয়া দুইটি গাড়ির নাম্বার প্লেট উদ্ধার করা হয়।

আটক ডাকাতকে জিজ্ঞাসাবাদ করে অপরাপর সদস্যদের বিষয়ে তথ্যসংগ্রহ করা হচ্ছে। হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের (এডিশনাল ডিআইজি) মো. খাইরুল আলম, হাইওয়ে পুলিশ কুমিল্লা সার্কেল ও মিয়াবাজার হাইওয়ে থানার ওসিকে নিয়ে ডাকাতির ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আটক ডাকাত দলের সদস্যকে জিজ্ঞাসাবাদ করে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এ বিষয়ে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায় একটি ডাকাতি মামলা রুজু করা হয়েছে।

টিএইচ