যশোরের কেশবপুরে আড়ুয়া গ্রামের আব্দুল হামিদ নামে এক ব্যক্তিকে শিশু যৌন হয়রানির অভিযোগে আটক করেছে পুলিশ।
জানা গেছে উপজেলার ৮ নম্বর ইউনিয়নের আড়ুয়া গ্রামের দুটি শিশু কন্যা গত শনিবার বাড়ির পাশে খেলা করছিল। এ সময় একই গ্রামের আব্দুল হামিদ তাদের ফুসলিয়ে ডেকে নিয়ে শরীরের স্পর্শকাতর জায়গায় হাত দেয় ও যৌন হয়রানির চেষ্টা করে।
শিশু দুটি বাড়িতে গিয়ে তাদের পরিবারের কাছে বিষয়টি জানালে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়। অভিযোগের ভিত্তিতে আব্দুল হামিদকে রাতে আটক করে পুলিশ।
রোববার (১৬ মার্চ) তাকে যশোর আদালতে সপোর্দ করা হয়। এ বিষয়ে থানায় মামলা হয়েছে মামলার নাম্বার ৬।
টিএইচ