শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

গ্রাহক পর্যায়ে ১৫ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

গ্রাহক পর্যায়ে ১৫ শতাংশ বিদ্যুতের দাম বাড়ানোর সুপারিশ

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম ১৫ দশমিক ৪৩ শতাংশ বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি কমিটি। 

এই সুপারিশ বাস্তবায়িত হলে প্রতি ইউনিট বিদ্যুতের দাম বেড়ে দাঁড়াবে ৮ টাকা ২৩ পয়সা। যেখানে বর্তমান সময়ে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম নির্ধারিত রয়েছে ৭ টাকা ২ পয়সা। এই হিসেবে বিদ্যুতের দাম ১ টাকা ২১ পয়সা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) বিদ্যুতের দামবৃদ্ধির গণশুনানিতে বিদ্যুৎ বিতরণ প্রতিষ্ঠান বাবিউবো, বাপবিউবো, ডিপিডিসি, ডেসকো, ওজোপাডিকো ও নেসকোর আবেদনের প্রেক্ষিতে এই সুপারিশ করা হয়েছে।

এর আগে একই দিন রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের শহীদ এ কে এম শামসুল হক খান অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে এই শুনানি শুরু হয়। যা চলবে বিকেল ৫ট পর্যন্ত। তবে আজ শেষ না হলে আগামীকাল সোমবারও শুনানি অনুষ্ঠিত হবে।

সুপারিশে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বাবিউবো) প্রতি ইউনিট বিদ্যুতের বর্তমান দর ৭ টাকা ৭৫ পয়সার বদলে ৮ টাকা ৭৪ পয়সা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বাপবিবো) ৬ টাকা ২০ পয়সার বদলে ৭ টাকা ৬৩ পয়সা, ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ৮ টাকা ৪৮ পয়সার বদলে ৯ টাকা ৪৩ পয়সা, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) ৮ টাকা ৫৫ পয়সার বদলে ৯ টাকা ৪১ পয়সা, ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) ৭ টাকা ৫২ পয়সার বদলে ৮ টাকা ৫৪ পয়সা এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) ৭ টাকা ২৪ পয়সার বদলে ৮ টাকা ১৬ পয়সা করার প্রস্তাব করা হয়েছে।

এর আগে সর্বশেষ ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধি পায়। গত ২১ নভেম্বর বিদ্যুতের পাইকারি দাম ১৯ দশমিক ৯২ শতাংশ বৃদ্ধি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এরপর বিদ্যুতের খুচরা দাম বৃদ্ধির আবেদন করে পাঁচ প্রতিষ্ঠান।

টিএইচ