বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
৮ দিন বন্ধ থাকার পর 

ঘোড়াশালের পঞ্চম ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু

নিজস্ব প্রতিবেদক

ঘোড়াশালের পঞ্চম ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন শুরু

জাতীয় গ্রিড বিপর্যয়ের ফলে বন্ধ হয়ে যাওয়া ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন পঞ্চম ইউনিটে ৮ দিন পর বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।

কেন্দ্রের প্রধান প্রকৌশলী জহিরুল ইসলাম জানান, যান্ত্রিক সমস্যা সমাধান করে বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল থেকে ইউনিটটিটি চালু করা হয়। এতে এ কেন্দ্রে ফের যোগ হলো ২১০ মেগাওয়াট  বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা।

গত মঙ্গলবার (৪ অক্টোবর) দুপুর ২টা ৫ মিনিটে জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিলে হঠাৎ করে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ৪ ও ৫ নম্বর ইউনিট বন্ধ হয়ে যায়। 

পরে এক ঘণ্টার মধ্যে ৩৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৪ নম্বর ইউনিট চালু করা গেলেও ২১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৫ নম্বর ইউনিট চালু করা যায় গত ১০ অক্টোবর সন্ধ্যা ৭টায়।

পরে ১২ অক্টোবর দুপুর ২টা ৩০ মিনিটে ইউনিটটির বিয়ারিং নষ্ট হয়ে যাওয়ায় এ ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ফের বন্ধ হয়ে যায়।

উল্লেখ্য, ১৯৬৭ সালে শীতলক্ষ্যা নদীর তীরে প্রতিষ্ঠিত ঘোড়াশাল তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে প্রতিদিন গড়ে ১৩১০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়।

টিএইচ