বুধবার, ০২ এপ্রিল, ২০২৫
ঢাকা বুধবার, ০২ এপ্রিল, ২০২৫, ১৯ চৈত্র ১৪৩১
The Daily Post

চার জেলায় সড়কে ঝরল ছয় প্রাণ

নিজস্ব প্রতিবেদক

চার জেলায় সড়কে ঝরল ছয় প্রাণ

দেশের চার জেলায় সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। দিনাজপুরের হাকিমপুরে দুজন, গাজীপুরের পূবাইলে দুজন, জামালপুরের মেলান্দহে আইনজীবীর সহকারী, যশোরের অভয়নগরে এক কলেজছাত্রসহ ছয়জনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

হিলি (দিনাজপুর) : দিনাজপুরের হাকিমপুর উপজেলায় তেলবাহী লরি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রোববার (২৩ মার্চ) হিলি-বিরামপুর আঞ্চলিক সড়কের লোহাচড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, চালকের সহকারী জয়পুরহাট পাঁচবিবি উপজেলার মাথখুর এলাকার সুরত আলী মণ্ডলের ছেলে রাসেল ইসলাম ও তেলপাম্পের ব্যবস্থাপক পুরানাপুল এলাকার সাব্বির হোসেন।

স্থানীয়রা জানান, রোববার (২৩ মার্চ) জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার চৌধুরী ফিলিং স্টেশনের একটি তেলবাহী লরি পার্বতীপুরে তেল নিতে যাচ্ছিল। পথে হিলি বিরামপুর আঞ্চলিক সড়কের লোহাচড়া এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পাশের খাদে পড়ে। এতে গাড়িতে থাকা চালকের সহকারী ও পাম্পের ব্যবস্থাপক চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাকিমপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ চালায়।

হাকিমপুর ফায়ার সার্ভিসের ওসি আবুল কাশেম জানান, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছি। পরে বিরামপুর ও হাকিমপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে খাদে পড়া গাড়িসহ মরদেহ দুটি উদ্ধার করে।

গাজীপুর : গাজীপুর মহানগরের পূবাইলে লরিচাপায় ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। রোববার (২৩ মার্চ) গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন টঙ্গী-কালীগঞ্জ আঞ্চলিক সড়কের নিমতলী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরবাদ গ্রামের ইজিবাইক চালক হানিফ মিয়া ও ইজিবাইকের যাত্রী গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাজুখান গ্রামের সাহেদ সাব্বির। স্থানীয়রা জানান, গত রোববার ঢাকামুখী একটি দ্রুতগামী লরির সঙ্গে পূবাইলমুখী ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকের চালক ও এক যাত্রী নিহত হন। এসময় আরও কয়েকজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে পাঠায়। পূবাইল থানার ওসি শেখ মো. আমিরুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। ট্রাক ও ইজিবাইক সড়কের পাশে দুমড়ে মুচড়ে পড়ে আছে। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মেলান্দহ (জামালপুর) : জামালপুরের মেলান্দহে সড়ক দুর্ঘটনায় আইনজীবীর সহকারী আনিছের মৃত্যু হয়েছে। রোববার (২৩ মার্চ) উপজেলার নলেরচর তালতলা বাজারে এ ঘটনা ঘটে। এতে আরও তিনজন আহত হয়েছেন। নিহত আনিছের বাড়ি উপজেলার কুলিয়া ইউনিয়নের ভালুকা গ্রামে। তিনি জামালপুর জেলা আদালতের আইনজীবীর সহকারী হিসেবে কাজ করতেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, নিহত আনিছ সকালে বাড়ি থেকে আদালতের উদ্দেশ্যে বের হন। মেলান্দহ থেকে অটোরিকশা করে জামালপুর শহরের দিকে যাওয়ার পথে নলেরচর তালতলা বাজারে চলন্ত অটোরিকশা সামনে দিয়ে দৌড়ে পার হওয়ার সময় অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে নিহত আনিছের মাথায় আঘাত লাগে এবং তীব্র রক্তক্ষরণ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, বাড়ি থেকে আদালতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

অভয়নগর (যশোর) : যশোরের অভয়নগরে সড়কের পাশে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় আবু বক্কার আলী (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গী অহিদুজ্জামান রাতুল (১৯) আহত হয়েছেন। গত শনিবার রাতে উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাচুড়িয়া গ্রামে সামাদের ভাটার সামনে সিংগাড়ি-শুভরাড়া সড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত আবু বক্কার আলী শুভরাড়া ইউনিয়নের লেবুগাতী গ্রামের এরশাদ আলীর ছেলে। সে ওই ইউনিয়নের পল্লী মঙ্গল আদর্শ কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল। আহত অহিদুজ্জামান রাতুল একই গ্রামের জালাল উদ্দিন শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে বেপরোয়া গতির মোটরসাইকেল সামাদের ভাটার মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি গাছে আঘাত করে। এতে মোটরসাইকেলর চালক ও আরোহী দুই যুবক গুরুতর আহত হয়। মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়। পরে এলাকাবাসীর সহযোগিতায় আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর আহতকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়।

নিহতের ভগ্নিপতি মেহেদী হাসান বলেন, ‘ঈদের কেনাকাটা করতে আবু বক্কার তার বন্ধু রাতুলেকে সঙ্গে নিয়ে বাঘুটিয়া বাজারে গিয়েছিল। রাতে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মশিয়ার রহমান বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুজনের মধ্যে একজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা যায়। গুরুতর আহত অপরকে উন্নত চিকিৎসার জন্য রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’ এ ব্যাপারে অভয়নগর থানার ওসি আব্দুল আলিম বলেন, ‘দুর্ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। মৃত যুবকের সুরতহাল সম্পন্ন হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

টিএইচ