বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১
The Daily Post

জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশে রোববার (২ মার্চ) ৭ম বারের মতো জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন চত্বরে ফিরে আসে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে  আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী। সভায় প্রধান অতিথি ছিলেন- চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা (বিপিএম সেবা), চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফ, জেলা প্রেস ক্লাবের সভাপতি মানিক আকবর প্রমুখ। স্বাগত বক্তব্যে জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী বলেন, জেলায় দুটি সংসদীয় আসন রয়েছে। এখানে মোট ভোটার রয়েছে ৯ লাখ ৭৪ হাজার ৫৭২ জন। এবার নতুন ভোটার তালিকায় জেলার ৪ উপজেলায় ৪৮ হাজার নতুন ভোটার অন্তর্ভুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। জেলা প্রশাসক জহিরুল ইসলাম বলেন, জাতীয় পরিচয় পত্র খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে আপনার সন্তান ও আত্মীয় স্বজনদের ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করে নেয়ার আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায়।

মাদারীপুর: মাদারীপুর জেলা নির্বাচন অফিস আয়োজিত মাদারীপুর জেলা প্রশাসকের বাস ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ১০ তলা সমন্বিত অফিস ভবনের সামনে এসে শেষ হয়। র্যালি শেষে মাদারীপুর জেলা নির্বাচন অফিসার ফরিদ আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে বেলুন ও পায়রা উড়িয়ে দিবসের উদ্বোধন করেন মাদারীপুরের জেলা প্রশাসক মোছা. ইয়াছমিন আক্তার। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. হাবিবুল আলম, সহকারী পুলিশ সুপার ভাস্কর সাহাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্কাউটরা।

নওগাঁ : নওগাঁ জেলা নির্বাচন কার্যালয়ে ফেস্টুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল। পরে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় জেলা নির্বাচন অফিসার মো. আব্দুল মোত্তালিবের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পুলিশ সুপার সাফিউল সারোয়ার, নওগাঁ সদর ইউএনও ইবনুল আবেদিন, জেলা প্রেস ক্লাবের সভাপতি রায়হান আলমসহ অন্যরা। অনুষ্ঠানে নওগাঁর একটি উপজেলার ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের অগ্রগতি তুলে ধরা হয় এবং কয়েকজন নাগরিকের মধ্যে এনআইডি স্মার্টকার্ড বিতরণ করা হয়।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) : নাচোল উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মিনি কনফারেন্স রুমে নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় স্বাগতম বক্তব্য রাখেন ইউএনও দুলাল হোসেন। 
এছাড়া নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েস, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মাহবুব আলম, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান, তথ্য অফিসার সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতোসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

গুরুদাসপুর (নাটোর) : গুরুদাসপুর ইউএনও ফাহমিদা আফরোজের সভাপতিত্বে উপজেলা হলরুমে আয়োজিত আলোচনা সভা সঞ্চালনা করেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল কালাম আজাদ। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ২০২৪ সাল পর্যন্ত মোট ভোটার- ১ লাখ ৮৪ হাজার ৭২১ ভোট। পুরুষ ভোটার সংখ্যা-৯২ হাজার ৮৪৬, নারী ভোটার সংখ্যা-৯১ হাজার ৮৭৪, ও তৃতীয় লিঙ্গ ভোটার সংখ্যা- একজন। ২০২৫ সালের ২০ জানুয়ারি থেকে ৩ ফেব্রুয়ারি পর্যন্ত নতুন ভোটার হয়েছ- ৬ হাজার ৮৬২ জন মাত্র। মোট ভোটার থেকে কর্তন হয়েছে ৩ হাজার ১০৭ জন মাত্র। এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, গুরুদাসপুর থানার ওসি গোলাম সারোয়ার, উপজেলা কৃষি কর্মকর্তা হারুনর রশীদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আমিনুর রশীদ প্রমুখ।

কালিয়া (নড়াইল) : কালিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালি ও কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় ইউএনও মো. রাশেদুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, মো. শাহজাহান মিয়া, রাজনৈতিক ব্যক্তিরা, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, গণমাধ্যম কর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন। নিয়ামতপুর (নওগাঁ) : উপজেলা পরিষদ থেকে একটি র্যালি বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নিয়ামতপুর ইউএনও মেহেদী হাসানের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন কর্মকর্তা পারভেজ মোশারফের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল লতিফ, উপজেলা আইসিটি কর্মকর্তা রাসেল রানা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি নাজমুল হক, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক জনি আহমেদ, সহ-সভাপতি আলমগীর মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মিলন হোসেন প্রমুখ।

বাসাইল (টাঙ্গাইল) : বাসাইল উপজেলা পরিষদ ভবন চত্বরে শোভাযাত্রা শেষে বাসাইল উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাসাইল ইউএনও মোছা. আকলিমা বেগমের  সভাপতিত্বে সভায় অতিথি ছিলেন বাসাইল থানার ওসি মো. জালাল উদ্দিন, বাসাইল উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মতিউর রহমান, বাসাইল ইউএনও (ভারপ্রাপ্ত) মো. শাখাওয়াত হোসেন, বাসাইল উপজেলার পরিসংখ্যান অফিসার মো. শওকত আলী, প্রাথমিক শিক্ষা অফিসার আাাঞ্জুমান আরা বেগম বীথি প্রমুখ।

ইটনা (কিশোরগঞ্জ) : ইটনা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর উপজেলা পরিষদে গিয়ে এক আলোচনা সভায় মিলিত হয়ে ইটনা ইউএনও আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে আলোচনা করা হয়। র্যালিতে উপজেলার বিভিন্ন কর্মকর্তা কর্মচারী এলাকার গন্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন, ইটনা ইউএনও হাসনাত আহমেদসহ অন্যরা। তখন ইটনা উপজেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

তেঁতুলিয়া (পঞ্চগড়) : উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে উপজেলা চত্ত্বর হতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হলরুমে আলোচনা সভার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তা শামিম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মো. আব্দুল হাকিম, এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার শাহ আল আমিন, উপজেলা সহকারী প্রোগ্রামার নবীউল কবির সরকারসহ বিভিন্ন দপ্তরের কর্মকতা, সাংবাদিক, শিক্ষকসহ শিক্ষার্থীরা।

বকশীগঞ্জ (জামালপুর) : বকশীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন ইউএনও মো. মাসুদ রানা। এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল, উপজেলা সহকারী গণগ্রন্থাগারিক মোখলেছুর রহমান, এনএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ, শিক্ষক মেসবাহ উল হক তুহিন, উপজেলা পরিষদের সিএ আবুল কালাম আজাদসহ গণমাধ্যম কর্মী, নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

শ্রীপুর (মাগুরা) : শ্রীপুর উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্রীপুর ইউএনও রাখী ব্যানার্জীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জাকারিয়া। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রকৌশলী অমিতাভ সরকার, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা মো. আব্দুর রহমান, খামারপাড়া এসআই আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাওসার উদ্দিন, সাংবাদিক সাইফুল্লাহ প্রমুখ।

সন্দ্বীপ (চট্টগ্রাম) : সন্দ্বীপ  উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুরুতে র্যালি বের হয়ে উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউএনও দেবাশীষ দাশের  সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও রিগ্যান চাকমা। সভায় জানানো হয়, সন্দ্বীপ  উপজেলায় মোট ভোটার সংখ্যা ২৫০৫৪১ জন, তার মধ্যে পুরুষ ভোটার ১৩০৪৩২ জন, মহিলা ভোটার সংখ্যা ১২০১০৭ জন ও হিজড়া ২ জন। আলোচনা সভায়  অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর হোসেন ঠাকুর, পৌরসভা বিএনপির সদস্য সচিব আবুল বশার জিএস , সন্দ্বীপ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এ কে ফজলুল করিমসহ উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা,  বিভিন্ন স্কুলের শিক্ষক রাজনৈতিক সুশীল সমাজের ব্যক্তি ও নির্বাচন কমিশন অফিসের কর্মকর্তা কর্মচারীরা।

ফেনী : ফেনীতে ১২ লাখ ৯৬ হাজার ৭৯৭ জন ভোটারের মধ্যে ১৮ থেকে ৩৭ বয়সী তরুণ ভোটারের সংখ্যা ৫ লাখ ৭৯ হাজার ২৬৮ জন। যা জেলার মোট ভোটারের প্রায় অর্ধেক। চলতি হালনাগাদ কার্যক্রম শেষে তরুণ ভোটারদের সংখ্যা আরও বাড়তে পারে। তরুণ এ ভোটাররা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ তথ্য জানান জেলা নির্বাচন অফিস। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। নির্বাচন অফিসের দেয়া তথ্যমতে, জেলায় ১৮ থেকে ২১ বছর বয়সী ভোটারের সংখ্যা ৭৩ হাজার ৩০৬ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৪৩ হাজার ৫৮৭ জন, মহিলার সংখ্যা ২৯ হাজার ৭১৯ জন। ২২ থেকে ২৫ বছর বয়সী ভোটারের সংখ্যা ১ লাখ ২২ হাজার ৩৮৭ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৭০ হাজার ৬৩৬ জন, মহিলার সংখ্যা ৫১ হাজার ৭৫০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। ২৬ থেকে ২৯ বছর বয়সী ভোটারের সংখ্যা ১ লাখ ২২ হাজার ১৬৮ জন। এর মধ্যে পুরুষের সংখ্যা ৬৩ হাজার ৭২৬ জন, মহিলার সংখ্যা ৫৮ হাজার ৪৪০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ২ জন। ৩০ থেকে ৩৩ বয়সী ভোটারের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ৬৩৩ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৫৬ হাজার ৫১৬ জন। মহিলা ভোটারের সংখ্যা ৫৭ হাজার ১১৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১ জন। ৩৪ থেকে ৩৭ বয়সী ভোটারের সংখ্যা ১ লাখ ৪৭ হাজার ৭৭২ জন। এরমধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৬৭ হাজার ৫৯ জন। মহিলা ভোটারের সংখ্যা ৮০ হাজার ৭১৩ জন। সূত্র আরও জানায়, চলমান হালনাগাদ কার্যক্রম শেষে জেলায় তরুণ ভোটারের সংখ্যা আরও বাড়তে পারে। ফেনী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম জানান, জেলায় তরুণ ভোটারের সংখ্যা বেশি। ইতোমধ্যে ৩ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ ও বায়োমেট্রিক নেয়া শেষ হয়েছে। হালনাগাদ কার্যক্রম শেষ হলে এ তরুণ ভোটারদের সংখ্যা আরও বাড়তে পারে। কেননা জেলাব্যাপী নতুন ভোটারদের ভোটার হওয়ার আগ্রহ অনেক বেশি। ভোটার হওয়া চলমান প্রক্রিয়া। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত এ কার্যক্রম চলবে। তখনকার তালিকা অনুযায়ী ভোটার সংখ্যা ঘোষণা করা হবে বলেও তিনি জানান।

দৌলতপুর (কুষ্টিয়া) : উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে র্যালি শেষে নির্বাচন অফিসের সামনে শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ইউএনও আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, ইউএনও অঞ্জন কুমার মন্ডল। আরও বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি মো. ফয়সাল আহমেদ, সমাজসেবা অফিসার তৌফিকুর রহমান। এ সময় উপজেলার বিভিন্ন সরকারী, বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, শিক্ষক, সাংবাদিক  উপস্থিত ছিলেন। এছাড়া র্যালির শোভা বর্ধনে স্কাউট পোশাকে পিএসএস মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট দলের ব্যান্ড পার্টি ও উপজেলার ৩ জন উডব্যাজার ও সিএএলটি সম্পন্ন স্কাউটার উপস্থিত ছিলেন।

মিরপুর (কুষ্টিয়া) : মিরপুর উপজেলা নির্বাচন অফিসের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে ভোটারদের অধিকার ও দায়িত্ব নিয়ে কথা বলেন ইউএনও বিবি করিমুন্নেছা। সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, উপজেলাতে ভোটার সংখ্যা তিন লাখ। তবে নতুন ভোটার হওয়ার জন্য ১৪ হাজার ৫০০ জন ফর্ম নিয়েছে এবং মৃত ভোটার সংখ্যা ৫ হাজার ৫০০ জনের তথ্য রয়েছে বলে নির্বাচন অফিসার জানিয়েছে।

গুইমারা (খাগড়াছড়ি) : গুইমারা উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের আয়োজনে বার্ণাঢ্য র্যালি এবং ইউএনওর কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএনও আইরিন আক্তারের সভাপতিত্বে ও গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ইউএনও তপন কান্তি দাস, গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী, উপজেলা মৎস কর্মকর্তা দীপন চাকমা, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইউছুফ, উপজেলা জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম প্রমুখ।এ ছাড়া সভায় স্থানীয় সাংবাদিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীরা ও সূধীরা উপস্থিত ছিলেন।

সাপাহার (নওগাঁ) : উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। র্যালি শেষে উপজেলা পরিষদের কনফারেন্স হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও সেলিম আহমেদ। সভায় নির্দেশনামূলক বক্তব্য দেন, সাপাহার সহকারি কমিশনার (ভূমি) আবিদা সিফাত, ইউএনও আব্দুর রশিদ, সাপাহার আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ জামায়াত মনোনীত  নওগাঁ- ১ আসনের এমপি প্রার্থী মোহাম্মদ মাহবুব আলম, থানার ওসি (তদন্ত) আলিফ মাহমুদ, উপজেলা সমাজসেবা অফিসার দেলোয়ার হোসেন, উপজেলা জামায়াতে আমির আবুল খায়ের (তরুণ) বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান (লাবু) সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আনসারী প্রমুখ ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।  

সরিষাবাড়ী (জামালপুর) : উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে   আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন- ইউএনও অরুণ কৃষ্ণ পাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক, একাডেমিক সুপার ভাইজার রুহুল আমিন বেগ, যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুজ্জামান ও প্রাণিসম্পদ কর্মকর্তা হাবিবুর রহমান প্রমুখ। এসময়  সাংবাদিক, সুধীজন,  শিক্ষকরা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

মোল্লাহাট (বাগেরহাট) : উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থলে এসে শেষ হয়। এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসহাক। আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন- থানার ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সমবায় কর্মকর্তা এবিএম মোরশেক আহমেদ, পরিসংখ্যান কর্মকর্তা মো. হায়দার আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকরা।

শালিখা (মাগুরা) : শালিখা উপজেলা পরিষদ নির্বাচন অফিসের উদ্যোগে উপজেলার সামনে থেকে শুরু হয়ে র্যালি শেষে উপজেলা  পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতি ছিলেন- ইউএনও বাদল চন্দ্র অধিকারী  প্রধান অতিথি ছিলেন শালিখা ইউএনও বনি আমিন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

রাণীনগর (নওগাঁ) : উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা আনুষ্ঠিত হয়েছে। রাণীনগর ইউএনও মো. রাকিবুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজিয়া মার্জিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, উপজেলা সমবায় কর্মকর্তা জাফরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নজরুল ইসলাম, সাংবাদিক হারুনুর রশিদ প্রমুখ।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় ফুলবাড়ীর আয়োজনে উপজেলা চত্বরে সংক্ষিপ্ত র্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে ইউএনও রেহনুমা তারান্নুমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, ইউএনও মাহবুবা রহমান, ফুলবাড়ী থানার ওসি মামুনুর রশীদ, উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার আব্দুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহবুব সরকার লিটুসহ আরও অনেকে।

চৌহালী (সিরাজগঞ্জ) : উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে চৌহালীর প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও (ইউএনও) মো. জুয়েল মিয়ার সভাপতিত্বে  সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাব্বির আহমেদ সিফাত, উপজেলা ভেটেনারি সার্জন ডা. সাহেদুল ইসলাম, পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজা, সমাজসেবা অফিসার মামুনুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশলী রিয়াজুল ইসলাম, নির্বাচন অফিসের বাহারুল ইসলাম। বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুল হাকিম বিএসসি প্রমুখ উপস্থিত ছিলেন।

বারহাট্টা (নেত্রকোনা): উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি শেষে উপজেলা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও মো. খবিরুল আহসান। এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা সঞ্জিত কুমার সরকার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলামসহ উপজেলার কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা।

কয়রা (খুলনা) : উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ইউএনও মুহতারাম বিল্লাহ। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন ইউএনও রুলী বিশ্বাস। আরও বক্তব্য রাখেন- উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার কর্মকর্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, বিএনপি নেতা মুক্তিযোদ্ধা জিএম মাওলা বকস। সভায় সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতারা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, তরুণ ভোটার, তথ্য সংগ্রকারী, সাংবাদিকসহ সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কাশিয়ানী (গোপালগঞ্জ) : উপজেলা নির্বাচন অফিসার মো. নাসির উদ্দিনের নেতৃত্বে একটি র্যালি কাশিয়ানী উপজেলা নির্বাচন অফিসের  সামনে থেকে যাত্রা শুরু করে। র্যালিটি প্রদিক্ষণ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। ইউএনওর সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাচন অফিসার মো. নাসির উদ্দিনের সঞ্চালনায় ইউএনও ফারজানা জান্নাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ওসি মো. শফিউদ্দিন খান, সমবায় অফিসার মো. মোরাদ আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার মাহফুজা বেগম, কাশিয়ানী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নিজামুল আলম মোরাদ, যুব উন্নয়ন অফিসার মো. ইমদাদুল হক প্রমুখ।

টিএইচ