বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

ঝিনাইদহ ডিসির কাছে আশার কম্বল হস্তান্তর

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ ডিসির কাছে আশার কম্বল হস্তান্তর

ঝিনাইদহে সুবিধাবঞ্চিত শীতার্তদের মধ্যে কম্বল বিতরণের লক্ষ্যে জেলা প্রশাসকের কাছে ৫শ শীতবস্ত্র হস্তান্তর করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা। 

মঙ্গলবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কম্বল হস্তান্তর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল গ্রহণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। 

উপস্থিত ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, স্থানীয় সরকারের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, আশার সিনিয়র এডিশনাল ডিভিশনাল ম্যানেজার রফিকুল ইসলাম, জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার হাফিজুর রহমানসহ অন্যরা।

টিএইচ