রবিবার, ৩০ মার্চ, ২০২৫
ঢাকা রবিবার, ৩০ মার্চ, ২০২৫, ১৬ চৈত্র ১৪৩১
The Daily Post

দুই জেলায় সড়কে ঝরল বাবা-মেয়েসহ চার প্রাণ

নিজস্ব প্রতিবেদক

দুই জেলায় সড়কে ঝরল বাবা-মেয়েসহ চার প্রাণ

নাটোরের লালপুরে প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে বাবা-মেয়ে এবং কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি স্থানে দুজনসহ দুই জেলায় চারজন নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

নাটোর : নাটোরের লালপুর উপজেলায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বাবা-মেয়ে নিহত হয়েছেন। এসময় শিশুটির মা ও গাড়ি চালক গুরুতর আহত হন।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বনপাড়া-পাবনা মহাসড়কের লালপুর উপজেলায় গোধড়া বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। বনপাড়া হাইওয়ে থানার ওসি ইসমাইল হোসেন বিষয়টি জানিয়েছেন। নিহতরা হলেন, বগুড়া সদর উপজেলার কইতলা এলাকার বাসিন্দা শাহরিয়ার সাকিল ও তার ২ বছরের মেয়ে সুমাইয়া আক্তার। ওসি ইসমাইল হোসেন বলেন, সকালে যশোর থেকে ছেড়ে আসা এক প্রাইভেটকার তিন যাত্রী নিয়ে বগুড়ার উদ্দেশে যাচ্ছিল।

এসময় বনপাড়া-পাবনা মহাসড়কের লালপুর উপজেলায় গোধড়া বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাঠের সঙ্গে ধাকা লাগে। এতে প্রাইভেটকারে থাকা বাবা-মেয়ের ঘটনাস্থলে মৃত্যু হয়। এসময় গাড়িতে থাকা নিহত শিশুর মা ও চালক গুরুতর আহত হন।

তিনি আরও বলেন, নিহত শিশুটির মাকে উদ্ধার করে স্থানীয় পাটোয়ারি ক্লিনিকে ভর্তি করা হয়। এবং গাড়ির চালককে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। দুজনের মরদেহ থানায় রয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

দৌলতপুর (কুষ্টিয়া) : কুষ্টিয়ার দৌলতপুরে ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ মার্চ) প্রাগপুর-কুষ্টিয়া মহাসড়কের প্রাগপুর বাজারে বালু ভর্তি ট্রলির ধাক্কায় আসমত আলী নামে এক সাইকেল আরোহী নিহত হন।

অপরদিকে, সকাল ৮টার দিকে মথুরাপুর ইউনিয়ন পরিষদের সামনে সরকারি সহায়তার (ভিজিএফ) চাল নিতে গিয়ে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় নার্গিস বেগম নামে এক নারী প্রাণ হারান।

নিহত আসমত আলী আদাবাড়িয়া ইউনিয়নের ধর্মদহ গ্রামের মৃত লালু মণ্ডলের ছেলে এবং নার্গিস বেগম মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর পশ্চিমপাড়া এলাকার মতলেব মণ্ডলের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী ও পরিবার সূত্রে জানা গেছে, আসমত আলী তারাগুনিয়া বাজারে পান কিনতে যাচ্ছিলেন। পথে প্রাগপুর  বাজারে পৌঁছালে বালু ভর্তি ট্রলির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে, মথুরাপুর ইউনিয়ন পরিষদে সরকারি সহায়তার চাল নিতে গিয়ে নিরাপদ পরিবহন নামের একটি বাসের ধাক্কায় প্রাণ হারান নার্গিস খাতুন।

দৌলতপুর থানার ওসি নাজমুল হুদা জানিয়েছেন, পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

টিএইচ