সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

দুই দিন বন্ধ থাকবে ২১ জোড়া ট্রেন

নিজস্ব প্রতিবেদক

দুই দিন বন্ধ থাকবে ২১ জোড়া ট্রেন

ঢাকা থেকে সারাদেশে ছেড়ে যাওয়া ২১ জোড়া ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে সবগুলো লোকাল, মেইল ও কমিউনিটি ট্রেন।

শনিবার (৬ জানুয়ারি) সকালে কমলাপুর রেল স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বলাকা, তুরাগ-১, মহুয়া, কর্ণফুলী, তিতাস-১, রাজশাহী এক্সপ্রেস, তুরাগ-৩, তিতাস-২, নোয়াখালী এক্সপ্রেস, ভাওয়েল, সুরমা মেইল ও দেওয়ানগঞ্জ কমিউনিটি ও টাঙ্গাইল কমিউনিটি। নারায়ণগঞ্জের ৮টি লোকাল ট্রেনের বন্ধ থাকবে।

মাসুদ সারওয়ার বলেন, শনিবার ও রোববার এই দুই দিন ট্রেনগুলা বন্ধ থাকবে।

টিএইচ