সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
ঢাকা সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১ বৈশাখ ১৪৩২
The Daily Post

দুর্গাপুরে মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি  

দুর্গাপুরে মাহে রমজান উপলক্ষে বাজার মনিটরিং

নেত্রকোনার দুর্গাপুরে বোতলজাত সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। এছাড়াও লেবুসহ বেশকিছু জিনিসপত্রের দামও বেশি। এমন পরিস্থিতিতে বাজার মনিটরিংয়ে নেমেছে উপজেলা প্রশাসন। শনিবার (১ মার্চ) দুপুরে পৌর শহরের বাজারগুলোর বিভিন্ন দোকান মনিটরিং করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাভিদ রেজওয়ানুল কবীর।

স্থানীয় বাসিন্দা জিয়াউল হক শুভ জানান, বাজারে গিয়ে বোতলজাত ২ লিটার তেল কিনেছি, কিন্তু মূল্যের চেয়ে ৩০ টাকা বেশি গুনতে হয়েছে আমাকে। ৩০ টাকা বেশি কেন রাখলেন উত্তরে দোকানি বলে তেলের সরবরাহ কম, দোকানিরা বেশি দামে তেল কিনেছে। তাই বেশি দামেই বিক্রি করতে হচ্ছে তাদের। তেল অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ তুলেছেন অনেকেই।

ইউএনও নাভিদ রেজওয়ানুল কবীর সাংবাদিকদের জানান, এসব অভিযোগে বাজার মনিটরিংয়ে গিয়ে নিষিদ্ধ পলিথিনে জিনিসপত্র বিক্রির দায়ে এক দোকানিকে ১ হাজার জরিমানা করা হয়েছে। বোতলজাত সয়াবিন তেলের বিষয়ে ডিলারদের সাথে কথা বলেছি। কেউ যদি মূল্যের থেকে বেশি দাম রাখে তাহলে প্রমাণসহ পেলে আমরা ব্যবস্থা নেব।

এছাড়াও বাজার মনিটরিং অব্যাহত থাকবে বলে জানান তিনি। কোনো কারণ ছাড়াই কেউ অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করলে তা না কেনার জন্য জনগণকে সচেতন হতে অনুরোধ জানান তিনি।

এ সময় বৈষম্য ছাত্র আন্দোলনের জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক রাতুল খান রুদ্র, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিন, অফিস সহকারী আব্দুল মোতালেব, দুর্গাপুর থানা পুলিশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

টিএইচ