বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

দেশব্যাপী রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান

নিজস্ব প্রতিবেদক

দেশব্যাপী রোকেয়া দিবসে জয়িতাদের সংবর্ধনা প্রদান

‘নারী কন্যার সুরক্ষা করি সহিংসতামুক্ত বিশ্ব গড়ি’ এ স্লোগানে সারাদেশে সোমবার (৯ ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদরে পাঠানো খবর—

জামালপুর : দিবসটি উপলক্ষে পাঁচ কেটাগরিতে ১৪ জন জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়েছে। জামালপুর জেলা প্রশাসকের সভাকক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। এতে প্রধান অতিথির বক্তব্য দেন, জামালপুরের জেলা প্রশাসক হাছিনা বেগম। সভায় জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইফতেখার ইউনুছের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, স্থানীয় সরকার বিভাগের (ডিডি) এলডি মৌসুমী খানম, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা, সদর ইউএনও জিন্নাত শহীদ পিংকি, জেলার সিনিয়র তথ্য অফিসার মুহাম্মদ জালাল উদ্দিন, মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক (ডিডি) কামরুন্নাহার ও প্রভাষক তারিকুল ফেরদৌস প্রমুখ। 

বরিশাল ব্যুরো : বরিশাল সার্কিট হাউজ সম্মেলনকক্ষে জেলা প্রশাসন. মহিলা বিষয়ক অধিদপ্তর ও মহিলা সংস্থার আয়োজনে জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ বরিশালের পরিচালক খোন্দকার আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মো. নাজিমুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহমেদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন নাহার মুন্নিসহ আন্যরা। আলোচনা সভা শেষে ৫ জন জয়িতাকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

পার্বত্যাঞ্চল : মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং জাতীয় মহিলা সংস্থার সহযোগিতায় দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‍্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ওবায়দুল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাটিরাঙ্গা ইউএনও মনজুর আলম। এ সময় মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম সিরাজী, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন, মাটিরাঙ্গা উপজেলা আইসিটি অফিসার রাজীব রায় চৌধুরী, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শরিফুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা ইন্সট্রাক্টর আজগর হোসেন, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. হারুন, মাটিরাঙ্গা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো মানিক মিয়া, সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন খন্দকারসহ উপজেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা,  সাংবাদিক, জাতীয় মহিলা সংস্থার প্রশিক্ষণার্থী, প্রশিক্ষক সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন। 

নীলফামারী : দিবস উপলক্ষে জেলা পর্যায়ে সেরা পাঁচ জয়িতাকে সম্মাননা প্রদান করা হয়েছে। জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে সেরাদের প্রধান অতিথি থেকে সম্মাননা তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক আনিসুর রহমান, নীলফামারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুর আলম বক্তব্য দেন। ব্র্যাকের জেলা সমন্বয়ক আকতারুল ইসলাম অনুষ্ঠান সঞ্চালনা করেন। সম্মাননাপ্রাপ্তরা হলেন অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী হিসেবে জেলা সদরের নাসরিন আক্তার, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে ডোমার উপজেলার ফারহানা বিনতে আলম, সফল জননী হিসেবে ডিমলা উপজেলার ছন্দা রানী বিশ্বাস, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যেমে জীবন শুরু কারী হিসেবে ডোমার উপজেলার রুপালী বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানকারী হিসেবে জেলা শহরের ফওজিয়া ইয়াছমিন জলি। মহিলা বিষয়ক অধিদপ্তর নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক আনিসুর রহমান জানান, সম্মাননা প্রাপ্তদের একটি করে সনদ ও একটি করে ক্রেস্ট প্রদান করা হয়েছে। 

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : ইউএনও মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে এবং একাডেমি সুপারভাইজার শারফুল ইসলাম পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি মামুন সরকার, উপজেলা কৃষি অফিসার নুরে আলম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপ্ন কুমার দত্ত জয়িতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুর নাহার আপেল, জয়িতা পারভিন আক্তার প্রমুখ। আলোচনা সভা শেষে অতিথিরা উপজেলা পর্যায়ে ৫ জন  শ্রেষ্ঠ জয়িতার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : দিবসটি উপলক্ষে র্যালি আলোচনা সভা ও জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা নামে সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সোহেলী পারভীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা আকবর কবির, উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুজিবর রহমানসহ আরো অনেকে। আলোচনা সভা শেষে পাঁচজন জয়িতাকে ক্রেস্ট প্রদান করা হয়।

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) : উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সকালে উল্লাপাড়া উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে রোকেয়া দিবসে পাঁচ নারী জয়িতা সম্মাননা পেয়েছেন। পাঁচ ক্যাটাগরিতে অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেয়া হয়। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ের সম্মাননা পাওয়া পাঁচ জয়িতা হলেন- অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী উপজেলার ঝিকিড়া গ্রামের বাসিন্দা আসমা খাতুন, শিক্ষা ও চাকরির ক্ষেত্রে বড়হর ইউনিয়নের কালিগঞ্জের বাসিন্দা খালেদা সুলতানা, সফল জননী নারী চকচৌবিলা গ্রামের সোহাগী রাণী শীক, নির্যাতনের বিভীষিক মুছে ফলে নতুন উদ্যমে জীবন শুরু করা নারী ঝিকিড়া গ্রামের নুরুন্নাহার পারভীন, সামাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা পঞ্চক্রোশী ইউনিয়নের বেতবাড়ি গ্রামের ছাবিনা ইয়াসমিনকে সম্মাননা প্রদান করা হয়। মহিলা বিষয়ক কর্মকতা নিলুফা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কমকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত, সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার রিমা, মডেল থানার ওসি রাকিবুল হাসান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আজাদ হোসেন, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শাহজাহান আলী প্রমুখ।

মোল্লাহাট (বাগেরহাট): দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও ‘জয়িতা অন্বেষণে বাংলাদেশ’ কার্যক্রমের আওতায় পাঁচজন জয়িতাকে সংবর্ধনা প্রদান। উপজেলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে, এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা এবং বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচিত লুবনা আক্তার, বিনা হালদার, শাহিদা বেগম, সাথী বিশ্বাস ও খাদিজা বেগমকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও হরেকৃষ্ণ অধিকারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসারের সহধর্মিনী ও মোল্লাহাট লেডিস ক্লাবের সভানেত্রী নবনীতা অধিকারী। সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলার সভাপতিত্বে এবং মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আকতারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যদের মাঝে বক্তব্য দেন থানার ওসি মো. শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র  উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম, উপজেলা প্রকৌশলী মো. শওকত হোসেন প্রমুখ।

রাণীনগর (নওগাঁ) : দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের করা হয়। র্যালি শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চার জয়িতাকে সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাইমেনা শারমীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার, রাণীনগর থানার ওসি মো. তারিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা ফারজানা হক প্রমুখ।

কলাপাড়া (পটুয়াখালী) :  দিবস উপলক্ষ্যে একটি র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, কলাপাড়া থানা ওসি মো. জুয়েল ইসলাম। কলাপাড়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাছলিমা আক্তারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি কলাপাড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও কলাপাড়া প্রেস ক্লাব সাবেক সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন মান্নু, উপজেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি (সিপিপি) সহকারী পরিচালক আসাদুজ্জামান খান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোকসেদুল আলমসহ স্বাবলম্বী নারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ৫টি ক্যাটাগরিতে ৫ জন নারীকে উপজেলা শ্রেষ্ঠ জয়িতা নির্বাচিত করে পুরস্কার বিতরণ করা হয়।

সরিষাবাড়ী: উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পরিষদ হলরুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা কৃষি কর্মকর্তা অনুপ সিংহ, সরিষাবাড়ী থানার ওসি মো. চাঁদ মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার নাহিদা ইয়াসমিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. বাহাদুর আলী, সাধারণ সম্পাদক মো. আন্নু মিঞা, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সরিষাবাড়ী প্রেসক্লাবের সাবেক সভাপতি সোলায়মান হোসেন ও সরিষাবাড়ী রিপোর্টার্স ক্লাবের সভাপতি ইসমাঈল হোসেন প্রমুখ।  আলোচনা শেষে বিভিন্ন অবদানে সাফল্য অর্জনকারী ৫ জয়িতাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। 

টিএইচ