শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১১ মাঘ ১৪৩১
The Daily Post

দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিকটার স্কেলে এর মাত্রা ছিলো ৫ দশমিক ১। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিবাগত রাত ১টা ২৬ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে।

এ সময়টায় অনেকে বিছানায় থাকায় শক্তিশালী কম্পন অনুভব করেন। যদিও এটি বেশিক্ষণ স্থায়ী হয়নি।

ভূমিকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মিয়ানমার। এটি মাটির ১১২ কিলোমিটার গভীরে সংঘটিত হয়। ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১।  

ভলকানো ডিসকভারি আরও জানিয়েছে, দুইবার ঝাঁকুনি হয়েছে। তবে দ্বিতীয়বার এর তীব্রতা কম ছিলো। প্রথমবার ঝাঁকুনিতে এর স্থায়ীত্ব ছিলো ২ থেকে ৩ সেকেন্ড। এতে সবকিছু কাঁপতে থাকে। এর কয়েক সেকেন্ড পরই দ্বিতীয় ঝাঁকুনি হয়।

জানা গেছে, সিলেট, শেরপুর, ফেনীসহ দেশের আরও কয়েক জায়গায় ভূমিকম্প হয়েছে। তাৎক্ষণিক কোথাও ক্ষয়ক্ষতি বা হতাহতের কথা জানা যায়নি।

জাকারিয়া রোকন নামের একজন ফেসবুকে লিখেছেন, ‍‍`ভূমিকম্পের মাত্রা কত ছিলো? এতো তীব্র তাও আবার চোখের সামনে। ভয়ংকর‍‍`! এটির প্রভাবে মিয়ানমার ও ভারতের কয়েকটি রাজ্যও কম্পন হয়েছে।

টিএইচ