পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে শুক্রবার (৮ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—
দিনাজপুর : জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ব্যুরোর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ওই র্যালির উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক শাকিল আহমেদ। র্যালি শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মমিনুল করিম। আলোচনা সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. আলী নেওয়াজ।
এছাড়াও আলোচনায় অংশ নেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলম, সহকারী কমিশনার ভূমি (সদর) সাথী দাস, জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. তোরাব হোসেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, পল্লীশ্রীর এইচআর ইনচার্জ শামিমা পপি, ছালাপুকুর শিক্ষা কেন্দ্রের শিক্ষক মোছা. আলেয়া খাতুন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আউট অব স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম কর্তৃক পরিচালিত প্রত্যাশা বাংলাদেশের জেলা প্রোগ্রাম ম্যানেজার কামরুন নাহার।
খাগড়াছড়ি : মাটিরাঙ্গা উপজেলা সম্মেলন কক্ষে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শেখ আশরাফ উদ্দিনের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম। এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মেজবাহ উদ্দিন, মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
অন্যদের মধ্যে মাটিরাঙ্গা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মঞ্জুর মোর্শেদ, মাটিরাঙ্গা উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ, মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মে. হাবিবুর রহমান খান প্রমুখ উপস্থিত ছিলেন।
শ্রীবরদী (শেরপুর) : উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার ইফতেখার ইউনুসের সভাপতিত্বে সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ তৌফিকুল ইসলাম, সহকারী শিক্ষা অফিসার মো. আ. মোতালেব, মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুর রহমান, সাংবাদিক এজেএম আহছানুজ্জামান ফিরোজ, ফরিদ আহম্মেদ রুবেল প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বকশীগঞ্জ (জামালপুর) : উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে র্যালি বের করা হয়। র্যালিতে নেতৃত্ব দেন ইউএনও অহনা জিন্নাত। র্যালিটি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও অহনা জিন্নাতের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহের উল্লাহ, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. ফরিদুজ্জামান, বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাযিল মাদরাসার অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, বকশীগঞ্জ থানার উপপরিদর্শক ওমর ফারুক প্রমুখ। আলোচনা সভায় দিবসটির গুরুত্ব নিয়ে তথ্যবহুল বক্তব্য উপস্থাপন করেন সহকারী কমিশনার (ভূমি) মো. আতাউর রাব্বী।
পাইকগাছা (খুলনা) : উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটা বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিনের সভাপতিত্বে উপজেলা শিক্ষা কর্মকর্তা বিদ্যুৎ রঞ্জন সাহার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, পল্লী ও দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ দাশ ও ঝংকার ঢালী, প্যানেল মেয়র শেখ মাহবুবর রহমান রঞ্জু, প্রধান শিক্ষক সেলিনা আক্তার, রবীন্দ্রনাথ রায়, আ. সবুর খাঁ, ডিএম শফিকুল ইসলাম, সুষমা রাণী মণ্ডল, বিজন বিশ্বাসসহ বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
চৌহালী (সিরাজগঞ্জ) : উপজেলা প্রশাসন ও উপজেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যার ফারুক হোসেন। সভায় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোল্যা বাবুল আক্তার, মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার, কৃষিবিদ ডা. জান্নাতি প্রমুখ।
রামপাল (বাগেরহাট) : উপজেলা পরিষদের চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রামপাল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা মিলি, বিশেষ অতিথির বক্তব্য দেন প্রেস ক্লাব রামপালের সভাপতি এম, এ সবুর রানা, খুলনা বিভাগীয় সিডোপ এর কো-অর্ডিনেটর এলেক্স বাবলা বিশ্বাস, প্রেস ক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদার প্রমুখ। এছাড়া রামপাল উপজেলার বিভিন্ন শিক্ষাকেন্দ্রের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
কাউখালী (পরোজপুর) : কাউখালীতে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে কাউখালী উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার স্বজল মোল্লা। আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) মো. বায়েজিদুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. রফিকুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় প্রমুখ।
মির্জাপুর (টাঙ্গাইল) : উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা শাকিলা বিনতে মতিনের সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আল মামুন খানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজহারুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফ উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সহিনুর রহমান খান প্রমুখ বক্তব্য রাখেন। এসময় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
গুইমারা (খাগড়াছড়ি) : উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা ও র্যালির আয়োজন করা হয়। গুইমারা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে এবং গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলু হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও র্যালিতে প্রধান অতিথি ছিলেন, গুইমারা উপজেলা পরিষদ চেয়ারম্যান মেমং মারমা। অন্যদের মধ্যে গুইমারা থানার ওসি রাজীব চন্দ্র কর, হাফছড়ি ইউপি চেয়ারম্যান মংশে চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
বাসাইল( টাঙ্গাইল) : উপজেলা প্রসাশনের উদ্যেগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার পাপিয়া আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা শাজাহান আলী, বাসাইল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আঞ্জুমান আরা বেগম বীথি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাখাওয়াত হোসেন,উপজেলা একাডেমিক সুপাভাইজার আল আমিন বাসাইল থানার এসআই এলাহিসহ প্রমুখ। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীসহ শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
সালথা (ফরিদপুর) : উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র্যালি বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ। উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আতিকুর রহমান, উপ-সহকারী পাঠ উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী, আটঘর ইউপি চেয়ারম্যান শহিদুল হাাসন খান সোহাগ, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন, উপজেলা প্রোগ্রাম ম্যানেজার আ. হালিম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মাইনুল ইসলাম প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভাটি সঞ্চালনা করেন, উপজেলা প্রথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. জাহিদুর রহমান।
ঘাটাইল (টাঙ্গাবইল) : ঘাটাইলে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ঘাটাইল পৌরমেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া,সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কল্পনা রানী ঘোষ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম সহবিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী ও উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।
বালিয়াকান্দি (রাজবাড়ী) : উপজেলা প্রশাসনের আয়োজনে, দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বাজার প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ফারুক হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ।
ত্রিশাল (ময়মনসিংহ) : উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি ত্রিশাল পৌর শহরের প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মো. আলী সিদ্দিক, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. আবদুল লতিফ খান, সাধারণ সম্পাদক মো. গোলাম কিবরিয়া মাস্টার বিভিন্ন সংগঠনের নেতারা।
নকলা (শেরপুর) : উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়। এতে শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফের সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রশিদ।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন। সভায় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, নকলা প্রেস ক্লাবের নেতারাসহ অন্য সাংবাদিকরা এবং বিভিন্ন স্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
মোল্লাহাট (বাগেরহাট) : উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্ত্বর থেকে শুরু করে র্যালিটি সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, ভাইস চেয়ারম্যান মো. সেলিম মোল্লা, অধ্যক্ষ এল জাকির হোসেন, মোল্লাহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন, পল্লি দারিদ্র বিমোচন কর্মকর্তা, সহকারী শিক্ষা অফিসার দিপংকর বিশ্বাস প্রমুখ।
দুর্গাপুর (নেত্রকোণা) : উপজেলা পরিষদ মিলনায়তনে একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায়, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাজীব উল আহসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, দুর্গাপুর মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফারুক আহমেদ তালুকদার, দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ফকির, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জামাল তালুকদার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান খান, প্রধান শিক্ষক আব্দুস ছালাম, মোছা. শামছুন্নাহার বেগম প্রমুখ।
গৌরীপুর (ময়মনসিংহ) : উপজেলা প্রশাসনের আয়োজনে দিবস উপলক্ষে বিশেষ র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা আ.লীগের সভাপতি অ্যাড. নিলুফার আনজুম পপি, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দীন, রামগোপালপুর ইউনিয়ন এর চেয়ারম্যান আব্দুল্লাহ আমিন জনি ও গৌরীপুর উপজেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তারা, এনজিও এর সদস্যরা, চান্দের শাটিয়া মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা ও অন্যসুধীরা।
টিএইচ