শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
The Daily Post

দেশের বিভিন্ন স্থানে জাতীয় মৎস্য সপ্তাহের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে জাতীয় মৎস্য সপ্তাহের মতবিনিময়

নিরাপদ মাছে ভরবো দেশ গড়বো স্মার্ট বাংলাদেশ এই শ্লোগানে সারা দেশে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহিত কার্যক্রম বিষয়ে সোমবার (২৪ জুলাই) মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

ঝালকাঠি : জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আফরুজুল হক টুটুল, কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মনিরুল ইসলাম। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন। বক্তৃতা করেন প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান, বীর মুক্তিযোদ্ধা দুলাল সাহা। এসময় সাংবাদিক ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন। জেলা মৎস্য কর্মকর্তা রিপন কুমার ঘোষ জানান, ঝালকাঠি জেলায় ৩০৯টি মৎস্য খামার রয়েছে। এতে মাছ উৎপাদন হচ্ছে ১৬ হাজার ৪৮৫ টন। চাহিদা রয়েছে ১৪ হাজার ৯৬২ টন। উদ্বৃত্ত ১ হাজার ৫২৩ টন। ঝালকাঠি জেলায় চাহিদার চেয়ে উৎপাদন বেশি থাকায় মৎস্যবিভাগ সফল বলেও জানান তিনি।

দিনাজপুর : জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে দিনাজপুর মৎস্য অধিদপ্তরের আয়োজনে মতবিনিমিয় সভায় অনুষ্ঠানের সভাপতি জেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুজ্জামান বলেন, বর্তমানে জেলায় হ্যাচারি/মৎস্যবীজ উৎপাদন খামারে মোট রেনু উৎপাদন হচ্ছে ৯১০ কেজি কার্প ও দেশীয় প্রজাতি ১০৫ কেজি সর্বমোট ১০১৫ কেজি। মৎস্যজাত উৎস হতে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, দরিদ্র বিমোচন ও রপ্তানি আয় বৃদ্ধি করলে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেই জন্য আমাদের দিন দিন মৎস্য চাষ বাড়াতে হবে। 

জেলা মৎস্য কর্মকর্তা দপ্তরের সহকারী পরিচালক পুরবী রানী রায়ের সঞ্চালনায় ও ভিডিও তথ্যভিত্তিক উপস্থাপনায় মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. হামিদুর রহমান, উপসহকারী পরিচালক রতন কুমার বর্মন, সদর উপজেলার প্রতিটি ইউনিয়ন থেকে আগত মৎস্যচাষে জড়িত অংশীজন, ফিড ব্যবসায়ী ও প্রান্তিক মৎস্যচাষীরা। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক তত্ত্ববধায়নে ছিলেন জেলা মৎস্য কর্মকর্তার দপ্তরের প্রধান সহকারী মো. মিজানুর রহমান।  

খাগড়াছড়ি : খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুদৃষ্টি চাকমা তিনি জানান, মৎস্য সপ্তাহ উপলক্ষে ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত নানা কর্মসূচি গ্রহণ করেছেন উপজেলা মৎস্য অফিস। সপ্তাহের দ্বিতীয় দিন ২৫ জুলাই উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

কর্মসূচির মধ্যে রয়েছে মাইকিং, পোনামাছ অবমুক্তকরণ, র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও উপজেলার স্থানীয় পর্যায়ে সফল ৩ জন মৎস্য চাষীকে পুরস্কার বিতরণ এবং  মৎস্য চাষীদের সাথে মতবিনিময়, সুবিধামতে  মোবাইল কোর্ট/অভিযান পরিচালনা, মাছচাষ বিষয়ক পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, সুফলভোগীদের মধ্যে উপকরণ বিতরণ এবং ৩০জুলাই মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান উপজেলা পরিষদে অনুষ্ঠিত হবে বলে জানান তিনি। অনুষ্ঠানে উপজেলা মৎস্য অধিদপ্তের সহকারী মৎস্য কর্মকর্তা কৃর্তি বিজয় চাকমা, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জসীম উদ্দিন জয়নাল, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান ভূইঁয়া প্রমুখ।

বরিশাল : মৎস্য অধিদপ্তর বরিশালের আয়োজনে নগরীর কাশিপুরের মৎস প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে জেলা মৎস কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, উপ-প্রকল্প পরিচালক সাসটেইনেবল মো. আজাহারুল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা সঞ্জিব সন্ন্যামত, মৎস কর্মকর্তা (হিলসা) বিমল চন্দ্র দাসসহ অন্যরা।

কামারখন্দ (সিরাজগঞ্জ) : উপজেলার মৎস্য কর্মকর্তার কার্যালয়ের সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কার্যালয়ের সূত্রে জানা যায়, উপজেলায় ১ হাজার ৮৮১ টি পুকুরে ১ হাজার ৯৫০ জন মৎস্য চাষী মাছ চাষ করছেন। বর্তমানে উপজেলায় মাছের চাহিদা ২ হাজার ৮৯০ টন থাকলেও উৎপাদন হচ্ছে ১ হাজার ৭৬৩ টন। এতে ঘাটতি রয়েছে ১ হাজার ১৮৮ টন। তবে ২০২১-২০২২ অর্থবছরে উৎপাদন ছিল ১ হাজার ৭৬৩ টন গত বছরের চেয়ে এবছর  প্রায় ১০০ টন উৎপাদন বেড়েছে। 
সভায় উপস্থিত ছিলেন, কামারখন্দ কৃষি কর্মকর্তা কৃষিবিদ কল্যান প্রসাদ পাল, কামারখন্দ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজ কামারখন্দ প্রতিনিধি মো. দুলাল হোসেন মণ্ডলসহ উপজেলার মৎস্য চাষীরা।

নকলা (শেরপুর): উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে সাংবাদিক, সুধীজন ও প্রান্তিক মৎস্য চাষীদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অনিক রহমান। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে উপজেলায় মাছের চাহিদা ৫১১৯ হাজার টন থাকলেও উৎপাদন হচ্ছে ৫৭২৩ হাজার টন। এসময় উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী মো. হাফিজ উদ্দিন, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নুর হোসেন, অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল-আমিন, সদস্য মাহবুবুর রহমানসহ উপজেলায় কর্মরত অন্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কাপাসিয়া (গাজীপুর) : উপজেলা মৎস্য অধিদপ্তর স্থানীয় সাংবাদিকদের  সাথে মতবিনিময় করেন উপজেলা প্রশাসন। উপজেলা সিনিয়র মৎস্য কর্মকতা মো. আসরাফুল্লা সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কাপাসিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা  এ কে এম গোলাম মোর্শেদ পাভেল, সহকারী ভূমি কমিশনার মো. নাজমুল হোসাইন, উপজেলা কৃষি কর্মকতা সুমন বসাক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাসেদুজ্জামান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মোসা. দিলারা জামান প্রমুখ। 

বাগমারা (রাজশাহী): বাগমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা মৎস্য দপ্তর এই সম্মেলন ও মতবিনিময় সভার আয়োজন করেন। উপজেলা মৎস্য কর্মকর্তা রবিউল করিমের স্বাগত বক্তব্যের মাধ্যমে উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। মতবিনিময় সভায় বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও মৎস্যচাষীর আলোচনা রাখেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, উপজেলা এলজিইডির প্রকৌশলী খলিলুর রহমান, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, বিলকালাই মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক আক্কাছ আলী প্রমুখ।  

দাকোপ (খুলনা) : উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানের সভাপতিত্বে অতিথির বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মিজানুর রহমান, উপজেলা মেরিন ও ফিশারী কর্মকতা বিপুল কুমার দাস, দাকোপ প্রেসক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, সাধারণ সম্পাদক জি এম রেজা। অন্যদের মধ্যে বক্তৃতা করেন সাংবাদিক মো. শিপন ভূঁইয়া, শচীন্দ্র নাথ মণ্ডল, আজগর হোসেন ছাব্বির, জি এম জাকির হোসেন, কুমারেশ বিশ্বাস প্রমুখ। 

কলাপাড়া (পটুয়াখালী): কলাপাড়া উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গির হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার ও জাতীয় মৎস্য সপ্তাহ বাস্তবায়ন কমিটি কলাপাড়া উপজেলা শাখার সদস্য সচিব অপু সাহা, ইউএস এইড ওয়ার্ল্ড ফিশ (ইকোফিশ-২) এর সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হুমায়ুন কবির প্রমুখ। এছাড়া কলাপাড়া প্রেস ক্লাব, রিপোর্টার্স ক্লাব ও রিপোর্টার্স ইউনিটির সভাপতি-সম্পাদকসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

নান্দাইল (ময়মনসিংহ): উপজেলা প্রশাসনের প্রশাসিনক সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। নান্দাইল উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীনের সভাপতিত্বে ও মৎস্য কর্মকর্তা মোজাম্মেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাংবাদিক এনামুল হক বাবুল, রমেশ কুমার পার্থ, শামছ-ই-তাবরীজ রায়হান, আবু হানিফ সরকার, সাইদুর রহমান, বিল্লাল হোসেন, হাবিবুর রহমান, আরএন শ্যামা প্রমুখ। মতবিনিময় সভায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ বাস্তবায়ন উপলক্ষ্যে প্রচার মাইকিং, র্যালি, সফল মৎস্য চাষিদের পুরষ্কার প্রদান, নদী ও জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মৎস্য চাষিদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ, চাষিদের মধ্যে মৎস্য খাদ্য সামগ্রী ও বৈধ জালসহ বিভিন্ন উপকরণ বিতরণের বিষয়ে বিশদ আলোচনা অনুষ্ঠিত হয়। 

বাগাতিপাড়া (নাটোর) : উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য সম্পদের সুরক্ষা ও সম্মৃদ্ধি অর্জনে গৃহীত পদক্ষেপ বিষয়ে আলোচনা করা হয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সাদ্দাম হোসেন, মৎস্য সমপ্রসারণ কর্মকর্তা আশেক এস.বি সাত্তার, অফিস সহকারী আনোয়ারুল বাসার, শেফালী খাতুন বাগাতিপাড়া স্মার্ট প্রেস ক্লাবের আব্দুল আওয়াল প্রমুখ। দপ্তর সূত্রে জানা যায়, ২৪ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত চলবে মৎস্য সপ্তাহ।

শ্রীবরদী (শেরপুর) : উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তর শ্রীবরদীর আয়োজনে মৎস্য অফিস কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে সাংবাদিক ও মৎস্য খামারিদের কাছে বিভিন্ন তথ্য তুলে ধরেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. সাইফুর রহমান। সভায় গণমাধ্যমকর্মী ও মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

চৌহালী (সিরাজগঞ্জ) : উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিকের সঞ্চালনায় মতবিনিময় সভার আয়োজন করেছে স্থানীয় মৎস্য দপ্তর। মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী শফিকুল ইসলাম শফিক তার লিখিত বক্তব্যে বলেন, চৌহালীতে মৎস্য সপ্তাহ পালনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ উপজেলায় ৯টি প্লাবন ভূমি ও ৪৬৫টি পুকুর আছে। এছাড়া ১৩টি খাল ও ৯টি বরোপিট রয়েছে। আমরা মাছ চাষে আগ্রহ সৃষ্টিতে সদা প্রস্তুত রয়েছি। এসময় প্রধান অতিথি ছিলেন, চৌহালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আ.লীগের সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেন সরকার, জেলা আ.লীগের উপদেষ্টা হযরত আলী মাস্টার প্রমুখ।

গুইমারা (খাগড়াছড়ি) : উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় গুইমারা উপজেলা মৎস্য কর্মকর্তা ও সদস্য সচিব দীপন চাকমার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, গুইমারা প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল আলম, সাধারণ সম্পাদক এম দুলাল আহাম্মদ, সহ-সভাপতি আব্দুল আলী, অর্থ সম্পাদক শাহ আলম রানা ও দপ্তর সম্পাদক আনোয়ার হোসেন প্রমুখ। সভার সভাপতি মতবিনিময়কালে সাংবাদিকদের নিকট থেকে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে কোন কোন পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে সেই বিষয়ে পরামর্শ নেন ও মৎস্য চাষিদের মধ্যে মাছ চাষে কিভাবে উদ্ভুদ্ধ করা যায় সেই বিষয়ে আলোকপাত করেন। এছাড়াও বিভিন্ন দিক নিদের্শনামূলক বক্তব্য তুলে ধরা হয়।

তালা (সাতক্ষীরা) : উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করে জাতীয় মৎস্য সপ্তাহ কর্মসূচি শুরু করেন। এরপর শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া শারমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা-১ আসনের এমপি অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রবীন্দ্রনাথ মণ্ডল। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশীদা পারভীন পাঁপড়ি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরাফাত হোসেন।
এসময় বক্তব্য রাখেন খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ওবায়দুল হক বীর মুক্তিযোদ্ধ মফিজ উদ্দিন, সাসের পরিচালক শেখ ইমান আলী প্রমুখ।

মদন (নেত্রকোণা) : উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন মদন উপজেলা নির্বাহী অফিসার শাহ আলম মিয়া। মৎস্য অফিসার কামরুল হাসানের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মদন প্রেস ক্লাব সভাপতি আল মাহবুব আলম আল আমিন, সাধারণ সম্পাদক পরিতোষ দাস, সাবেক সভাপতি জাকির হোসেন উজ্জ্বল, ইউসুফ আলী তালুকদার,সাবেক সাধারণ সম্পাদক সাকের খান, তোফাজ্জল হোসেন, ফয়েজ আহমেদ হূদয়, মোশাররফ হোসেন বাবুল, উপজেলায় কর্মরত সকল গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

বাসাইল (টাঙ্গাইল) : বাসাইল উপজেলা মৎস্য অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা মৎস্য কর্মকর্তা সৌরভ কুমার দে সপ্তাহব্যাপী কর্মসূচি তুলে ধরেন। এসময় উপস্থিত ছিলেন, বাসাইল প্রেস ক্লাবের প্রধান উপদেষ্টা ও চ্যানেল আইয়ের টাঙ্গাইল প্রতিনিধি মুসলিম উদ্দিন আহমেদ, বাসাইল প্রেস ক্লাবের সভাপতি এম শহিদুল ইসলাম, বাসাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. রুবেল মিয়াসহ উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভান্ডারিয়া (পিরোজপুর) : উপজেলা অডিটরিয়ামে মতবিনিময় সভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোজ কুমার শাহা বক্তব্য রাখেন। এ সময় গণমাধ্যম কর্মী মো. শফিকুল ইসলাম মিলন, মো. তরিকুল ইসলাম, এইচ এম জুয়েল, মো. মনির হোসেন কাজী, গাজী মজিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। 

বকশীগঞ্জ (জামালপুর) : উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে গণমাধ্যম কর্মী, মৎস্যচাষী ও খাদ্য বিক্রেতাদের সাথে নিজ কার্যালয়ে মতবিনিময় করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম রিয়েল। এসময় সিনিয়র সাংবাদিক আশরাফুল হায়দার, বকশীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শাহীন আল আমিন, সরওয়ার জামান রতন, উপজেলা প্রেস ক্লাবের সহসভাপতি রাজ্জাক মাহমুদসহ মৎস্য চাষীরা উপস্থিত ছিলেন।

তালতলী (বরগুনা) : উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে মতবিনিময় সভায় উপজেলা মেরিন ফিসারিজ অফিসার ওয়ালীউল্লাহ শুভ সভাপত্বিতে উপস্থিত ছিলেন, প্রেস ক্লাবের সভাপতি মু. মোতালিব, সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম আকাশ, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাইরাইজ মাঝি, প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক মো. জসিম উদ্দিনসহ প্রমুখ।

নেছারাবাদ (পিরোজপুর) : উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলা মৎস্য কর্মকর্তার অফিসকক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মৎস অফিসের কর্মকর্তারা, সাংবাদিক, মৎস্য চাষী ও জেলেরা অংশ নেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ওবায়দুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাব সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক হয়রত আলী হিরু, মৎস্যচাষী সুমিত মজুমদার রাজু, শাহিন খন্দকার ও উপজেলা জেলে সমিতির সভাপতি মো. মোশারফ হোসেন প্রমুখ। 

রাঙ্গাবালী (পটুয়াখালী): উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আলী আহম্মেদ, দৈনিক যুগান্তর ও ৭১ টিভির রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি মো. কামরুল হাসান, দৈনিক আমার সংবাদের রাঙ্গাবালী উপজেলা প্রতিনিধি মো. মনিরুল ইসলামসহ বিভিন্ন মিডিয়ায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় মৎসসম্পদ সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তরের গৃহীত কার্যক্রম বিষয়ে আলোচনা করা হয়।

বেলকুচি (সিরাজগঞ্জ): বেলকুচি উপজেলা মৎস্য অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা সৎস্য কর্মকর্তা শামীম রেজা, বেলকুচি প্রেস ক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলামসহ প্রেস ক্লাবে সদস্যরা ও উপজেলা মৎস্য অফিসের সকল কর্মকর্তা কর্মচারীরা প্রমুখ।

লালপুর (নাটোর) : উপজেলা মৎস্য দপ্তরে অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় মৎস্য কর্মকর্তা এস এম নাজিম উদ্দিন মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। তিনি বলেন, এ উপজেলায় বছরে মাছের চাহিদা ৫ হাজার ৮৫২ টন। উৎপাদন হয় প্রায় ৫ হাজার ১৭৫ টন। প্রতিবছর ঘাটতি থাকে ৬৭৭ টন। এই ঘাটতি মেটাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে লালপুর উপজেলার যেসব পুকুরে অন্তত বছরের ৩-৪ মাস পানি থাকে সেখানে মাছ চাষ করার জন্য চাষিদের বিশেষ তাগিদ দেন তিনি। এ সময় উপজেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। 

জলঢাকা (নীলফামারী) : জলঢাকায় মতবিনিময় করেছেন মৎস্য কর্মকর্তা (অতি.) মামুনুর রশিদ। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মানব কণ্ঠের প্রতিনিধি রাশেদুজ্জামান সুমন, আমার সংবাদের ফরহাদ ইসলাম, ভোরের কাগজের কৃষ্ণ চন্দ্র রায়, প্রতিদিনের বাংলাদেশর নাসিমুজ্জামান নাদির ও ভোরের দর্পণ প্রতিনিধি হাসানুজ্জামান সিদ্দিকীসহ ক্ষেত্র সহকারী আবু ইয়াহিয়া প্রমুখ। 

টিএইচ