রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ১০ নভেম্বর, ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১
The Daily Post

দেশের বিভিন্ন স্থানে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

‘সবার জন্য স্বাধীনতা, সমতা ও ন্যায় বিচার’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১০ ডিসেম্বর) দেশের বিভিন্ন স্থানে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

নাটোর : জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি প্রধান সড়ক অতিক্রম করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে ফিরে আসে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু নাছের ভূঞাঁ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মাছুদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মাহমুদা শারমিন নেলী, বীর মুক্তিযোদ্ধা অ্যাড. আব্দুল ওয়াহাব, শিক্ষাবিদ সুবিদ কুমার মৈত্র, নাটোর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমুখ। 

রাঙ্গামাটি : জেলা প্রশাসন ও জাতীয় মানবাধিকার কমিশনের আয়োজনে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন, রাঙ্গামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জেলা সিভিল সার্জেন নীহার নন্দী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল জাহিদুল ইসলাম, সমাজসেবক নুরুল আফসারসহ বিভিন্ন মানবাধিকার সংগঠনের নেত্রীরা। এর আগে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে রাঙ্গামাটি জেলা জজ কোর্ট প্রাঙ্গণ থেকে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

জামালপুর : আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা জেলা শাখার আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা জেলা শাখার সভাপতি মো. নুরুজ্জামান। অনুষ্ঠান পরিচালনা করেন, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় পরিচালক ও জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান পারভেজ। র্যালিটি জাহেদা সফির মহিলা কলেজ গেট থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বকুলতলা  গিয়ে শেষ হয়। আলোচনা সভায় এদেশের মানুষের অধিকার নিয়ে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয়  পরিচালক ও  সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান পারভেজ। র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মো. আসলাম আলী মুন্সী, উপদেষ্টা এ.কে.এম সাজেদুল হক, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার সহ-সভাপতি মো. শাহাদাৎ হোসেন মিলন, আসাদুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক অ্যাড. আব্দুল্লাহ আল মতি প্রমুখ।

ঝিনাইদহ : জেলা প্রশাসনের আয়োজনে জলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম, স্থানীয় সরকারের উপ-পরিচালক ইয়ারুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম রায়হান, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক অ্যাড. সালমা ইয়াছমিনসহ অন্যরা বক্তব্য রাখেন। এদিকে দিবসটি উপলক্ষে সকালে শহরের পায়রা চত্বরে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে জেলার মানবাধিকার সংগঠনগুলো। এতে ব্যানার ফেস্টুন নিয়ে মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, ওয়েলফেয়ার এফোর্টস, পদ্মা সমাজ কল্যাণ সংস্থার কর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। কর্মসূচিতে মানবাধিকার কর্মী আমিনুর রহমান টুকু, শরিফা খাতুন, হাফিজুর রহমান, সুব্রত মল্লিক, হাফিজুর রহমান, বাবলু কুন্ডুসহ অন্যরা বক্তব্য রাখেন।

মাদারীপুর: মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন ও র্যালি করে আইন সহায়ক কেন্দ্রের মাদারীপুর কমিটি। মাদারীপর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করে আসকের মাদারীপুর জেলা কমিটির সদস্যরা। মানববন্ধন শেষে একটি র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মানববন্ধন ও র্যালিতে উপস্থিত ছিলেন, আইন সহায়ক কেন্দ্রের মাদারীপুর জেলা শাখার সভাপতি মো. ফাইজুল শরিফ, সাধারণ সম্পাদক অ্যাড. মশিউর রহমান পারভেজ, মাদারীপুর প্রেস ক্লাবের সহ-সভাপতি ইয়াকুব খান শিশির, মাদারীপুর জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান হাওলাদারসহ আসকের অন্য সদস্যরা।

নোয়াখালী : নোয়াখালীতে র্যালি ও আলোচনা সভায় বিভিন্ন মানবাধিকার ও এনজিও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে  জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি শহরের মেইন সড়ক পদক্ষিণ শেষে জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানের সভাপতিত্বে তার কার্যালয়ে হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নাজিমুল হায়দারের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল, মো. মোর্তাহিন বিল্লাহ, নোয়াখালী  কলেজের সাবেক  অধ্যক্ষ কাজী রফিক উল্লাহ, নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু নাছের মন্জুসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার প্রতিনিধিরা। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাংবাদিক ইমাম উদ্দিন আজাদ, সাবেক সহ-সভাপতি বাংলাদেশ মানবাধিকার কাউন্সিল, নোয়াখালী জেলা শাখা ও সাংবাদিক মোহাম্মদ হোসাইন প্রমুখ।

সাপাহার (নওগাঁ): ডাসকো ফাউন্ডেশন ইএআরএল প্রকল্প সাপাহারের আয়োজনে উপজেলার দিঘীরহাট উচ্চ বিদ্যালয়ের সামনে হতে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে বিদ্যালয় মাঠে গোয়ালা ইউপি চেয়ারম্যান কামরুজ্জামানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ। বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য হাফিজ উদ্দীন, মিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল মান্নান, সংরক্ষিত আসনের ইউপি সদস্য হাসিনা বেগম। এসময় শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন ডাসকো প্রতিনিধি সিডি, নাসরিন আক্তার ও সাদ্দাম সরকার।

রামপাল (বাগেরহাট) : উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অ্যাড. মহিউদ্দিন শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন রামপাল থানার ওসি এস,এম আশরাফুল আলম, বিশেষ অতিথির বক্তব্য দেন নাগরিক নেতা শেখ আফজাল হোসেন, সাবেক প্রধান শিক্ষক বিষ্ণুপদ বাগচি, সংগঠনে সহ সভাপতি মো. বজলুর রহমান, শেখ শাহনেওয়াজ, সাংগঠনিক সম্পাদক এম, এ সবুর রানা, মিলন মণ্ডল, রামপাল মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ. মান্নান, প্রেস ক্লাব রামপালের সাধারণ সম্পাদক সুজন মজুমদার, কৃষ্ণা রাণী প্রমুখ। রামপাল মানবাধিকার কমিশন ও অপরাজিতা যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

লামা (বান্দরবান) : লামা পৌরসভার আলহাজ ইসমাইল স্মৃতি মিলনায়তনে জন প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, নারী নেত্রী, উন্নয়ন কর্মী, সাংবাদিক ও বিভিন্ন পেশা-শ্রেণির মানুষ অংশ নেন। র্যালি শেষে দিবসটির তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হিউম্যান এইড ইন্টারন্যাশনাল বান্দরবান জেলা সভাপতি মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. মো. রাকিব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা পৌরমেয়র জহিরুল ইসলাম, প্রধান বক্তা হিসেবে বক্তব্য বাখেন, বান্দরবান জেলা পরিষদ সদস্য ফাতেমা পারুল, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, লামা প্রেস ক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. ফরিদ উদ্দিন, লামা রিপোর্টার্স ক্লাবের সভাপতি মো. তৈয়ব আলী প্রমুখ। 

পাইকগাছা (খুলনা) : দিবসটি উপলক্ষে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন র্যালি ও আলোচনা সভার আয়োজন করে। র্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের বঙ্গবন্ধু, স্বাধীনতা ও একুশে মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের চেয়ারম্যান অ্যাড. শফিকুল ইসলাম কচির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুজ্জামান। বক্তব্য রাখেন, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, হরে কৃষ্ণ দাশ, প্রাক্তন অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির নির্বাহী পরিচালক নিজাম উদ্দীন, প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. আব্দুল আজিজ প্রমুখ।

টিএইচ