এক যোগে শনিবার (০১ জুন) সারাদেশে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—
শেরপুর : জেলা সদর হাসপাতালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যামেপইন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে উদ্বোধন করেন শেরপুর-১ আসনের এমপি ছানুয়ার হোসেন ছানু। জেলা স্বাস্থ্য বিভাগ ও শেরপুর পৌরসভায় যৌথ আয়োজনে ক্যামেপইনে জেলার ৬-১১ মাস বয়সী ২৪ হাজার ৯৯৩ শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ৯৬ হাজার ১৬২ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলসহ মোট ২ লাখ ২১ হাজার ১৫৫ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য, শেরপুর সদর ইউএনও মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া, হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোহাম্মদ জসীম উদ্দিন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
দিনাজপুর : দিনাজপুর পৌরসভার উদ্যোগে পৌরমেয়র (ভারপ্রাপ্ত) আবু তৈয়ব আলী দুলাল জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন, দিনাজপুর পৌরসভার সচিব মো. মাহবুবুর রহমান, দিনাজপুর পৌরসভার স্বাস্থ্য বিভাগের ইপিআই সুপারভাইজার মোমরেজ সুলতানাসহ অন্য স্বাস্থ্যকর্মীরা। দিনাজপুরে ২৯১৫ জন ৬-১১ মাস শিশুরদের নীল ক্যাপসুল, ১২-৫৯ মাস ১৯৫৭৬ জনের মধ্যে লাল ক্যাপসুল খাওয়ানো হবে। দিনাজপুর পৌরসভার মোট ১২টি ওয়ার্ডে ১২৮ টি কেন্দ্রে সকাল থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং রাত্রিকালীন ৮টি ওয়ার্ডের আটটি কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।
কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে ৫ লাখ ২১ হাজার ১০ জন শিশুকে খাওয়ানো হচ্ছে ভিটামিন-এ ক্যাপসুল। কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ। এসব শিশুর মধ্যে ৬ মাস থেকে এক বছরের ৫৯ হাজার ৮৭৫ জন শিশুকে দেয়া হচ্ছে একটি করে নীল রঙের ক্যাপসুল। আর এক বছর থেকে ৫ বছরের ৪ লাখ ৬১ হাজার ৫০০ জন শিশুকে দেয়া হচ্ছে একটি করে লাল রঙের ক্যাপসুল। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. একরাম উল্লাহসহ অন্য চিকিৎসকরা। প্রধান অতিথি একটি শিশুকে ভিটামিন-এ ক্যাপসুল খাইয়ে কার্যক্রমের উদ্বোধন করেন। দুর্গম এলাকার বাদ পড়া শিশুদের ২ থেকে ৫ জুন পর্যন্ত খুঁজে খুঁজে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে বলে সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম জানিয়েছেন।
নকলা (শেরপুর) : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ইউএনও সাদিয়া উম্মুল বানিন এবং মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সভাপতি আম্বিয়া খাতুন। এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহমুদুল হাসান, মেডিকেল অফিসার এন্ড ডিজিস কন্ট্রোল (এমওডিসি) ডা. ওলি উল্লাহ, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) আবু কাওসার বিদ্যুৎ, নকলা প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক নূর হোসেনসহ স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও রাবেয়া আক্তার। এসময় প্রাক্তন বিভাগীয় পরিচালক ডাক্তার মো. শাহ আলম, উপজেলা স্থাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. লুৎফুর রহমান, ডা. ফারহানা নূর স্বর্ণাসহ অন্যরা উপস্থিত ছিলেন। হাসপাতাল সূত্রে জানাজায়, পৌর শহরসহ উপজেলায় ২৭ হাজার ৪৬৩জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। এরমধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশু ২ হাজার ৫৬৭ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশু ২৪ হাজার ৮৯৬ জন রয়েছে। উপজেলার ৫টি ইউনিয়নে অস্থায়ী ও স্থায়ী কেন্দ্রের মাধ্যমে শিশুদেরকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
ডোমার (নীলফামারী) : নীলফামারীর ডোমারে ৬ থেকে ৫৯ মাস বয়সী মোট ৪৮ হাজার শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন ডোমার উপজেলা পরিষদের চেয়ারম্যান ফার্মাসিস্ট সরকার ফারহানা আখতার সুমি। ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারীর সভাপতিত্বে এসময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল ফেরদৌস হ্যাপি, ডোমার উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান দিলীপ কুমার মুখোপাধ্যায় প্রমুখসহ স্বাস্থ্য সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। উদ্বোধনী আলোচনা সভা শেষে মূল ইপিআই কেন্দ্রের আওতায় বয়সভেদে শিশুদের ভিটামিন-এ লাল ও নীল ক্যাপসুল খাওয়ান অতিথিরা। ক্যাম্পেইনের ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী জানান, এবার ৬-১২ মাস বয়সী ৫ হাজার ২০০ জন শিশুদের ভিটামিন ‘এ’ নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ৪২ হাজার ৮০০ জন শিশুকে ভিটামিন-‘এ’ লাল ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। ক্যাম্পেইন পরিচালনায় একটি স্থায়ী এবং ২৪০টি সাব-ব্লকে ৪৮২ জন কর্মী, ৯০ জন প্রথম সারির সুপারভাইজার এবং ৬ জন দ্বিতীয় সারির সুপারভাইজার নিয়োজিত দায়িত্ব পালন করছেন। পরে, স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে ডোমার উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ফার্মাসিস্ট সরকার ফারহানা আখতার সুমির সঙ্গে স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ফুলবাড়ী (দিনাজপুর) : ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জেন ডা. সাজেদুর ইসলাম, সি.এইচ.সিপি ও পরিসংখ্যানবিদ সঞ্জয় কুমার রায়, উপজেলা মেডিকেল টেকনোলজিস্ট মো. সাইফুল ইসলাম, উপজেলা সেনেটারি ইন্সেপেক্টর জগদীশ চন্দ্র মহন্তসহ স্বাস্থ্য কমপ্লেক্স সকল ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারীরা এবং সিনিয়র সকল সেবিকারা ও প্রিন্টমিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এবারের লোকমাত্রা ফুলবাড়ী জেলার ৭টি ইউনিয়নে ১-৫ বছর ১২ হাজার ৯৬ জন শিশু, ০৬-১১ মাস ১ হাজার ৫১২ জন ও ফুলবাড়ী পৌরসভায় ১-৫ বছর ৪ হাজার ২৮০ জন শিশু, ০৬-১১ মাস ৪৯২ জন শিশুকে একটি নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল ও লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খায়ানোর মধ্যদিয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। আয়োজনে ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফুলবাড়ী দিনাজপুর। বাস্তবায়নে ছিলেন, জাতীয় পুষ্টিসেবা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
টিএইচ