শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ০৮ নভেম্বর, ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১
The Daily Post

দেশের বিভিন্ন স্থানে শহীদ শেখ রাসেলের জন্মদিন উদযাপিত

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে শহীদ শেখ রাসেলের জন্মদিন উদযাপিত

বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে  পুষ্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণের মধ্যদিয়ে বুধবার (১৮ অক্টোবর) সারা দেশে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

কুমিল্লা : কুমিল্লায় বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমিতে বঙ্গবন্ধুর সর্বকনিষ্ঠ পুত্র শহিদ শেখ রাসেলের জন্মবার্ষিকী উদ্যাপিত হয়েছে। বার্ড মডেল স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখার ক্যাম্পাসে পৃথক পৃথক ভাবে একই কর্মসূচির আয়োজন করা হয়। বার্ড মডেল স্কুল প্রাঙ্গণে শহিদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাতের মধ্যদিয়ে জন্মবার্ষিকী উদ্যাপন শুরু হয়। 

এরপর জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে শহিদ শেখ রাসেলের জীবনের উপর এক প্রাণবন্ত আলোচনা সভা এবং কোমলমতি শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এছাড়াও শহিদ শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বার্ড মডেল স্কুলের প্রাথমিক ও মাধ্যমিক শাখার ক্যাম্পাসে পৃথকভাবে কেক কাটা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি বার্ডের সম্মানিত অনুষদবর্গ এবং বার্ডের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

খুলনা : দিবসটি উপলক্ষ্যে সার্কিট হাউজ মাঠে স্থাপিত শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা কমান্ড, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ, কেএমপির পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হক, ভারপ্রাপ্ত রেঞ্জ ডিআইজি মো. নিজামুল হক মোল্যা, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, জেলা পরিষদ, সরকারি-বেসরকারি দপ্তর, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর আগে মেয়রের নেতৃত্বে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে সার্কিট হাউজ ময়দান পর্যন্ত বর্ণাঢ্য র্যালি বের করা হয়।

জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, কেক কাটা, শিশুদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র। খুলনার বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. সাজিদ হোসেন, ভারপ্রাপ্ত রেঞ্জ ডিআইজি মো. নিজামুল হক মোল্যা, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার, প্রেসক্লাবের সভাপতি এসএম নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. আলমগীর কবির ও  সরদার মাহাবুবার রহমান। খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন অনুষ্ঠানে স্বাগত জানান। 

চুয়াডাঙ্গা : জেলার অফিস সাহিত্য মঞ্চে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের পক্ষ থেকে চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে চুয়াডাঙ্গার জেলা প্রশাসক ড. কিসিঞ্জার চাকমা  পুষ্পস্তবক অর্পণ করেন। জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ড. কিসিঞ্জার চাকমা, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চুয়াডাঙ্গার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার আব্দুল্লাহ্ আল-মামুন, মাহফুজুর রহমান মনজু, চেয়ারম্যান, জেলা পরিষদ, জাহাঙ্গীর আলম মালিক খোকন, মেয়র চুয়াডাঙ্গা পৌরসভা, প্রফেসর সিদ্দিকুর রহমান, অধ্যক্ষ (সাবেক), চুয়াডাঙ্গা সরকারি কলেজ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারিরা, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরাসহ রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারা।

সাতক্ষীরা : সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে কালেক্টরেট পার্কে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের পরিচালক মাসরুবা ফেরদৌস, অতি. পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সজিব খান, অতি. পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আমিনুর রহমান, অতি. পুলিশ সুপার ডিএসবি মো. আতিকুল ইসলাম, অতি. জেলা প্রশাসক সার্বিক শেখ মইনুল ইসলাম মইন, অতি. জেলা প্রশাসক রাজস্ব কাজী আরিফুর রহমান, অতি. জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণুপদ পাল, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী একেএম শফিকুজ্জামান, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হায়াত মোহাম্মদ সাফিউল আজম, জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ডিডি মো. বশির আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হোসনে ইয়াসমিন কারিমী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. রিয়াজুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের ডিডি একেএম শফিউল আজম, বিআরটিএ সহকারী পরিচালক প্রকৌশলী মো. মাহবুবুর রহমানসহ জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় কেক কাটাসহ চিত্রাঙ্কন প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 

ঝিনাইদহ : পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। সেখানে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস. এম. রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রথিন্দ্রনাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আরিফুল ইসলাস, জেলা পরিষদ নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া জেরিন, ঝিনাইদহ পৌরমেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি শারমিন আক্তার সুমি, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম. রায়হান প্রমুখ।

গাজীপুর : ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে শেখ রাসেল অস্থায়ী স্মৃতিস্তম্ভে, পুস্প অর্পণ আলোচনা সভা, দোয়া, র্যালি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। র্যালিটি কলেজ ক্যাম্পাস থেকে শুরু করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পদক্ষিণ করে পুনরায় কলেজ ক্যাস্পাসে এসে শেষ হয়। কলেজ সহকারী অধ্যাপক মো. জাকির হোসেনের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মাসুদা শিকদার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর মাহফুজা খাতুন, প্রফেসর মহিবুল হাসান, সহকারী অধ্যাপক ড. আখতারুজামান, সহকারী অধ্যাপক মো. আবুল কাশেম, প্রভাষক, হাবিবুর রহমান প্রমুখ।

কুড়িগ্রাম : জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা পরিষদ ও জেলা আ.লীগসহ বিভিন্ন সংগঠন কর্মসূচির আয়োজন করেছে। জেলা প্রশাসন চত্বরে উদগীরণ প্রাঙ্গণে শেখ রাসেলর প্রতিকৃতিতে জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, জেলা আ.লীগ, কুড়িগ্রাম সরকারি কলেজ, জেলা ক্রীড়া সংস্থা, কুড়িগ্রাম প্রেস ক্লাবসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান থেকে পুষ্পমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর জেলা প্রশাসকের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, জেলা আ.লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রুহুল আমীন, জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, কুড়িগ্রাম পৌরমেয়র কাজিউল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খন্দকার মুদাচ্ছির বিন আলীসহ জেলার সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা। র্যালি শেষে জেলা প্রশাসকের সভাপতিত্বে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সুনামগঞ্জ : বঙ্গবন্ধুরর কনিষ্ট পুত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী উপলক্ষ্যে জামালগঞ্জে শান্তি মিছিল ও বিশাল নারী সমাবেশ ও দোয়া মাহফিল ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। এ সময় সুনামগঞ্জ ও সিলেট সংরক্ষিত আসনের মহিলা এমপি অ্যাড. শামীমা আক্তার খানম উপস্থিত ছিলেন। স্থানীয় বেহেলী ইউপি সদস্যা হাফছা আক্তারের সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান তারেকের সঞ্চালনায় নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহিলা এমপি অ্যাড. শামীমা আক্তার খানম।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জামালগঞ্জ উপজেলা আ.লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও জামালগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম জিলানী আফিন্দী, জামালগঞ্জ উপজেলা উত্তর কৃষকলীগের সভাপতি  জালাল মিয়া, ফেনারবাক ইউপি আ.লীগের সভাপতি নুরুল হুদা চৌধুরী, নারীনেত্রী কলি আক্তার, ইউপি সদস্য রুমা আক্তার, ফেনারবাক ইউপি সদস্য কনিকা রানী তালুকদার, নার্গিস সুলতানা, ঝর্না বেগম প্রমুখ।

বরিশাল : জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলীর নেতৃত্বে মডেল স্কুল এন্ড কলেজ থেকে শোভাযাত্রা বের হয়ে শিল্পকলা একাডেমির সামনে শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পরে মিলনায়তনে আলোচনা সভা এবং প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও আলোচনা সভা ও দোয়া মোনাজাত আয়োজন করেছেন বরিশাল সিটি কলেজে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথের সভাপতিত্বে স্কাইপে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন প্রতিষ্ঠানটির সভাপতি মো. মশিউর রহমান খান। 

ঝালকাঠি : জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করেন আ.লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ১৪দলের মুখপাত্র ও সমন্বয়ক,  এমপি আমির হোসেন আমু। এরপর পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের নেতৃত্বে জেলা প্রশাসনের অন্য কর্মকর্তারা, অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদের নেতৃত্বে জেলা পুলিশ, জেলা আ.লীগের সভাপতি সরদার শাহ আলমের নেতৃত্বে সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. খান সাইফুল্লাহ পনিরসহ জেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতারা, জেলা প্রশাসক ও মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার (পদাধিকারবলে ভারপ্রাপ্ত দায়িত্বে) ফারাহ্ গুল নিঝুমের নেতৃত্বে জেলা মুক্তিযোদ্ধা সংসদের বীর মুক্তিযোদ্ধারা, পৌরমেয়র ও পৌর আ.লীগের সভাপতি লিয়াকত আলী তালুকদারের নেতৃত্বে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারা ও আ.লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সর্বস্তরের মানুষ।

পুষ্পস্তবক অর্পণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভার পর সেখানে শিশু কিশোরদের হাতে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার তুলে দেয়া হয়। জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আ.লীগ উপদেষ্টা মণ্ডলীর সদস্য এমপি আমির হোসেন আমু। অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার সাইদ, জেলা আ.লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা চেয়ারম্যান খান আরিফুর রহমান, পৌরমেয়র লিয়াকত আলী তালুকদার উপস্থিত ছিলেন।

দিনাজপুর : জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে কেন্দ্রীয়ভাবে আয়োজিত উদ্বোধনী ও প্রধানমন্ত্রী কর্তৃক শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠান এবং শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল দুর্জয়’ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি উপস্থিত ছিলেন। দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপ-সচিব মোরারজি দেশাই বর্মন, দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার মমিনুল করিম, দিনাজপুর সিভিল সার্জন বোরহান উল ইসলাম সিদ্দিকী, দিনাজপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইমদাদ সরকার, সদর উজেলা নির্বাহী অফিসার মো. রমিজ আলম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সৈয়দ মোকাদ্দেস হোসেন বাবলু, পৌর আ.লীগের সভাপতি অ্যাড. শামীম আলম সরকার বাবু, সাধারণ সম্পাদক এনাম উল্ল্যাহ জ্যামী প্রমুখ। 

জেলা প্রশাসন কার্যালয় চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।  এ ছাড়া শ্রদ্ধা জানান জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা প্রশাসন, জেলা আ.লীগ, পৌর ও সদর উপজেলা আ.লীগসহ অঙ্গসহযোগি সংগঠনের নেতারা এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা। একই দিন দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে মহিলা বিষয়ক অধিদপ্তর দিনাজপুর কর্তৃক নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবকলী সমিতিসমূহের অনুকূলে ২০২২-২০২৩ অর্থবছরের অনুদানের চেক বিতরণ করেন প্রধান অতিথি।

নীলফামারী : সরকারি শিশু পরিবার (বালক) নীলফামারীতে দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়। এ সময় শিশু পরিবার নিবাসীদের শিশুদের মাঝে উন্নতমানের খাবার দেয়া হয়। নীলফামারী শিশু পরিবারে উপতত্ত্বাবধায়ক হূদয় হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নীলফামারী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন নীলফামারী জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক নুসরাত ফাতেমা, প্রবেশন অফিসার মো. ফরহাদ হোসেন, দ্বীপ্তমান মানব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মোমিন প্রমুখ। মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতে শেখ রাসেল এবং বঙ্গবন্ধু ও ১৫ আগস্টে অন্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

মৌলভীবাজার : মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজনে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালি শেষে জেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময়, মৌলভীবাজার-৩ আসনের এমপি ও জেলা আ.লীগের সভাপতি নেছার আহমদ, মহিলা এমপি সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রভাংশু সোম মোহান, অতিরিক্ত পুলিশ সুপার, মো. আজমল হোসেন, পৌরমেয়র  মো. ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, সিভিল সার্জন জালাল উদ্দিন মোরশেদ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন চৌধুরী, জেলা আ.লীগের যুগ্ম সম্পাদক সৈয়দ নওসের আলী খোকন, সদর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান, এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন, সদর উপজেলা নিবার্হী প্রকৌশলী আলমগীর হোসেন, জেলা শিশু বিষায়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

বাগাতিপাড়া (নাটোর): উপজেলা প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে মালঞ্চি বাজার হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় মসজিদের কাছে এসে শেষ হয়। পরে এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নাটোর-১ আসনের এমপি শহিদুল ইসলাম বকুল। উপজেলা প্রশাসনের আয়াজনে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি সুরাইয়া মমতাজ, জেলা আ.লীগের সহ-সভাপতি অধ্যাপক ইউনুস আলী, উপজেলা আ.লীগের সভাপতি নূরুল ইসলাম ঠান্ডু, সহ-সভাপতি আব্দুল ওয়াহাব প্রমুখ। আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সনদ তুলে দেন প্রধান অতিথি। এর আগে উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও বিশেষ দোয়া করা হয়।

ঘাটাইল (টাঙ্গাইল): উপজেলা পরিষদ চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। পরে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, স্থানীয় এমপি আতাউর রহমান খান। উপজেলা নির্বাহী অফিসার মুনিয়া চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভার বক্তব্য রাখেন, ঘাটাইল উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম লেবু, সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস, ওসি মোহাম্মদ লোকমান হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবুল খায়ের আনিসুর রহমানসহ সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা, আ.লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বেরোবি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ভবনের সামনে থেকে শোভাযাত্রার মাধ্যমে দিবসটির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা, ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ, রেজিষ্ট্রার প্রকৌশলী মোহাম্মদ আলমগীর চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। শোভাযাত্রাটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেখ রাসেল মিডিয়া চত্বরে এসে শেষ হয়।

এরপর শেখ রাসেল চত্বরে স্থাপিত শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. হাসিবুর রশীদ, উপ-উপাচার্য প্রফেসর ড. সরিফা সালোয়া ডিনা ও ট্রেজারার প্রফেসর ড. মজিব উদ্দিন আহমদ। শ্রদ্ধা নিবেদন শেষে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে কেক কাটেন উপাচার্য। পরে শেখ রাসেলের স্মৃতিকে স্মরণীয় করে রাখতে ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ করেন উপাচার্য।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক (চলতি দায়িত্ব) সৈয়দ আনোয়ারুল আজিম। আলোচনা শেষে দিবসটি উপলক্ষে শিশুদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপাচার্য।

মদন (নেত্রকোণা) : উপজেলা পরিষদ মুক্তমঞ্চে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, রাজনৈতিক দল ও মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ, জাহাঙ্গীরপুর সরকারি টি আমীন পাইলট উচ্চ বিদ্যালয়, শহীদ স্মরণিকা বালিকা উচ্চ বিদ্যালয়সহ উপজেলা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। পরে উপজেলা পাবলিক হলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ইউএনও মো. শাহ আলম মিয়ার সভাপতিত্বে দিবসটি উদযাপন উপলক্ষে বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান মাস্টার, উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল কদ্দুছ, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, পৌরমেয়র সাইফুল ইসলাম সাইফ, সহকারি কমিশনার (ভূমি) মো. শাহানুর রহমান, খালিয়াজুরি সার্কেল রবিউল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাক্তার নুরুল হুদা খান, মদন থানা ওসি তাওহীদুর রহমান, সাবেক কমান্ডার হেলাল উদ্দিন তালুকদারসহ  ইউপি চেয়ারম্যানরা।

মোল্লাহাট (বাগেরহাট) : উপজেলা প্রশাসনের আয়োজনে কর্মসূচি ছিল শেখ রাসেলের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ, শিশু কিশোর সমাবেশ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, শিশুদের বিভিন্ন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও মাল্টিমিডিয়ার মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠান সম্প্রচার। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা ও রুবিয়া বেগম। অন্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুস সালাম, প্রাণি সম্পদ কর্মকর্তা (ভা. প্রা.) ডা. মো. আশাদুজ্জামান শুভ, ওসি তদন্ত আশ্রাব আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মফিজুর রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমান জুয়েল, সমাজসেবা  কর্মকর্তা ওসমান হামিদ, পিআইও মো. মফিজুর রহমানসহ বিভিন্ন দাপ্তরিক কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, শিক্ষক/শিক্ষার্থী ও সাংবাদিকরা। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী মোহন।

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : উপজেলা পরিষদ মিলনায়তনে র্যালি, আলোচনা সভা ও অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা পক্ষে উপজেলা প্রশাসন প্রথমে পুষ্পস্তবক অর্পণ শেষে পর্যায়ক্রমে বিভিন্ন সরকারি দপ্তর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে সেখান থেকে একটি র্যালি উপজেলা চত্বরে শেষে গিয়ে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, পাকুন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার, পাকুন্দিয়া থানার ওসি নাহিদ হাসান সুমন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মেসবাহউদ্দিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রওশন করিম, উপজেলা মৎস্য কর্মকর্তা লিসমা হাসান প্রমুখ। 

আটঘরিয়া (পাবনা) : উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাহারুল ইসলাম, থানার ওসি মো. আনোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য প্রশাসক ডা. আব্দুল্লাহ আল আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা সজিব আল মারুফ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জহুরুল হক প্রমুখ। এ সময় বিভিন্ন প্রতিয়োগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। এছাড়াও দিনের অন্য কর্মসূচির মধ্যে ছিল বক্তব্য, চিত্রাংকন প্রতিযোগীতা, শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য  র্যালি ও উপজেলা মডেল মসজিদে বিশেষ মোনাজাত।

চারঘাট (রাজশাহী) : উপজেলা পরিষদ চত্তরে শেখ রাসেলের প্রতিকৃিতিতে পুস্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি উপজেলা চত্তর থেকে বের হয়ে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহরাব হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পৌরমেয়র একরামুল হক, উপজেলা আ.লীগের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাজমিরা খাতুন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধ কমান্ডার মিজানুর রহমান আলমাস, উপজেলা সহকারী কমিশনার মানজুরা মুশাররফ, কৃষিবিদ লুৎফুন নাহার, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা আশিকুর রহমান, উপজেলা সহকারী মাধ্যমিক কর্মকর্তা শফিউল ইসলাম, চারঘাট মডেল থানার ওসি এ এস এম সিদ্দিকুর রহমান প্রমুখ। 

সালথা (ফরিদপুর): উপজেলা প্রশাসনের আয়োজনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বরে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। পুষ্পস্তবক শেষে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র্যালি বের হয়ে সালথা সদর বাজারসহ প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সূচনা স্থানে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) শাহাদাৎ হোসেন। 

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজলা আ.লীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, যুগ্ম সম্পাদক শহিদুল হাসান খান সোহাগ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোস্তফা আহসান কামাল, সহকারী প্রোগ্রামার (আইসিটি) মো. টিপু সুলতান, সালথা থানার এসআই ফরহাদ হোসেন, যদুনন্দী ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে শেখ রাসেল দিবসের কুইজ, চিত্রাঙ্কন, প্রেজেন্টেশন প্রস্তত ও শ্রেষ্ঠ ল্যাব বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।

গুইমারা (খাগড়াছড়ি) : গুইমারা উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় প্রাঙ্গণে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, গুইমারা থানা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ শেষে গুইমারা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের সামনে থেকে বিশাল এক র্যালি বের হয়। র্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী, মুক্তযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণির মানুষ অংশ নেয়।

পরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কংজরী মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ত্রিপুরা, গুইমারা থানার ওসি রাজীব চন্দ্র কর, উপজেলা কৃষি অফিসার ওঙ্কার বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) : কুলিয়ারচর উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুলিয়ারচর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম লুনার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলিয়ারচর থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, পৌরমেয়র হাসান সারওয়ার মহসিন, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন উপজেলার প্রাথমিক-মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও গণমাধ্যম কর্মীরা।

নিয়ামতপুর (নওগাঁ) : উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের নব নির্মিত কমপ্লেক্স ভবনের অস্থায়ী মঞ্চে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা করা হয়। প্রতিকৃতিতে পুস্পস্তাবক অর্পণ শেষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের মেইন গেট থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ অডিটোরিয়ামে এসে শেষ হয়। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসার ইমতিয়াজ মোরশেদের সভাপতিত্বে  আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফরিদ আহমেদ। উপজেলা আইসিটি অফিসার রাসেল রানার সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. নাদিরা বেগম, সহকারী কমিশনার (ভূমি) রূপম সাহা, ওসি মাইদুল ইসলাম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস সালাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, বরেন্দ্র আলিম মাদ্রাসার অধ্যক্ষ ও উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা আতিকুল ইসলাম প্রমুখ।

রাজস্থলী (রাঙামাটি) : উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা খাদ্য বিভাগের ওসি এল এসডি আশিষ ভৌমিকের  সঞ্চালনায় এবং সহকারী কমিশনার জেলা প্রশাসক কার্যলয় শামীম হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাজস্থলী উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা।

এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলা অং মারমা, কৃষি অফিসার মাহবুব এলাহী, রাজস্থলী থানার ওসি জাকির হোসেন, প্রাথমিক শিক্ষা অফিসার তাজুরুল ইসলাম,  উপজেলা প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান প্রমুখ। পরে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। 

নলছিটি (ঝালকাঠি) : উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান। নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে পৌরমেয়র আব্দুল ওয়াহেদ কবির খান, নলছিটি থানার ওসি মুহাম্মদ আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শিউলি পারভীন, কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন প্রমুখ উপস্থিত ছিলেন। 

বারহাট্টা (নেত্রকোনা) : বারহাট্টা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে ছিল শহিদ শেখ রাসেলের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, র্যালি ও আলোচনা সভা।

শ্রদ্বাঞ্জলী ও র্যালির পর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাইনুল হক কাশেম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ফয়জুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর আহমেদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শিহাব উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার শায়েলা, বারহাট্টা থানার ওসি খোকন কুমার সাহা ও বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুলসহ প্রমুখ।

সাপাহার (নওগাঁ): উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। পরে  র্যালি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হলরুমে মিলিত হয়ে আলোচনা সভা ও শেখ রাসেলসহ বঙ্গবন্ধু পরিবারের শহীদদের মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথী ছিলেন খাদ্যমন্ত্রী  বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি।
 
এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন সহকারী কমিশনার ভূমি সারমিন জাহান লুনা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, ও নার্গিস সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহা, রুহুল আমিন, ওসি হুমায়ুন কবিরসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তারা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। আলোচনা শেষে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্গন প্রতিযোগিতা, প্রেজেন্টেশন প্রস্তুত, শ্রেষ্ঠ ল্যাব নির্বাচন ও প্রোগ্রামিং সাহেব কুইজ প্রতিযোগী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পলাশবাড়ী (গাইবান্ধা) : উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ গোলচত্বরে শেখ রাসেলের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানিয়ে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা ও আ.লীগের পক্ষে তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ টাউন হলরুমে এক আলোচনা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, পৌরমেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা আ.লীগ সাবেক সভাপতি আবু বক্কর প্রধান, উপজেলা আ.লীগ সভাপতি উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনসহ অন্যরা। এসময় উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তারা, আ.লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহের নেতারা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 

টিএইচ