শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
ঢাকা শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা, প্রধানমন্ত্রী ও আ.লীগের সভাপতি শেখ হাসিনার ৪৩তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস দেশের বিভিন্ন স্থানে পালিত হয়েছে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যার পর দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে ১৯৮১ সালের ১৭মে তিনি দেশে ফিরে এসেছিলেন। প্রতিনিধিদের পাঠানো খবর—

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যদিয়ে দিবসটি  উদযাপন করা হয়েছে। বুধবার (১৭ মে) জেলা আ.লীগ ও সকল সহযোগী সংগঠনের আয়োজনে খাগড়াছড়ি জেলা আ.লীগের কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি খাগড়াছড়ি শহরের  প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  খাগড়াছড়ি পৌর টাউন হলে মুক্তিযুদ্ধ চেতনা মঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। এসময় উপস্থিত ছিলেন ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান (প্রতিমন্ত্রী পদমর্যাদা) কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা আ.লীগের সাধারণ সম্পাদক  পৌরমেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা আ.লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাড. আশুতোষ চাকমা, জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম দিদার, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য নিলোৎপল খীসা, জেলা পরিষদের সদস্য খোকনেশ্বর ত্রিপুরা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জুয়েল চাকমাসহ সকল সহযোগী সংগঠনের নেতরা।

ময়মনসিংহ: দিবসটি উপলক্ষে টাউন হল ময়দানে ময়মনসিংহ জেলা আ.লীগের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় সভাপতিত্ব করেন জেলা আ.লীগের সভাপতি এহতেশামুল আলম। প্রধান অতিথি ছিলেন আ.লীগের সাংগঠনিক সম্পাদক, শফিউল আলম চৌধুরী নাদেল। 

বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আ.লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, বাংলাদেশ আ.লীগের সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন আহমেদ এমপি, হাফেজ রুহুল আমিন মাদানী এমপি  ফাহমি গোলন্দাজ বাবেল এমপি  আনোয়ারুল আবেদিন খান তুহিন এমপি প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জেলা আ.লীগের সাধারণ সম্পাদক, মোয়াজ্জেম হোসেন বাবুল।

কুড়িগ্রাম: স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আ.লীগ কুড়িগ্রাম জেলা শাখা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করেছে। সকালে শাপলা চত্বরস্থ জেলা আ.লীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আ.লীগের সভাপতি (সাবেক এমপি) মো. জাফর আলী। 

এসময উপস্থিত ছিলেন,সহসভাপতি সাঈদ হাসান লোবান, ছানালাল বকসী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু,যুগ্ন সম্পাদক আ ন ম ওবায়দুর রহামান,সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু,আবুল কালাম আজাদ,আ.লীগ নেতা আতাউর রহামন বিপ্লব,জেলা আ.যুবলীগের আহ্বায়ক অ্যাডভোকেট আলহাজ্ব রুহুল আমিন দুলাল প্রমুখ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বরগুনা : বুধবার (১৭ মে) বরগুনার আমতলী উপজেলা আ.লীগের আয়োজনে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা,  দোয়া মাহফিলের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে। 

এসব কর্মসূচিতে উপজেলা আ.লীগের সভাপতি ও আমতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সরোয়ার ফোরকান উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিএম ওসমানী হাসান, উপজেলা আ.লীগ নেতা অ্যাড. বাহাদুর শাহ, মোয়াজ্জেম হোসেন খান, আমতলী উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া আফরোজ মনি প্রমুখ। এসময় দলীয় নেতাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

গাইবান্ধা: দিবসটি উপলক্ষে গতবাল বুধবার গাইবান্ধা জেলা আ.লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি। 

জেলা আ.লীগের সভাপতি আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মণ্ডলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আ.লীগের সহ-সভাপতি ফরহাদ আব্দুল্যাহ হারুন বাবলু, সিদ্দিকুল ইসলাম রিপু, যুগ্ম সম্পাদক মাহবুব আলম কোর্ট, পিয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান রিংকু প্রমুখ। দোয়া পরিচালনা করেন কাজী শামসুল আলম। পরে দোয়া মাহফিলে বঙ্গবন্ধু, বঙ্গমাতা বেগম ফজিলাতুনন্নেছাসহ ১৫ আগস্টে শাহাদৎ বরণকারী সকল শহীদ এবং দেশের সুখ সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। 

পাবনা: স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে অসহায় দুঃস্থদের মধ্যে খাদ্য বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ মে) আমরা ক’জন মুজিব সেনা পাবনা জেলা আহ্বায়ক কমিটির উদ্যোগে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ খাদ্য বিতরণ করা হয়। 

আমরা ক’জন মুজিব সেনা পাবনা জেলা কমিটির আহ্বায়ক মো. সফিকুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে খাদ্য বিতরণ করেন রাষ্ট্রপতির পুত্র আশরাদ আদনান রনি। 

এ সময় বিশেষ অতিথি ছিলেন আমরা ক’জন মুজিব সেনা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আবু তোহা, সাংগঠনিক সম্পাদক গাফফারী রাসেল, উপ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইমতিয়াজ মামুন ও সদস্য বিপ্লব। 

সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ীতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বুধবার (১৭ মে) বীর মুক্তিযোদ্ধা অ্যাড. মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন পুরাতন দলীয় কার্যালয়ে অ্যাড. মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সভাপতি আজমত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-সাবেক তথ্য ও সমপ্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাড. মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আব্দুর রহিম। 

ত্রিশাল (ময়মনসিংহ): দিবসটি উপলক্ষে ময়মনসিংহের ত্রিশাল  উপজেলা আ.লীগের উদ্যোগে বুধবার (১৭ মে) উপজেলা আ.লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দোয়া মাহফিলে উপজেলা আ.লীগ ও বিভিন্ন ইউনিয়নের  নেতাকর্মী উপস্থিত ছিলেন। 

এ সময় বক্তব্য রাখেন উপজেলা আ.লীগ নেতা আবুল কালাম মো. শামছুদ্দিন, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, কাউন্সিলর মানিক সাইফুল, উপজেলা আ.লীগ নেতা আব্দুল্লাহ আল মামুন বাবুসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা এসময় উপস্থিত ছিলেন।

টিএইচ