শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যু

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কক্সবাজারের চকরিয়ায় দুই মোটরসাইকেল আরোহী, পঞ্চগড়ের তেঁতুলিয়ায় স্কুলছাত্রী, ভোলার  তজুমদ্দিনে এক সাংবাদিক নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরে-

চকরিয়া (কক্সবাজার) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী আমতলা এলাকায় বুধবার (১৫ মার্চ) সকাল সাড়ে আটটায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

নিহতরা হলেন লামা উপজেলার ফাইতং ইউপির ৩নং ওয়ার্ড আমতলী পাড়া এলাকার মো. বশির আলমের পুত্র মোটরসাইকেল চালক মো. আরমান শাকিল(২৪) ও একই ওয়ার্ডের খুরপাইন ঝিরি এলাকার মো. আবু মুছার পুত্র মাওলানা মো. ইসমাইল ছিদ্দিকী (৩৫)। চিরিংগা হাইওয়ে থানার ওসি ইমন চৌধুরী বলেন, দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি থানা হেফাজতে আছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

তেঁতুলিয়া (পঞ্চগড়): চাচার সাথে স্কুল থেকে মোটরসাইকেল করে বাড়ি ফিরছিল মিম (১২) ও তার ছোট ভাই মুক্তাকিন (৬)। এসময় সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই মারা যায় মিম আহত হয় ছোট ভাই মুস্তাকিমসহ চাচা ফজলুল হক। দুর্ঘটনাটি বুধবার (১৫ মার্চ) সকালে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের মান্দুলপাড়া তেঁতুলিয়া-পঞ্চগড় মহাসড়কে ঘটেছে। নিহত মীম ওই এলাকার মুনসুর আলীর মেয়ে ও বুড়াবুড়ি আদর্শ কিন্ডারগার্টেনের চতুর্থ শ্রেণির ছাত্রী। 

এ ঘটনায় স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে যানচলাচল বন্ধ করে দেয়। পরে, উপজেলা প্রশাসন, তেঁতুলিয়া মডেল থানা পুলিশ, হাইওয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। এ বিষয়ে হাইওয়ে পুলিশের এসআই শাহীন জানান, কাভার্ডভ্যানের ধাক্কায় মীম নামের এক স্কুলছাত্রী মারা গেছে। এছাড়া দুইজন আহত হয়েছেন। গাড়িটি আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। 

তজুমদ্দিন (ভোলা) : ভোলায় নবজাতক সন্তান ও স্ত্রীকে হাসপাতালে রেখে রক্তদাতাকে বাড়িতে পৌঁছিয়ে দিয়ে পুনরায় হাসপাতালে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় শামসুর রহমান শুভ নামে এক সাংবাদিক নিহত হয়েছে। সে দৈনিক মাতৃজগত পত্রিকার তজুমদ্দিন প্রতিনিধি ও তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সদস্য। 

বুধবার (১৫ মার্চ) ভোলা চরফ্যাশন সড়কের বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনার ঘটে। ভোলা সদর হাসপাতাল দায়িত্বরত পুলিশ কর্মকর্তা (নায়েক) মো. মামুন এ ঘটনার বিষয়টি জানিয়েছেন। নিহত শামসুর রহমান শুভ তজুমদ্দিন উপজেলা সোনাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের  দক্ষিণ চাপড়ী গ্রামের বাসিন্দা। ভোলা সদর মডেল থানার ওসি মো. শাহিন ফকির জানান, বাসস্ট্যান্ড এলাকায়ে একটি সড়ক দুর্ঘটনায় সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।

টিএইচ