রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পৃথক ঘটনায় সড়কে ঝরল পাঁচ প্রাণ

নিজস্ব প্রতিবেদক

পৃথক ঘটনায় সড়কে ঝরল পাঁচ প্রাণ

দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ময়মনসিংহের ত্রিশালে দুই নারী গার্মেন্টস কর্মী, ঠাকুরগাঁওয়ে দুই শ্রমিক ও মুন্সিগঞ্জের গজারিয়ায় পিকআপ চালক নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

ত্রিশাল (ময়মনসিংহ) : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের বৈলর কনহর মডেল মসজিদ নামক স্থানে সড়ক দুর্ঘটনায় দুই মহিলা গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। সোমবার (৯ অক্টোবর) এ সড়ক দুর্ঘটনা ঘটে। জানাগেছে,গার্মেন্টস কর্মীরা সকালে ডিউটিতে যাওয়ার পথে মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এসময় একটি পিকআপভ্যান তাদেরকে চাপা দেয়। পিকআপ ভ্যানটি ময়মনসিংহ থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। অন্যজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মারা যায়। 

নিহতরা হলেন উপজেলার বৈলর ইউনিয়নের উজান বইলর এলাকার রাসেল মিয়ার স্ত্রী সুমি আক্তার (২৫) ও একই গ্রামের আজিজুল মিয়ার স্ত্রী আম্বিয়া বেগম (৩৫)। 
ত্রিশাল থানার এসআই বিল্লাহ হেসেন জানান, নিহতদের লাশ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে। পিকআপ ভ্যানটির চালক পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে সবজিবাহী (করল্লা) ট্রাক উল্টে আশরাফুল (৩০) ও সহিবর (৪২) নামের ২ শ্রমিক নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয় আরো ১৫ জন। সোমবার (৯ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়নের ফাড়াবাড়ি এলাকার দক্ষিণ বটিনা গ্রামের চেপটিগুড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল সদর উপজেলার কহরপাড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে এবং নিহত সহিবর একই এলাকার মৃত আব্দুর রহিমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার (৯ অক্টোবর) ফাড়াবাড়ি এলাকার একটি করল্লার বাগান থেকে ট্রাক বোঝাই করে ১৫ জন ক্ষেত শ্রমিক ওই ট্রাকের ওপরে বসেই ঠাকুরগাঁওয়ের উদ্দেশ্যে রওনা হয়। পথে চেপটিগুড়া নামক স্থানে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এবং রাস্তার পাশের পুকুরে গিয়ে পড়ে। আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়া ক্ষেত শ্রমিকদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পথে আশরাফুল এবং আহতদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হলে রাস্তায় সহিবরের মৃত্যু হয়। সবজিবাহী ট্রাক উল্টে ২ জন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ওসি ফিরোজ কবির।

গজারিয়া (মুন্সিগঞ্জ) : মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে সড়ক দুর্ঘটনায় এক পিকআপ ভ্যানচলক নিহত হয়েছে। গত রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার ভবেরচর এলাকায় অজ্ঞাত পরিবহন ও মিনি পিকআপ ভ্যানের সংঘর্ষে এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপ চাকলের নাম মিরাজ (২৮) বলে জানা গেছে। নিহত পিকআপ ভ্যানচালক মিরাজ মিয়া পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার রাজপয়সা গ্রামের আফজাল খানের ছেলে। সোমবার (৯ অক্টোবর) পরিবারের কাছে নিহতের লাশ বুঝিয়া দেয়া হয়। 

পুলিশ সূত্রে জানা যায়, দুর্ঘটনার পর পরই পিকাপ ভ্যানচালককে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ,এস এম রাশেদুল ইসলাম জানান, বিনা ময়নাতদন্তে দাফনের জন্য নিহতের পরিবার মুন্সীগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদনের প্রেক্ষিতে লাশ বুঝিয়া দেয়া হয়।

টিএইচ