বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। লালমনিরহাটের কালীগঞ্জে নারীসহ নিহত তিনজন, কুমিল্লার হোমনায় মা-মেয়ে ও ময়মনসিংহের নান্দাইলে একজনের মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—
কালীগঞ্জ (লালমনিরহাট) : লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নারীসহ তিনজনের মৃত্যু হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার কাকিনা ইউনিয়নের লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের কবি শেখ ফজলল করিমের স্মৃতি কলম সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। এ সময় প্রায় ১ ঘণ্টা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে সড়কে যান চলাচল বন্ধ ছিল। নিহতরা হলেন-জেলার পাটগ্রাম উপজেলার আব্দুল গফুরের ছেলে রফিকুল ইসলাম (৩৬) ও একই উপজেলার আতিকুল ইসলামের ছেলে মিজান (২০)। স্থানীয়দের মুখে শুনা যাচ্ছে রংপুরের দর্শনা মোড় এলাকার মুন্নি নামে এক মহিলাও মারা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এ দুর্ঘটনায় রংপুরের দর্শনা মোড় এলাকার একজন মহিলার হাত বিচ্ছিন্ন মরদেহটি একটি মাইক্রোবাসযোগে মৃতের গুরতর অসুস্থ ছেলে রংপুরের উদ্দেশ্য চলে যায়।
কালীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান মৃত্যুর সতত্যা নিশ্চিত করে বলেন, একজন মহিলারও বিচ্ছিন্ন হাত দুর্ঘটনাস্থলে দেখা গেছে শোনা যায় ওই মহিলা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। এ বিষয়ে একটি মামলা হয়েছে।
তিতাস (কুমিল্লা): কুমিল্লার হোমনায় সড়ক দুর্ঘটনায় মা-মেয়ের মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুন) সকালে হোমনা সরকারি ডিগ্রি কলেজ রোডে টিএনটি অফিস সংলগ্ন ট্রাকের সাথে অটোরিক্সা ধাক্কা লেগে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হোমনা পূর্বপাড়া সজল সরকারের স্ত্রী ইভা আক্তার (১৮), তার কন্যা সাবা আক্তার (৮ মাস)।
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ইভা আক্তার ও তার শিশু মেয়েকে নিয়ে হোমনা থেকে শ্রীমদ্দি বাবার বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ হোমনা সরকারি কলেজ রোডে টিএনটি অফিসের সামনে ট্রাকের সাথে ব্যাটারিচালিত অটোরিক্সা ধাক্কা খেলে মা-মেয়ে গুরুতর আহত হয়।
পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুস সালাম সিকদার বলেন, মা-মেয়ে হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। হোমনা থানার ওসি মো. সাইফুল ইসলাম বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ বুঝিয়ে দেয়া হয়েছে।
নান্দাইল (ময়মনসিংহ) : ময়মনসিংহের নান্দাইল উপজেলায় নান্দাইল টু তাড়াইল সিএন্ডবি সড়কের শিমুুলতলা বাজার সংলগ্ন স্থানে সড়ক দুর্ঘটনায় মানসিক ভারসাম্যহীন এক অজ্ঞাত নারী (৬০) নিহত হয়েছে।
শনিবার (৩ জুন) ওই বাজার থেকে প্রায় ১০০গজ পশ্চিম দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় বাজার ব্যবসায়ী ও পথচারীদের ধারনা, ওই নারী রাস্তা পারাপার করতে গিয়ে হয়তো অজ্ঞাত গাড়ির চাপায় তার মৃত্যু হয়েছে। তারা আরো জানান, শনিবার (৩ জুন) রাতেও এই মহিলাকে বাজারের আশপাশে ঘুরতে দেখা গেছে।
তবে তার নাম পরিচয় এখনো জানা সম্ভব হয়নি। নান্দাইল মডেল থানার ওসি রাশেদুজ্জামান জানান, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং নিহতের পরিচয় সনাক্তকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।
টিএইচ