সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

পৃথক স্থানে সড়কে ঝরল তিন প্রাণ

নিজস্ব প্রতিবেদক

পৃথক স্থানে সড়কে ঝরল তিন প্রাণ

তিন জেলায় সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক জাপার নেতা, চট্টগ্রামের লোহাগাড়ায় এক মোটরসাইকেল আরোহী ও ময়মনসিংহের ত্রিশালে এক ভ্যানচালক নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে জুলিয়াস আলম বিলু (৫০) নামের এক জাপার নেতার মৃত্যু হয়েছে। নিহত জুলিয়াস আলম বিলু ফুলবাড়ী সদর ইউনিয়নের বজরের খামার গ্রামের মৃত আব্দুর রব সরকারের ছেলে। তিনি উপজেলা জাতীয় পার্টির ফুলবাড়ী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে ছিলেন। শনিবার (২১ অক্টোবর) রংপুরের একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জানা গেছে, গত শুক্রবার উপজেলার চন্দ্রখানা আমতলা এলাকা দিয়ে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে অটোবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি রাতেই তাকে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ফুলবাড়ী সদর ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, নিহতের লাশ অ্যাম্বুলেন্স যোগে বাড়িতে আনার প্রক্রিয়া চলছে। তিনি জাতীয় পার্টির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। 

লোহাগাড়া (চট্টগ্রাম) : চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাইল্ল্যা এলাকায় একটি বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। গত শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ রনি (২৩) উপজেলার চুনতি  রহমানিয়া পাড়ার মৃত সালেহ আহমদের ছেলে। তবে আহতের নাম-পরিচয় পাওয়া যায়নি। দোহাজারী হাইওয়ে থানার ওসি খান মোহাম্মদ ইরফান বলেন, পরিবারের সম্মতিতে বিনা ময়নাতদন্তে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে বাসটি জব্দ করা হয়েছে এবং চালক-সহকারী পলাতক রয়েছে।

ত্রিশাল (ময়মনসিংহ) : ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের উকিল বাড়ি নামক স্থানে সড়ক দুর্ঘটনায় ব্যাটারি চালিত ভ্যানচালকের মৃত্যু হয়েছে।  জানাগেছে , শনিবার (২১ অক্টোবর) একটি যাত্রীবাহী সৌখিন বাস পিছন দিক থেকে ভ্যানকে ধাক্কা দেয়। এতে মারাত্মকভাবে  ভ্যানচালক হেনু মিয়া আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ত্রিশাল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন জানান, নিহতের লাশ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।

টিএইচ