বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫
ঢাকা বৃহস্পতিবার, ০৩ এপ্রিল, ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
The Daily Post

ফেনীতে নবাগত সিভিল সার্জনের যোগদান

ফেনী প্রতিনিধি

ফেনীতে নবাগত সিভিল সার্জনের যোগদান

ফেনীতে নবাগত সিভিল সার্জন হিসেবে যোগদান করেছেন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম। বুধবার (৫ মার্চ) সিভিল সার্জন কার্যালয়ে সদ্য বিদায়ী সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিনের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

যোগদানের পর নবাগত সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম জেলা প্রশাসক সাইফুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এর আগে গত রোববার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব সানজিদা শারমিন স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে ফেনীর সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিনসহ দেশের ২৯টি জেলার সিভিল সার্জনকে ওএসডি করা হয়। একই আদেশে সিভিল সার্জন হিসেবে ফেনীতে পদায়িত হয়েছেন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম।

এদিকে দায়িত্ব গ্রহণের পরই নতুন এ সিভিল সার্জন জুলাই গণআন্দোলনে মারাত্মক আহত নাহিদুর রহমানকে দেখতে তার বাসায় যান। এ সময় তিনি নাহিদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন।

টিএইচ