রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বরগুনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং

বরগুনা প্রতিনিধি

বরগুনায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে প্রেস ব্রিফিং

জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আগামী ১ জুন উদযাপন উপলক্ষে বরগুনা জেলা পর্যায়ে সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।

সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে ও জাতীয় পুস্টিসেবা স্বাস্থ্য অধিদপ্তর এবং পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে মঙ্গলবার (২৮ মে) বরগুনা জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. প্রদীপ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন, বরগুনা প্রেস ক্লাবের সভাপতি অ্যাড. মোস্তফা কাদের, সাবেক সভাপতি চিত্তরঞ্জন শীল, জাকির হোসেন মিরাজ, হাসানুর রহমান ঝন্টু, অ্যাড. সঞ্জীব কুমার দাস, সাধারণ সম্পাদক জাফর হোসেন হাওলাদার, মেডিকেল অফিসার  ডা. মো. মেহেদী হাসান ও নিউট্রশন ইন্টারন্যাশনাল বরগুনা জেলা সমন্বয়কারী মো. রুহুল আমিন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সিভিল সার্জন অফিসের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক খান মুহাম্মদ সালামতুল্লাহ।

এসময় সিভিল সার্জন বলেন, এ ক্যাম্পেইনে ৬-১১ মাস বয়সী ১৩ হাজার ৮৩৩ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ১ লাখ ০৩ হাজার ৬৩৪ শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুলসহ মোট ১ লাখ ১৭ হাজার ৪৬৭ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। প্রেস ব্রিফিংয়ে বরগুনা প্রেস ক্লাব, বরগুনা জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম, বরগুনা সাংবাদিক ইউনিয়ন, বরগুনা রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

বরগুনা জেলায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে ৯৫১টি কেন্দ্র করা হয়েছে এবং এতে স্বেচ্ছাসেবী, স্বাস্থ্য সহকারী, এফডব্লিউএসহ মোট ১ হাজার ৪৩০ জন কাজ করবে।

টিএইচ