বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post
১২ লাখ টাকা বকেয়া

বিচ্ছিন্নের ৬ ঘণ্টা পর বিদ্যুৎ পেল কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিচ্ছিন্নের ৬ ঘণ্টা পর বিদ্যুৎ পেল কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন

১২ লাখ টাকা বকেয়া থাকায় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় কিশোরগঞ্জ বিদ্যুৎ বিতরণ বিভাগ (পিডিবি)। ৩/৪ দিনের মধ্যে বকেয়া বিল পরিশোধের আশ্বাসে ৬ ঘণ্টা পর পুনরায় বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। বিষয়টি জানিয়েছেন কিশোরগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ। 

গত সোমবার কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে বকেয়া বিল পরিশোধের আশ্বাসে রাত সাড়ে ৮ টার পর বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেয়া হয়। দীর্ঘ ৬ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় ব্যাহত হয় কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের কার্যক্রম। জেনারেটর চালিয়ে টিকেট বিক্রির কার্যক্রম সরবরাহ স্বাভাবিক রাখা হয়। তবে স্টেশনের লাইট ও ফ্যান অফ ছিলো। এতে ভোগান্তিতে পড়ে যাত্রীরা।

কিশোরগঞ্জ পিডিবির নির্বাহী প্রকৌশলী শামীম আহমেদ বলেন, কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনের ১২ লাখ টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় স্টেশনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়। পরে বকেয়া পরিশোধের আশ্বাসে রাত সাড়ে ৮ টার দিকে পুনরায় সংযোগ দেয়া হয়।

কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, বিদ্যুৎ বিল বকেয়া থাকায় বিকেল ৫ টায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ২/৩ ঘণ্টা পর বিদ্যুৎ সংযোগ ফিরিয়ে দেয়া হয়। রেলওয়ের বিদ্যুৎ বিভাগ এই বকেয়া পরিশোধ করবে বলে জানান তিনি।

টিএইচ