বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

‘মর্যাদাপূর্ণ বার্ধক্য বিশ্বব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালী করণ’ এ প্রতিপাদ্য নিয়ে মঙ্গলবার (০১ অক্টোবর) আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধিদের পাঠানো খবর—

পিরোজপুর : জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. ইকবাল কবিরের সভাপতিত্বে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহিম খলীলের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য  দেন- জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। আরও বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আসাদুজ্জামান,  জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জাকির হোসেন হাওলাদার, প্রতিবন্ধী বিষয়ক  কর্মকর্তা  পিরোজপুর প্রিয়ংবদা ভট্টাচার্য,   প্রবীণ হিতৈষী সংঘ পিরোজপুরের সাংগঠনিক সম্পাদক গাজি খায়রুল আলম প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা, প্রবীণ হিতৈষী সংঘের সদস্যরা উপস্থিত ছিলেন।

শৈলকুপা (ঝিনাইদহ): উপজেলা অডিটরিয়ামে শৈলকুপা উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের সভাপতি এস এম কোবাদ আলির সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা দাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শরিফ উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন, শৈলকুপা প্রেস ক্লাবের সভাপতি শাহীন আক্তার পলাশ, শৈলকুপা সিটি ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ তোফাজ্জল হোসেন। এছাড়াও শৈলকুপা উপজেলা প্রবীণ হিতৈষী সংঘের বিভিন্ন অঞ্চল থেকে আসা সদস্যরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক প্রাইমারি শিক্ষক সমিতির সেক্রেটারি মো. শফিউদ্দিন।

মেহেরপুর : দিবসটি  উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। র্যালিটি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। পরে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা সমাজসেবার উপ-পরিচালক মো. আশাদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হাসান রুমান, সিভিল সার্জন অফিসার মহীউদ্দিন আহমেদ, পুলিশ পরিদর্শক বজলুর রহমান, পলাশীপাড়া সমাজকল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেনসহ বিভিন্ন কর্মকর্তা ও প্রবীণরা উপস্থিত ছিলেন।

কুড়িগ্রাম : দিবসটি উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবার আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের হলরুমে আলোচনা সভা  হয়। এতে সভাপতিত্বে করেন জেলা প্রশাসক নুসরাত সুলতানা। এ সময়  বক্তব্য রাখেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হুমায়ুন কবির, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ডা. মো.আরিফুর রহমান, প্রবীণ সংঘের সভাপতি সামিউল হক নান্টু, সাধারণ সম্পাদক মো. আফতাব উদ্দিন, উদয় শংকর চক্রবর্তী প্রমুখ ।

গুরুদাসপুর (নাটোর) : উপজেলা পরিষদ চত্বরে র্যালি ও মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম। অনুষ্ঠানটি আয়োজন করেন উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অফিসার কার্যালয়। সমাজসেবা অফিসার শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার হারুনর রশীদ, ওসি গোলাম সারওয়ার হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম আক্তার, বীর মুক্তিযোদ্ধা রবিউল করিম ও বীর মুক্তিযোদ্ধা দুদু সর্দার। এছাড়াও আলোচনা সভায় বিভিন্ন এলাকা থেকে আগত প্রবীণরা এবং মুক্তিযোদ্ধারা অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথিরা প্রবীণদের সেবা ও মর্যাদাপূর্ণ বার্ধক্য নিশ্চিতকরণে বিভিন্ন পদক্ষেপ নিয়ে আলোচনা করেন

টিএইচ