‘দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার (১০ মার্চ) দেশের বিভিন্ন স্থানে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র্যালি, আলোচনাসভা ও ফায়ার সার্ভিসের বিভিন্ন অগ্নি নির্বাপণ মহরা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—
দিনাজপুর: জেলা প্রশাসক কার্যালয় হতে বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। অনুষ্ঠানে সভাপত্বিত করেন ও বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রসাশক (রাজস্ব) সোহাগ চন্দ্র সাহা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পূণর্বাসন কর্মকর্তা প্রকৌশলী মো. আনিছুর রহমান। ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. আব্দুল মালেকের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সিভিল সার্জন ডা. সৈয়দ বোরহানউল ইসলাম সিদ্দিকী, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. ফয়সাল রায়হান, দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মেহেফুজ তানজীর, দিনাজপুর পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মো. সিদ্দিকুরজ্জামান নয়ন প্রমুখ।
খাগড়াছড়ি : মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যস্থাপনা অধিদপ্তর আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. ইশতিয়াক আহম্মেদ। এসময় মাটিরাঙ্গা উপজেলা সহকারী প্রোগ্রামার রাজীব রায় চৌধুরী, মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. হারুন, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মো. রুহুল আমিন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মুকুল কান্তি চাকমা, মাটিরাঙ্গা উপজেলা পল্লীউন্নয়ন সমবায় সমিতির সভাপতি মো. জাকির হোসেন বাবলুসহ জনপ্রতিনিধি, সুশীল সমাজের নেতারা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ : জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে কালেক্টরেট ইংলিশ স্কুল চত্বরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড নির্বাপন মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসিফ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চাঁপাইনবাবগঞ্জের সহকারী পরিচালক শেখ মো. মাহবুবুল ইসলাম, সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মৌদুদ আলম খাঁ, জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।
খানসামা (দিনাজপুর): খানসামা উপজেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে র্যালি, অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. তাজ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আ.লীগের সভাপতি সাইফুল ইসলাম, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ভারপ্রাপ্ত স্টেশন অফিসার কমল চন্দ্র রায় ও লিডার আবু সায়েমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা।
বাহুবল (হবিগঞ্জ) : উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ প্রাঙ্গনে এক র্যালি বের হয়ে র্যালি শেষে উপজেলা কনফারেন্স হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য অফিসার মিসবাহ উদ্দিন আফজালের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা হুসেন শাহের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় দুর্যোগ মোকাবেলায় করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. তাজ উদ্দিন, সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিলুফা ইয়াসমিন, কিশলয় জুনিয়র হাইস্কুলের অধ্যক্ষ জামাল আহমেদ সাকিব প্রমুখ।
চৌহালী (সিরাজগঞ্জ) : উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজনে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি চৌহালী উপজেলার কয়েকটি সড়ক প্রদক্ষিণ করেন। উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মাহবুব হাসানের সভাপতিত্বে ও পিআইও হেকমত আলীর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফারুক হোসেন, থানার ওসি শ্যামল কুমার দত্ত, ইউআরসি অফিসার চঞ্চল কুমার মিস্ত্রি, উপজেলা প্রকৌশলী সেরাজুল ইসলাম প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দফতর প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) : উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ নাচোলের বাস্তবায়নে এবং উপজেলা পিআইও দুলাল হোসেনের সভাপতিতে মাক্তাপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে অগ্নি নির্বাপন ও দুর্যোগ মোকাবেলায় করণীয় সম্পর্কে মোহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা কর্মচারীরা। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মশিউর রহমান বাবু, কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব, উক্ত বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক সাইদুর রহমান, ফায়ার সার্ভিসের স্টাশন অফিসার এমদাদুল হক, সহকারী শিক্ষক মাহবুবু আলম।
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): উপজেলা চত্ত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্ত্বরে এসে সরাইল ফায়ার সার্ভিসের সদস্যরা বিভিন্ন মহড়া প্রদর্শন করে। দূর্যোগে ও অগ্নিকাণ্ডের মতো ঘটনায় কিভাবে নিজেদের নিরাপদ রাখতে হয় সেই বিষয়ে মহড়া প্রদর্শন করেন। মহড়া শেষে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু হানিফ, সরাইল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর সুবল চন্দ্র দেবনাথ, সরাইল ফায়ার সার্ভিসের লিডার মতিউর রহমান, সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, সাংবাদিক নারায়ন চক্রবর্ত্তী প্রমুখ।
ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ): উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যস্থাপনা বিভাগের আয়োজনে র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ভোলাহাট উপজেলা প্রকল্প বাস্থবায়ন কর্মকর্তা রতন কুমারের সভাপত্বিতে প্রধান অতিথি ছিলেন, ভোলাহাট উপজেলা চেয়ারম্যান মো. রাব্বুল হোসেন। উপস্থিত ছিলেন, ভাইয়া চেয়্যারম্যান গরীবুল্লাহ দবির, জেলা আ.লীগের সহ সভাপতি আব্দুল খালেক, সদর ইউপি চেয়ারম্যান মো. পিয়ার জাহান, গোয়ালবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান ইয়াসিন আলী শাহ, দলদলী ইউনিয়ন চেয়ারম্যান মো. মোজাম্মেল হক চুটু, জামবারিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. আফাজ উদ্দিন, ভোলাহাট ফায়ার সার্ভিস লিডার মো. ফরিদ উদ্দিন, ইউপি সদস্যসহ অন্যরা।
চারঘাট (রাজশাহী) : উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্তরে ভূমিকম্প ও অগ্নিকান্ডে করণীয় বিষয়ক মহড়াটি ছাত্র/ছাত্রীদের উপস্থিতিতে প্রদর্শন দেখানো হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উদযাপন অনুষ্ঠান সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস,এম শামীম আহম্মেদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, চারঘাট ফায়ার স্টেশন ইউনিট ইনর্চাজ মোজাম্মেল হক, উপজেলা পল্লী সঞ্চয় কর্মকর্তা লাইলা আরজুমান বানু সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও ছাত্র/ছাত্রীরা।
মঠবাড়িয়া (পিরোজপুর) : উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন গুরুপ্তপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে সিপিপির স্বেচ্ছাসেবক ও বিভিন্ন শ্রেণিপেশার লোক অংশগ্রহণ করেন। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. রিয়াজ উদ্দিন আহম্মেদ, সহকারী কমিশণার (ভূমি) সৈকত রায়হান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা সোহেল আহম্মেদ, সিপিবি কর্মকর্তা আরাফাত হোসেন প্রমুখ। পরে প্রকৃতিক দূর্যোগ ও বিভিন্ন ধরণের অনাকাংঙ্খিক দুর্যোগে করণীয় বিষয় বিভিন্ন মহড়া প্রদর্শিত হয়। দূর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় উপজেলা দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এ কর্মসূচির আয়োজন করেন।
গুরুদাসপুর (নাটোর) : উপজেলা প্রশাসন ও দুর্যোগের ব্যবস্থাপনায় উপজেলা চত্বরে র্যালি, ফায়ার সার্ভসের মহড়া, ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটিতে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান শাকিল, ভাইস চেয়ারম্যান আলাল শেখ, মহিলা ভাইস রোকসানা আক্তার লিপি, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সেলিম রেজা, মৎস্য অফিসার রতন চন্দ্র শাহা, ফায়ার স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম, আনসার ভিডিপি কর্মকর্তা মোছা. খুশি খাতুন প্রমুখ। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
তিতাস (কুমিল্লা) : উপজেলা প্রশাসনের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান, কুমিল্লা উত্তর জেলা আ.লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. পারভেজ হোসেন সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জামিলুর রহমান, কড়িকান্দি সদর ইউনিয়ন আ.লীগের সভাপতি আবু ইউসুফ চিশতী প্রমুখ।
কাউখালী (পিরোজপুর) : উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার সজল মোল্লার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাইদ মিঞা মনু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুনু বেগম, ইউপি চেয়ারম্যান লাইকুজ্জামান তালুকদার মিন্টু, গাজী সিদ্দিকুর রহমান, ইউপি সদস্য আকবর হোসেন দুলাল প্রমুখ।
বাঘাইছড়ি (রাঙ্গামাটি) : উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে র্যালি শুরু হয়ে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসে আলোচনা সভায় মিলিত হয়। বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ব্যবস্থাপনা আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মাহফুজুর রহমান, অতিথি ছিলেন বাঘাইছড়ি থানার ওসি ইশতিয়াক আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী রুসু খীসা, মারিশ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আপন চাকমা প্রমুখ।
সামাজিক সংগঠন হূদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠাতা মাহমুদুল হাসান সোহাগ সঞ্চালনা করেন।
কটিয়াদী (কিশোরগঞ্জ) : উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আব্দুল আলীম, কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ, উপ-সহকারী প্রকৌশলী মো. মাহবুবুল হক, কটিয়াদী সমাচার পত্রিকার সম্পাদক সারোয়ার হোসেন শাহীন, কটিয়াদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. আতিকুল আলম প্রমুখ।
মহাদেবপুর (নওগাঁ): উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউএনওর সভাকক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদুর সভাপতিত্বে অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা প্রকৌশলী সৈকত দাস, উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাকসুদুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া রহমান পলি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোকনুজ্জামান মণ্ডল, সাবেক সদর ইউপি চেয়ারম্যান মুহা. মাহবুবুর রহমান ধলু প্রমুখ।
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) : উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে পীরগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে একটি আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রমিজ আলমের সভাপতিত্বে বক্তব্য দেন, পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আক্তারুল ইসলাম, পৌরমেয়র ইকরামুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ভারতী রানী, সহকারী কমিশনার ভূমি আবদুল্লাহ আল রিফাত, পীরগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুলসহ সরকারি বেসরকারি বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দাকোপ (খুলনা) : উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সহযোগীতায় উপজেলা পরিষদ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদর চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়, উপজেলা আইসিটি কর্মকর্তা সমীর বিশ্বাস, উপজেলা পরিসংখ্যান ভারপ্রাপ্ত কর্মকর্তা শম্পা বিশ্বাস, দাকোপ প্রেস ক্লাব সভাপতি গোবিন্দ বিশ্বাস, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উপজেলা ইনচার্জ আবুল বাসার প্রমুখ।
ফুলবাড়ী (কুড়িগ্রাম): উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিকান্ড নির্বাপন বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া পরিচালনা করে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার মানিকের নেতৃত্বে ফায়ার সদস্যরা। মহড়ায় অংশগ্রহন করে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী, এনজিও কর্মী ও সাধারণ মানুষ। মহড়া শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সবুজ কুমার গুপ্ত, ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আহসান হাবিব, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, শিমুলবাড়ী ইউনিয়ন চেয়ারম্যান শরিফুল আলম সোহেল প্রমুখ।
রোয়াংছড়ি (বান্দরবান) : উপজেলা প্রশাসনের আয়োজনে ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে বাস্তবায়নে র্যালি, মহড়া ও আলোচনা সভা বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, ভাইস চেয়ারম্যান আথুইমং মারমা। মহড়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন ৩নং আলেক্ষ্যং ইউপি চেয়ারম্যান বিশ্বনাথ তঞ্চঙ্গ্যা, রোয়াংছড়ি কলেজের প্রভাষক উহাইসিং মারমা, বেক্ষ্যং নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লাল মিনলম বুইতিং,এস.আই মঈন।
কবিরহাট (নোয়াখালী): দিবসটি উপলক্ষে একটি র্যালি বের হয়ে উপজেলার সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা হল রুমে আলোচনা সভা শুরু হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ সরওয়ার উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আমির হোসেন, ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মুজিবুর রহমান, সাংবাদিক জহিরুল হক জহির, এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক অর্জুন ভৌমিক, সাংবাদিক মোহাম্মদ শহীদ। প্রকল্প বাস্তবায়ন দপ্তরের কার্য সহকারী মো. মাইন উদ্দিন প্রমুখ।
মহম্মদপুর (মাগুরা) : উপজেলা পরিষদের সামনে থেকে একটি র্যালি বের। র্যালিটি মহম্মদপুর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ মণ্ডলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার ভূমি বাসুদেব কুমার মালো, থানার ওসি পরিদর্শক বোরহান উল ইসলাম, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. বেবী নাজনীন, উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক শারমিন আক্তার রুপালি প্রমুখ।
মোল্লাহাট (বাগেরহাট) : এ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি, উপজেলা শিল্পকলা একাডেমি চত্বরে ফায়ার সার্ভিসের মহড়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহীনুল আলম ছানা। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শোভন সরকার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা ও রুবিয়া বেগম। সার্বিক তত্তাবধানে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মফিজুর রহমান সজল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা অনিমেষ বালা, ওসি এস এম আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. শওকত হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আশাদুজ্জামান শুভ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (সাবেক) মোস্তাফিজুর রহমান বিশ্বাস প্রমুখ।
সাপাহার (নওগাঁ): উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন দপ্তরের আয়োজনে উপজেলার জামান নগর বালিকা উচ্চ বিদ্যালয় হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। র্যালি শেষে বিদ্যালয় মাঠে সহকারী কমিশনার (ভূমি) শারমিন জাহান লূনার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিদ্যালয় মাঠে সাপাহার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন অফিসার এসলামের নের্তৃত্বে অগ্নি নির্বাপন ও ভূমিকম্প বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাইদুল ইসলাম, চৌধুরী চাঁন মোহাম্মদ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আবু এরফান প্রমুখ উপস্থিত ছিলেন।
কয়রা (খুলনা) : উপজেলা পরিষদ প্রাঙ্গন থেকে র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা চেয়ারম্যান ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি এসএম শফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব মো. মামুনার রশিদ। আরো বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. ইশতিয়াক আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সাংবাদিক মনিরুজ্জামান মনু প্রমুখ।
গঙ্গাচড়া (রংপুর): উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গঙ্গাচড়ার আয়োজনে উপজেলা পরিষদ মাঠে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডে করণীয় বিষয়ক মহড়ায় অংশ নেন গঙ্গাচড়া ফায়ার সার্ভিসের সদস্যরা। পরে উপজেলা মাঠে মহড়া অনুষ্ঠিত প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন। এসময়ে উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সাজু আহম্মেদ লাল, গঙ্গাচড়া ইউনিয়ন চেয়ারম্যান মাজহারুল ইসলাম লেবু, উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান, সমবায় অফিসার আফতাবুজ্জান চয়ন, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজীবুল করিম, গঙ্গাচড়া সরকারি মডের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞা।
মোরেলগঞ্জ (বাগেরহাট): উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মোরেলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস আয়োজিত দুর্যোগ চলাকালীন পুর্বাভাস ছাড়া প্রাথমিক করণীয় হিসেবে ভূমিকম্প, অগ্নি নির্বাপন,বন্যা, বজ্রপাত, বিদ্যুৎ চমকানোসহ দুর্যোগের মোকাবেলায় উপজেলা পরিষদ চত্তরে মহড়া প্রদর্শন করেন উপজেলা ফায়ার ডিফেন্সের কর্মকর্তা কর্মচারীরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম তারেক সুলতানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. শাহ-ই আলম বাচ্চু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল্লাহ আল জাবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যানরা, পল্লী বিদ্যুৎ ডিজিএম ওয়াদুদ খন্দকার, প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী শুভঙ্কর মন্ডল প্রমুখ।
অভয়নগর (যশোর) : উপজেলা পরিষদ চত্বরে দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবু নওশাদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, মিনারা পারভীন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, নির্বাচন কর্মকর্তা এস এম হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আনজু মনোয়ারা, নওয়াপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আলাউদ্দিন মনির, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক ও এলাকাবাসী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান। র্যালি ও আলোচনা সভা শেষে উপজেলা পরিষদ চত্বরে প্রশাসনিক ভবনের সামনে নওয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যদের অংশগ্রহণে অগ্নিনির্বাপণে করণীয় শীর্ষক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা পরিষদ চত্বরে ভূমিকম্প ও অগ্নিকান্ড থেকে রক্ষা বিষয়ক মহড়া, র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এনজিও ফ্রেন্ডশিপ, গণ উন্নয়ন কেন্দ্র, এসকেএস, ইএসডিও, কনসার্ণ ওয়ার্ল্ড ও ফ্লাড রেজিলিয়েন্স এলাইন্সের সহযোগিতায় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওয়ালিফ মণ্ডল সভাপতিত্ব করেন।
টিএইচ