রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫
ঢাকা রবিবার, ০৫ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে জাতীয় সমাজসেবা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে জাতীয় সমাজসেবা দিবস পালিত

‘নেই পাশে কেউ যার, সমাজসেবা আছে তার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

ময়মনসিংহ : সমাজের বঞ্চিত মানুষের অবস্থা, দুর্দশা ও হতাশার চিত্র সবপক্ষের কাছে তুলে ধরার লক্ষ্যে এ দিবসের আয়োজন। এ উপলক্ষ্যে  জেলার সার্কিট হাউস জিমনেশিয়াম প্রাঙ্গন থেকে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে ১ম পর্বে উদ্বোধনী র্যালি এবং ওয়াকাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রধান অতিথি থেকে বেলুন ও পায়রা উড়িয়ে ওয়াকাথনের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. ইউসুফ আলী এবং পরিচালনা করেন জেলা প্রশাসক মুফিদুল আলম। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের অ্যাড. তারেক স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে মিলনায়তনে কল্যাণরাষ্ট্র গঠন বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেন, আমরা সমাজসেবা দিবস একটি দিনে পালন করছি, কিন্তু সারা বছর ধরে এই সমাজসেবার কার্যক্রম চলে। কখনো প্রকাশ্যে, কখনো অপ্রকাশ্যে সমাজসেবার কাজ পরিচালিত হয়। সমাজসেবা হচ্ছে কল্যাণ রাষ্ট্রের একটি ধারণা, যেখানে রাষ্ট্র সমাজ বঞ্চিত এবং অসহায় যারা আছে, তাদের পাশে দাঁড়াবে। অনুষ্ঠানের ২য় পর্বে মুক্ত আড্ডা পরিচালনা এবং সমাপনী করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম। আড্ডা সূচনায় ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা এবং আড্ডা সঞ্চালনায় ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রাজু আহমেদ। সমাপনী বক্তব্য দেন জেলা প্রশাসক মুফিদুল আলম। 

ঝিনাইদহ : জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে সেখান থেকে ওয়াকাথন প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিরা শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে মিলিত হয়। পরে সেখানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল। সে সময় সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী,  সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মমিনুর রহমান, সদর উপজেলা সমাজ সেবা অফিসার আব্দুল হাই সিদ্দিকী ও জেলা দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা সহ অন্যরা বক্তব্য রাখেন। আলোচনা শেষে ওয়াকাথন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। 

ঠাকুরগাঁও:  নানা সেবা ও জনকল্যাণমূলক কর্মসূচির মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ে দিবসটে অনুষ্ঠিত হয়েছে। জেলা সমাজসেবা অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগীতায় দিবসটির শুরুতেই ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠ পরিষ্কারে নামেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা। মাঠ পরিষ্কারে জেলা প্রশাসকের সঙ্গে এসময় উপস্থিত থেকে সহযোগীতা করেন পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম (পিপিএম), সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক আল মামুন, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে জেলা প্রশাসক ইশরাত ফারজানার সঞ্চালনায় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে কল্যাণরাষ্ট্র গঠনে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়।

নেত্রকোণা : নেত্রকোণা জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে জেলা সমাজসেবা কমপ্লেক্সে এসে শেষ হয়। জাতীয় সংগীতের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন, শান্তির প্রতীক পায়রা, বেলুন উড়িয়ে এবং পরিবেশ বান্ধব গাছ রোপণের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. শাহ্ আলমের সভাপতিত্বে শহর সমাজসেবা অফিসার মো. মহিবুল্লাহ্ হকের সঞ্চালনায় কল্যাণরাষ্ট্রবিষয়ে মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক বনানী বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার, ডেপুটি সিভিল সার্জন ডা. আফরিন সুলতানা, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু। স্বাগত বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুন- অর-রশিদ। সমাজসেবা অধিদপ্তরের সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন সমাজসেবার সহকারী পরিচালক রফিকুল ইসলাম। 
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক শেখ হাসনাত জনি, স্বাবলম্বীর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক স্বপন কুমার পাল প্রমুখ। বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের মাঝে ট্রাই সাইকেল ও হুইল চেয়ার বিতরণ করা হয়।

বরিশাল ব্যুরো : বরিশাল জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থাসমূহের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে নগরীর বেলেস পার্ক প্রাঙ্গন থেকে বেলুন ফেস্টুন উড়িয়ে জাতীয় সমাজসেবা দিবস উদ্বোধন করেন। পরে বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা সমাজসেবা কার্যালয় গিয়ে শেষ হয়। পরে সেখানে মুক্ত আড্ডা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. সোহরাব হোসেন।  বিশেষ অতিথি ছিলেন রেঞ্জ ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম, বরিশাল বিভাগীয় সমাজসেবা কার্যালয় পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বরিশাল মহানগর শাখার আহ্বায়ক শহিদুল ইসলাম শাহেদ, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারী পরিচালক সাজ্জাদ পারভেজসহ কর্মকর্তা কর্মচারী, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও শিশু পরিবারের শিশুরা উপস্থিত ছিলেন। পরে শিশু পরিবারের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি প্রদান, হুইলচেয়ার বিতরণ করা হয়।

রাজবাড়ী: জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে নানামুখী কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। দিবসের শুরুতে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নারী ও পুরুষদের জন্য পৃথক ওয়াকাথন প্রতিযোগিতা আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক মল্লিকা দে, রাজবাড়ী সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আবু রাসেল।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘কল্যাণ রাষ্ট্র গঠনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা ও তরুণ প্রজন্মের প্রত্যাশা’ শীর্ষক মুক্ত আড্ডার আয়োজন করা হয়। স্থানীয় সরকার শাখার উপপরিচালক মল্লিকা দে আড্ডাটি পরিচালনা করেন, যেখানে সূচনা বক্তব্য দেন রাজবাড়ী সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক রুবাইয়াত মো. ফেরদৌস।

কামারখন্দ (সিরাজগঞ্জ) : কামারখন্দ সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসক কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে জামতৈল পশ্চিম বাজারে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সমাজসেবা কার্যালয় এসে শেষ হয়। এতে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মোতালিবের সভাপতিত্বে ওয়াকাথন ও ‘কল্যাণরাষ্ট্র’ গঠনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা ও নতুন প্রজন্মের  প্রত্যাশা  বিষয়ে মুক্ত আড্ডা আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কামারখন্দ ইউএনও অনামিকা নজরুল। এসময় মুক্ত আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব দেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কামারখন্দের স্বমন্বয়ক সজীব সরকারসহ প্রমুখ।

শালিখা (মাগুরা): উপজেলা সমাজসেবা অধিদপ্তর র্যালি ও আলোচনার আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন শালিখা ইউএনও হাসিনা মমতাজ।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মুন্সী আনিচুর রহমান মিল্টন, সদস্য সচিব মুন্সি নয়নুজ্জামান চকলেট, জামায়াতে ইসলামীর মো. নায়েব আলী, মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শফিউল আলম প্রমুখ।

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) : ওয়াকাথন ও মুক্ত আলোচনা সভার মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়াদুদ বিন নুর আলিফ। এসময় জামায়াতের নায়েবে আমির মিজানুর রহমান, জামায়াতের সাধারণ সম্পাদক রজব আলী, ছাত্র সমন্বয়ক তারেক মাসুসহ আরও অনেকে বক্তব্য রাখেন। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরাসহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। পরে মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ করা হয়।

খানসামা (দিনাজপুর): উপজেলা কমপ্লেক্স হলরুমে উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  এ সময় উপস্থিত ছিলেন ইউএনও (ভারপ্রাপ্ত) আশিক আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন আক্তার, বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, উপকারভোগী, সংবাদকর্মী ও সুধীজন।

ভান্ডারিয়া (পিরোজপুর) : উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়াকথন ও কল্যাণরাষ্ট্র গঠনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা ও নতুন প্রজন্মের প্রত্যাশাবিষয়ক মুক্ত আড্ডায় মিলিত হয়। ইউএনও ও পৌর প্রশাসক মো. ইয়াছিন আরাফাত রানার সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ.দা.) মো. আবুল হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন সাংবাদিক সামসুল ইসলাম আমিরুল, মো. মহিববুল্লাহ হাওলাদার, মাদ্রাসা সুপার কালাম সাইফুল্লাহ ও মাহাবুবুর রহমান প্রমুখ। 

সন্দ্বীপ: সমাজসেবা উপজেলা পরিষদের কনফারেন্সে উপজেলা সমাজসেবা অফিস এই অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি উপলক্ষে উপজেলা  পরিষদ  থেকে বর্ণাঢ্য আনন্দ র্যালি ও ওয়াকাথন বের হয়ে জেলা কমপ্লেক্স ঘুরে  উপজেলা পরিষদে এসে  শেষ হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মহসিন আলমের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা ইঞ্জি. আব্দুল আলীম, কৃষি অফিসার মারুফ হোসেন,  মৎস্য অফিসার আতিকুল্লাহ, নির্বাচন অফিসার দেবাশীষ দাশসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। আলোচনা সভায় বক্তারা, দেশের প্রতিটি বিশেষ চাহিদা সম্পন্ন নাগরিকদের জীবনমান উন্নয়নে এবং নিরাপত্তায় সমাজসেবার পাশাপাশি পরিবারের লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানান। অনুষ্ঠানে ২ জনকে সেলাই মেশিন,  বিনামূল্যে ওষুধ ৮ জন, আর্থিক অনুদান ১৫ জন প্রদান করা হয়। 

ধর্মপাশা (সুনামগঞ্জ) : সুনামগঞ্জের ধর্মপাশায় দিবসটির আয়োজন করে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় ধর্মপাশা। র্যালিটি উপজেলা সমাজসেবা অফিসের সামনে থেকে বের হয়ে উপজেলা পরিষদ চত্বর গোড়ে ভূমি অফিসের সামনে এসে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণ করেন ধর্মপাশা ইউএনও ভারপ্রাপ্ত ও উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. অলিদুজ্জামান, উপজেলা সমাজসেবা অফিসার মো. গিয়াসউদ্দিন, সমাজসেবা অফিসের স্টাফ জয়ন্তী রানী সরকার, সুলতান আহমদসহ বিভিন্ন ভাতাভোগীরা ও অন্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) : উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। মুক্ত আড্ডা পরিচালনা করেন ইউএনও মো. নাজির হোসেন। আড্ডা সূচনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রফিকুজ্জামান খান। আড্ডায় বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. জাফর আহমেদ লস্কর, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. শাহজাহান মিঞা, গণমাধ্যমকর্মী সুদীপ্ত শামীম প্রমুখ।

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) : নাচোল উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে, উপজেলা পরিষদ মিনি কনফারেন্স রুমে সমাজসেবা অফিসার সোহেল রানার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন (ভারপ্রাপ্ত) ইউএনও ও সহকারী কমিশনার ভূমি সবুজ হাসান। এ সময় সরকারি নাচোল কলেজের (অবসরপ্রাপ্ত) অধ্যক্ষ হাফিজুর রহমান, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও শিক্ষার্থীরা বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করেন। আলোচনা শেষে ২১ জন ঋণ গ্রহীতাদের মধ্যে ৪ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়।

গৌরীপুর : উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অফিসার্স ক্লাবে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাফুজ ইবনে আইয়ুবের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল রায়ের সঞ্চালনায় বক্তব্য দেন প্রধান অতিথি ইউএনও এম সাজ্জাদুল হাসান। আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইকবাল আহাম্মেদ নাসের, প্রেস ক্লাব সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন প্রমুখ। আলোচনা শেষে হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।

মধুপুর (টাঙ্গাইল) : মধুপুরে দিবসটি উপলক্ষে উপজেলা চত্বর থেকে র্যালি বের হয়ে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা চত্বরে কল্যাণরাষ্ট্র বিনির্মাণবিষয়ক মুক্ত আড্ডা ও প্রতিবন্ধীদের মাঝে আইডি কার্ড বিতরণ করা  হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা সমাজসেবা অফিসার মো. মোস্তফা হোসাইন। প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. জুবায়ের হোসেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইদুর রহমান, মধুপুর থানর ওসি এমরানুল কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা।  

মহম্মদপুর (মাগুরা) : উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের করা হয়ে উপজেলা পরিষদের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে মুক্ত আলোচনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়েছে। সমাজের অসংগতি, দুর্নীতি, অসহায় মানুষের সমস্যা সমাধানসহ সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার বিষয়ে আলোচনায় গুরুত্বারোপ করা হয়। ইউএনও (ভারপ্রাপ্ত) বাসুদেব কুমার মালোর সভাপতিত্বে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আব্দুর রবের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা  কর্মকর্তা ডা. মো. কাজী আবু আহসান, মহম্মদপুর থানার ওসি মো. আব্দুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব মো. আখতারুজ্জামান, বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক তাওফিক কালাম অভি, আল-মামুন প্রমুখ। 

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) : পাকুন্দিয়া উপজেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইউএনও মো. বিল্লাল হোসেন। উপজেলা সমাজসেবা অফিসার মো. শাহজাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি  মামুন সরকার, উপজেলা কৃষি অফিসার নুরে আলম প্রমুখ। সভায় সাংবাদিক ও উপজেলা শিক্ষা অফিসার, সমাজসেবা অফিসারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দফতর প্রধান এর আগে ইউএনওর নেতৃত্বে  এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়।

ভান্ডারিয়া (পিরোজপুর) : উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালি বের হয়ে র্যালিটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওয়াকথন  ও কল্যাণরাষ্ট্র গঠনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভূমিকা ও নতুন প্রজন্মের প্রত্যাশাবিষয়ক মুক্ত আড্ডায় মিলিত হয়। ইউএনও ও পৌর প্রশাসক মো. ইয়াছিন আরাফাত রানার সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ.দা.) মো. আবুল হাসানের সঞ্চালনায় বক্তব্য দেন সাংবাদিক সামসুল ইসলাম আমিরুল, মো. মহিববুল্লাহ হাওলাদার, সুপার কালাম সাইফুল্লাহ, মাহাবুবুর রহমান প্রমুখ। 

ভেড়ামারা : কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত ভেড়ামারায় দিবসটি উপলক্ষে র্যালি শেষে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, ইউএনও রফিকুল ইসলাম, বিশেষ  অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনোয়ার হোসাইন,  কৃষি কর্মকর্তা মাহমুদা সুলতানা, সমাজসেবা কমকর্তা এমদাদুল হক বিশ্বাস,প্রাথমিক শিক্ষা অফিসার  জালাল উদ্দিন,  উপজেলা প্রকৌশলী দেলোয়ার হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা  নির্মল কুমার মন্ডল,  তথ্য কর্মকর্তা মরজিয়া খানম,  যুব উন্নয়ন কর্মকর্তা লুৎফর রহমান,  উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিহাবুল ইসলাম। 

কালীগঞ্জ (লালমনিরহাট): উপজেলা সমাজসেবা কার্যালয়ে থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে কল্যাণরাষ্ট্র গঠন বিষয়ে মুক্ত আড্ডা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়া ছাত্র, নারী ও সাধারণ জনতাসহ মোট ৩ জনকে ওয়াকাথন বিজয়ী ঘোষণা করা হয়। উপজেলা সমাজসেবা অফিসার সুকান্ত সরকারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন, অতিরিক্ত দায়িত্বে থাকা ইউএনও ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দিতি রায়। এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, সাংবাদিক ও সুশীল সমাজের নেতারা অংশ নেন।

বুড়িচং (কুমিল্লা): বুড়িচং উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উপজেলা প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সাহিদা আক্তার। উপজেলা সমাজসেবা অফিসার মো. কবির আহামেদের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি সোনিয়া হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মীর হোসেন মিঠু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আবদুল মান্নান, সহকারী সমাজসেবা কর্মকর্তা আহমেদ উল্লাহ,  বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমসহ অনেকে।

টিএইচ