সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯ পৌষ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহর উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহর উদ্বোধন

‘মজবুত হলে পুষ্টির ভিত স্মার্ট বাংলাদেশ হবে নিশ্চিত’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে আলোচনা সভার মধ্য দিয়ে বুধবার (৭জুন) সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহর উদ্বোধন করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

গোপালগঞ্জ : গোপালগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় পুষ্টি সপ্তাহর উদ্বোধন করেন সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ। সিএস অফিস সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহর উদ্বোধন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্ষব্যাধি ক্লিনিকের ডা. মো. রফিকুজ্জামান, মেডিকেল অফিসার এস এম সাকিবুর রহমান, ডা. দিপাকর বিশ্বাস, ডা. সাদ মাহমুদ, ডা. সুচিতা আক্তার, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা  আরিফুল ইসলাম চৌধুরীসহ উপজেলার বিভিন্ন  প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

মৌলভীবাজার : সদর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ও  পুষ্টি কমিটির সভাপতি মো. শরীফ উদ্দীন, সদস্য সচিব ডা. বর্ণালী দাশ উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা। উদ্বোধনী ও আলোচনা সভার সঞ্চালনায় ছিলেন, সদর  উপজেলার মেডিকেল অফিসার ডা. ফারহানা হক। এসসয় পুষ্টি কমিটির অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

ফুলবাড়ী (দিনাজপুর) : ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার সভাকক্ষে স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. মো. মশিউর রহমানের সভাপত্বিত্বে পুষ্টি সপ্তাহের আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ডা. মো. মশিউর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা প.প. কর্মকর্তা মো. হাসানুল বান্না, ফুলবাড়ী থানার ওসি মো. আশ্রাফুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসাৎ হাসিনা ভূইয়া, উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নূর আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য পরিদর্শক শ্রী কার্তিক চন্দ্র শাহ, উপজেলা সেনেটারি ইন্সপেক্টর শ্রী জগদিশ চন্দ্র। এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কমচারীরাসহ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।  

লংগদু (রাঙামাটি) : লংগদুতে বিদ্যালয়ভিত্তিক পুষ্টিমেলা উপলক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘লীন’ প্রকল্পের উদ্যোগে লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবি রঞ্জন চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগমসহ গণ্যমান্য ব্যক্তিরা, বিদ্যালয়ের শিক্ষকগণ ও ছাত্রীরা উপস্থিত ছিলেন।

সালথা (ফরিদপুর) : জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে নির্বাহী অফিসারের কর্যালয়ে পুষ্টি সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. আক্তার হোসেন শাহীনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কাজী আব্দুল মমিন। 

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) সুদর্শন শিকদার, মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, প্রকৌশলী আবু জাফর, সমাজসেবা অফিসার সৈয়দ ফজলে রাব্বি নোমান, জনস্বাস্থ্য প্রকৌশলের উপসহকারী প্রকৌশলী আল-আমীন হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা ফেরদৌস আরা ডলি, উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আব্দুল বারী, ইউডিএফ ইউজিডিপি কর্মকর্তা মো. রিফাত রিয়াজ, সালথা মডেল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এফ এম আজিজুর রহমান আজিজ প্রমুখ। এছাড়াও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

পাটগ্রাম (লালমনিরহাট) : পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে ও উপজেলা স্বাস্থ্য বিভাগ পাটগ্রামের বাস্তবায়নে পুষ্টি সপ্তাহ উপলক্ষে অনুষ্ঠানমালায় রয়েছে প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে চিত্রাংকন, কুইজ প্রতিযোগিতা ও উপস্থিত বক্তৃতা। গর্ভবতী ও দুগ্ধ দানকারী মা ও প্রবীণদের স্বাস্থ্য পরীক্ষা। এছাড়াও রয়েছে নিরাপদ খাদ্য ও সচেতনতা বিষয়ক আলোচনা সভা। আলোচনা করেন পাটগ্রাম উপজেলা পরিষদ চেয়ারম্যান রুহুল আমিন বাবুল, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র রায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আফরোজা বেগম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান নিলু, আবু তালেব প্রমুখ। জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৩  উদযাপনের সার্বিক বিষয়ে তুলে ধরে আলোচনা করেন পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম।

ফুলবাড়ী (কুড়িগ্রাম) : উপজেলা পরিষদ হলরুমে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ফুলবাড়ীর বাস্তবায়নে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস।  আলোচনা সভার বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কান্তি সাহা, উপজেলা কৃষি অফিসার নিলুফা ইয়াসমিন, উপজেলা ভেটনারি সার্জন মওদুদ হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, ফুলবাড়ী প্রেস ক্লাবের সভাপতি এমদাদুল হক মিলনসহ আরো অনেকে।

রাজস্হলী (রাঙামাটি): রাজস্থলী  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহলাঅং মারমার উপস্থাপনায় উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশের সভাপতিত্বে পুষ্টি সপ্তাহ উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান উবাচ মারমা। উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- রাজস্থলী কলেজের অধ্যক্ষ উপানন্দ দাশ, থানা ওসি জাকির হোসেন, গাইন্দ্যা ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা, ঘিলাছড়ি ইউপি  চেয়ারমান  রবার্ট ত্রিপুরা, সাংবাদিক আজগর আলী খান, কৃষি কর্মকর্তা মো, আবুল খাযেরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মকর্তা ও কর্মচারী জিও এনজিও।

বড়াইগ্রাম (নাটোর) : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত ইউএনও বোরহান উদ্দিন মিঠু আনুষ্ঠানিকভাবে এ সপ্তাহের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খুরশীদ আলম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাজহারুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, মেডিকেল অফিসার ডা. লতা রাণী দাস ও উপজেলা প্রেস ক্লাব সভাপতি অহিদুল হক বক্তব্য রাখেন।  

বিশ্বম্ভরপুর (সুনামগঞ্জ) : বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে জাতীয় পুষ্টি সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মো. সাদিউর রহিম জাদিদ। নিউট্রেশন সূচনা প্রকল্পের টেকনিক্যাল অফিসার এ কে শামীম আহমদের সঞ্চালনায় উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহফুজা আক্তার রিনা। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও প,প, কর্মকর্তা আব্দুল্লাহেল মারুফ ফারুকী। উপস্থিতি ও মতামত ব্যক্ত করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তাজ্জত আলী খান, বাদাঘাট(দ.) ইউপি চেয়ারম্যান অ্যাড.  ছবাব মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার রমজানুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার সালাউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুল মান্নান, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা মো. আল আমিন, প্রেস ক্লাব সভাপতি স্বপন কুমার বর্মনসহ বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, কর্মচারী, জনপ্রতিনিধি ও ধর্মীয় ব্যক্তিত্বরা। 

সিরাজদীখান (মুন্সীগঞ্জ): উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরার সভাপতিত্বে ও মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. আলমগীর হোসেন গাজীর সঞ্চালনায় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা, বিক্রমপুর সরকারি কুঞ্জ বিহারী কলেজের অধ্যক্ষ হেলেনা বেগম, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন, সিরাজদীখান প্রেস ক্লাব সভাপতি কাজী নজরুল ইসলাম বাবুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান ভুইয়া, আবাসিক মেডিকেল অফিসার ডা. তাইফুল ইসলাম, ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, সাংবাদিক আব্দুল্লাহ আল মাসুদসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা। 

নকলা (শেরপুর): উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া উম্মুল বানিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মোহাম্মদ বোরহান উদ্দিন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা. ইসহাক আলী, কৃষি সমপ্রসারণ কর্মকর্তা কৃষিবিদ শেখ ফজলুল হক মনি প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন-কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এসময় আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহমুদুল হাসান, মেডিকেল অফিসার এন্ড ডিজিস কন্ট্রোল (এমওডিসি) ডা. ওলি উল্লাসহ নকলা হাসপাতালে কর্মরত চিকিৎসকগন ও বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

মহেশপুর (ঝিনাইদহ) : উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে ডাক্তার হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা। বিশেষ অতিথি ছিলেন, শিক্ষাবিদ এটিএম খাইরুল আনাম, মহেশপুর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, মহেশপুর প্রেস ক্লাবের সভাপতি আব্দুর রহমান প্রমুখ। 
 
মহাদেবপুর (নওগাঁ): উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খুরশিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকূল চন্দ্র সাহা বুদু, কৃষি অফিসার কৃষিবীদ মোমরেজ আলী, উপজেলা শিক্ষা অফিসার সাফিয়া আক্তার অপু, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদ, সমাজসেবা অফিসার রোকনুজ্জামান মণ্ডল, আবাসিক মেডিকেল অফিসার ডা. মাহবুব আলম, গাইনী বিশেষজ্ঞ সার্জন ডা. রুবি, জুনিয়র কলসানটেন্ট ডা. নাহিদুজ্জামান নাহিদ, ভেটেরিনারি সার্জন ডা. আল আমিন তান, একাডেমিক সুপার ভাইজার মো. ফরিদুল ইসলাম প্রমুখ। 

টিএইচ