রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

বিভিন্ন স্থানে সড়কে ঝরল আট প্রাণ

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন স্থানে সড়কে ঝরল আট প্রাণ

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় আটজনের মৃত্যু ও ১৪ জন আহত হয়েছে। কুড়িগ্রামের রাজারহাটে দুইজন, কক্সবাজারের পেকুয়ায় দুইজন, নীলফামারীর এক মোটরসাইকেল আরোহী, হবিগঞ্জের মাধবপুরে একজন, নাটোরের বড়াইগ্রামে একজন ও মুন্সীগঞ্জের সিরাজদীখানে একজেনর মৃত্যু হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর—

রাজারহাট (কুড়িগ্রাম) : রাজারহাটে পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে দুজনের মৃত্যু হয়েছে। অটোরিকশার আরো ৫ যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুলাই) রাজারহাট উপজেলার মিলের পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, অটোরিকশার যাত্রী সিরাজুল ইসলাম (৪৫) ও সেলিনা বেগম (৩৫)। সিরাজুল উলিপুর উপজেলার নাওডাঙ্গা গ্রামের গাফ্ফার আলী মোল্লার ছেলে এবং সেলিনা রাজারহাট নাজিমখান এলাকার ইউসুফ আলীর মেয়ে। 

উলিপুরগামী পিকআপ ভ্যানটির সঙ্গে রাজারহাটগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই সিরাজুল ইসলাম নিহত হন। আশঙ্কাজনক অবস্থায় সেলিনা বেগমকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যান। রাজারহাট থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন, পিকআপ ভ্যান ও অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পেকুয়া (কক্সবাজার) : কক্সবাজারের পেকুয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো এক একজন। মঙ্গলবার (৪ জুলাই) উপজেলার বারবাকিয়া ইউনিয়নের কাদিমাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের শরলিয়া বাজার এলাকার আহমদ নবীর ছেলে শেহাব উদ্দিন (৪৫) ও আনোয়ারা উপজেলার হাবিবুর রহমানের ছেলে নুরুল আমিন (৩০)। আহত মহিলার নাম ঠিকানা পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এবিসি সড়কের ধনিয়াকাটা বাজারের দক্ষিণ পাশের তিন রাস্তার মোড়ে পেকুয়ামুখি যাত্রীবাহি বাসের যাথে চট্টগ্রামমুখী যাত্রীবাহি একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি ধাক্কা লাগে। এসময় সিএনজিতে থাকা যাত্রী শিহাব উদ্দিন ঘটনাস্থলে মারা যান। দুজন গুরুতর আহত হন। পেকুয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুল আমিন। পেকুয়া থানার ওসি মোহাম্মদ ওমর হায়দার বলেন, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নীলফামারী : নীলফামারীর ডোমারে বেপরোয়া গতির একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় রাসেল ইসলাম(২৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুলাই) নীলফামারী-ডোমার মহাসড়কের ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় প্রায় একঘণ্টা নীলফামারী-ডোমার মহাসড়ক অবরোধ করে রাখেন স্থানীয়রা। পরে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যানের অনুরোধে অবরোধ তুলে নেন তারা। রাসেল ইসলাম সোনারায় ইউনিয়নের বড়গাছা ঘোনপাড়া এলাকার রহিদুল ইসলামের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নীলফামারীর সদরে কচুয়া চৌরঙ্গী বাজারে কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। নীলফামারী-ডোমার মহাসড়কের ধরনীগঞ্জ বাঁশের পুল এলাকার হংসরাজ বালিকা স্কুলের সামনে পৌঁছালে বিপরীত দিক ডোমার থেকে আসা সৈয়দপুরগামী যাত্রীবাহী বাস সুমন পরিবহনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়ে মুচড়ে যায় মোটরসাইকেলটি। ঘটনাস্থলে প্রাণ হারান মোটরসাইকেল আরোহী রাসেল। ডোমার থানার ওসি মাহমুদ উন নবী বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেছি।

মাধবপুর (হবিগঞ্জ) : হবিগঞ্জের মাধবপুরে মাইক্রোর ধাক্কায়  সিএনজি চালিত অটোরিকশা উল্টে বিল্লাল মিয়া (৩০) নামে এক যুবক নিহত হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে শাহপুর নতুন বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিল্লাল মিয়া উপজেলার সম্পদপুর গ্রামের লাল খার ছেলে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভুইয়া জানান, লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে।

বড়াইগ্রাম (নাটোর) : নাটোরের বড়াইগ্রামে প্রাইভেট কার ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আব্দুল করিম (৪২) নামে এক আম ব্যবসায়ী নিহত ও কমপক্ষে আটজন আহত হয়েছেন। মঙ্গলবার (৪ জুলাই) বনপাড়া-হাটিকুমরুল মহসাড়কের মানিকপুর কলাবাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল করিম সাভারের আমিন বাজার এলাকার আব্দুল জব্বারের ছেলে। 

বনপাড়া হাইওয়ে থানার ওসি হাবিবুর রহমান জানান, মঙ্গলবার (৪ জুলাই) রাজশাহী থেকে আম কেনার পর চারজন ব্যবসায়ী প্রাইভেট কারে ঢাকা যাচ্ছিলেন। অপর দিকে, ঢাকা বিমানবন্দর থেকে বিদেশ ফেরৎ এক যুবককে নিয়ে ৯ জন অপর একটি মাইক্রোবাসে নাটোর ফিরছিলেন। পথে মানিকপুর কলাবাগান এলাকায় প্রাইভেট কার ও মাইক্রোবাসটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় যানবাহন দুটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে সড়কে উল্টে পড়ে আব্দুল করিম ঘটনাস্থলে নিহত ও আরো আটজন আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় হাইওয়ে পুলিশ আহতদের উদ্ধার করে বড়াইগ্রাম হাসপাতালে ভর্তি করেন। 

সিরাজদীখান (মুন্সীগঞ্জ) : ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদীখানে সড়ক দুর্ঘটনায় ৬৫ বছর বয়সী এক অজ্ঞাত পথচারীর (পুরুষ) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা নামক এলাকায় ঢাকাগামী সার্ভিস লেনের পশ্চিম পাশ থেকে লাশটি উদ্ধার করে হাসাড়া হাইওয়ে থানা পুলিশ।

হাসাড়া হাইওয়ে থানার এসআই জামিরুল ইসলাম বলেন, খবর পেয়ে বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। ধারনা করছি অজ্ঞাত কোন গাড়ির ধাক্কায় পথচারীর মৃত্যু হয়েছে। লাশ হাসাড়া হাইওয়ে থানায় আছে। লাশ এবং ঘাতকযানের শনাক্তের চেষ্টা চলছে।

টিএইচ